ইংরেজিতে প্লেন / বাস / ট্রেনের টিকিট কাটুন

January 14, 2022 ...

আজকে আমরা শিখবো কীভাবে ইংরেজিতে প্লেন , বাস অথবা ট্রেনের টিকিত কাটতে পারি । খুব সহজ কয়েকটি ডায়ালগ দিয়ে আজকে শিখব কীভাবে প্লেন, বাস, ট্রেনের টিকিট কাটব ।

টিকিট কাটতে ইংরেজিতে কথোপকথন

মনে করি, আপনি ফোনে টিকিটটা কাটতে চাচ্ছেন । ফোন করার পর এজেন্ট আপনাকে প্রথমে বলতে পারে,

Hello, this is X airlines . How can I help you?

এরপর হয়তো আপনাকে বলতে হতে পারে আপনি প্লেনের টিকিট কাটতে চাচ্ছেন অথবা রিজার্ভেশন এর জন্য অথবা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। So, আপনি কীভাবে বলতে পারেন?

I would like to________  a ticket from_____  to_____ .

এইখানে প্রথম খালিঘরে book শব্দটি ব্যবহার করা যেতে পারে । এছাড়া Reserve শব্দটি ব্যবহার করা যেতে পারে । আবার, আপনি যদি সহজ ভাষায় বলতে চান আপনি টিকিট কিনতে চান তাহলে buy শব্দটি ব্যবহার করতে পারেন।  এখন দ্বিতীয় খালিঘরের কথায় আসি । এখানে দুটি জায়গার নাম বসাতে হবে  যেখানে আপনি যেতে চান । তাহলে আমরা বলতে পারবো ,

I would like to reserve a ticket from Dhaka to Delhi.

or,

I would like to buy a ticket from Dhaka to Bali.

So, খালিঘরে আপনার প্রয়োজন মতো শব্দ ব্যবহার  করলেও বাক্যের Structure কিন্তু একই থাকছে।

এরপর একটা কমন প্রশ্ন এজেন্টরা আমাদেরকে বলে থাকে এবং সেটা হলো যে , আমরা কি  One Way টিকিট চাচ্ছি নাকি Round trip টিকিট চাচ্ছি । তখন এজেন্টরা আপনাকে প্রশ্ন করতে পারে যে,

Do you want a one way ticket or a round trip ticket?

So, তখন আপনাকে জবাবে বলতে হতে পারে যে,

Round trip / One way ticket please.

এরপর আপনাকে এজেন্ট আবার প্রশ্ন করতে পারে যে, আপনি কবে যেতে চান । তারা হয়তো এভাবে বলতে পারে,

When will you be Departing / leaving?

এরপর আপনাকে জবাব দিতে হবে আপনি কয় তারিখে চান? So, আপনি বলতে পারেন,

I will depart on________ .

খালিঘরে শুধু আপনার যাওয়ার তারিখটা বসিয়ে দিবেন। So,

I will depart on September 5 .

So, খেয়াল করে দেখেন এই খালিঘরে জাস্ট আপনার যাওয়ার তারিখটা বসিয়ে দিলেই হবে।

ইংরেজিতে প্লেন / বাস / ট্রেনের টিকিট কাটুন

এরপর, আরেকটা খুব কমোন প্রশ্ন এজেন্টরা আমাদেরকে করে থাকে এবং সেটা হলো ,

Do you want to book a business class ticket or an economy class ticket ?

এইটার জবাব দেওয়া কিন্তু খুব সহজ । আপনি বলবেন,

I would like____________ .

এইখানে আপনি আপনার পছন্দমত টিকিটের নাম বসিয়ে দিবেন।

I would like a business class ticket/ an economy class ticket.

Next, খুব কমন প্রশ্ন যেটা আপনাকে এজেন্ট করতে পারে এবং সেটা হলো আপনি কবে ফিরবেন । সেক্ষেত্রে তারা বলতে পারে,

When will you be coming back?

So, এর জবাবে আপনি বলতে পারেন ,

I’m returning on________ .

Just, আপনার ফেরার তারিখটা বলে দিলেই হবে।

I’m returning on September 6.

এরপর এজেন্টরা বলতে পারে, আমরা কয়টা টিকিট চাচ্ছি?

How many tickets would you like ?

এর জবাবে আপনাকে আপনি কয়টা টিকিট চান সেটা বলতে হবে । কীভাবে দিতে পারেন? আপনি বলতে পারেন যে,

I would like_________  ticket.

এই খালিঘরে আপনি যেই কয়টা টিকিট চান সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে।

I would like 2 tickets.

সীট নিয়ে ইংরেজিতে কথোপকথন

অনেক সময় এমন হয় আপনি  একটা নির্দিষ্ট জায়গায় সীট চাচ্ছেন। মনে করেন, আপনি জানালার পাশে সীট চান । তাহলে কীভাবে বলতে পারেন?

Could I get a Window seat?

Could I get a front-row seat?

Could I get a back-row seat?

খেয়াল করে দেখেন, এই বাক্য গুলো দিয়ে আপনি আপনার পছন্দমত সীট বুক করতে পারেন।

So, এই হয়ে গেলো ইংরেজিতে প্লেন, বাস, ট্রেনের টিকিট কাটার নিয়ম।


IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

  1. Study Abroad Complete Guideline
  2. English For Everyday
  3. Academic English Grammar
  4. English Grammar Fundamentals 
  5. Pronunciation Mistakes
  6. Grammar Foundation Course

আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

  1. IELTS Course by Munzereen Shahid
  2. IELTS Mock Test Solutions by Munzereen Shahid
  3. ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
  4. সবার জন্য Vocabulary by Munzereen Shahid
  5. Spoken English for Kids by Munzereen Shahid

IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস  পেতে ভিজিট করুনঃ


বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ

  • Study Abroad Series | Higher Education | Munzereen Shahid

১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

আপনার কমেন্ট লিখুন