আজকে আমরা শিখবো কীভাবে ইংরেজিতে প্লেন , বাস অথবা ট্রেনের টিকিত কাটতে পারি । খুব সহজ কয়েকটি ডায়ালগ দিয়ে আজকে শিখব কীভাবে প্লেন, বাস, ট্রেনের টিকিট কাটব ।
টিকিট কাটতে ইংরেজিতে কথোপকথন
মনে করি, আপনি ফোনে টিকিটটা কাটতে চাচ্ছেন । ফোন করার পর এজেন্ট আপনাকে প্রথমে বলতে পারে,
Hello, this is X airlines . How can I help you?
এরপর হয়তো আপনাকে বলতে হতে পারে আপনি প্লেনের টিকিট কাটতে চাচ্ছেন অথবা রিজার্ভেশন এর জন্য অথবা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। So, আপনি কীভাবে বলতে পারেন?
I would like to________ a ticket from_____ to_____ .
এইখানে প্রথম খালিঘরে book শব্দটি ব্যবহার করা যেতে পারে । এছাড়া Reserve শব্দটি ব্যবহার করা যেতে পারে । আবার, আপনি যদি সহজ ভাষায় বলতে চান আপনি টিকিট কিনতে চান তাহলে buy শব্দটি ব্যবহার করতে পারেন। এখন দ্বিতীয় খালিঘরের কথায় আসি । এখানে দুটি জায়গার নাম বসাতে হবে যেখানে আপনি যেতে চান । তাহলে আমরা বলতে পারবো ,
I would like to reserve a ticket from Dhaka to Delhi.
or,
I would like to buy a ticket from Dhaka to Bali.
So, খালিঘরে আপনার প্রয়োজন মতো শব্দ ব্যবহার করলেও বাক্যের Structure কিন্তু একই থাকছে।
এরপর একটা কমন প্রশ্ন এজেন্টরা আমাদেরকে বলে থাকে এবং সেটা হলো যে , আমরা কি One Way টিকিট চাচ্ছি নাকি Round trip টিকিট চাচ্ছি । তখন এজেন্টরা আপনাকে প্রশ্ন করতে পারে যে,
Do you want a one way ticket or a round trip ticket?
So, তখন আপনাকে জবাবে বলতে হতে পারে যে,
Round trip / One way ticket please.
এরপর আপনাকে এজেন্ট আবার প্রশ্ন করতে পারে যে, আপনি কবে যেতে চান । তারা হয়তো এভাবে বলতে পারে,
When will you be Departing / leaving?
এরপর আপনাকে জবাব দিতে হবে আপনি কয় তারিখে চান? So, আপনি বলতে পারেন,
I will depart on________ .
খালিঘরে শুধু আপনার যাওয়ার তারিখটা বসিয়ে দিবেন। So,
I will depart on September 5 .
So, খেয়াল করে দেখেন এই খালিঘরে জাস্ট আপনার যাওয়ার তারিখটা বসিয়ে দিলেই হবে।
এরপর, আরেকটা খুব কমোন প্রশ্ন এজেন্টরা আমাদেরকে করে থাকে এবং সেটা হলো ,
Do you want to book a business class ticket or an economy class ticket ?
এইটার জবাব দেওয়া কিন্তু খুব সহজ । আপনি বলবেন,
I would like____________ .
এইখানে আপনি আপনার পছন্দমত টিকিটের নাম বসিয়ে দিবেন।
I would like a business class ticket/ an economy class ticket.
Next, খুব কমন প্রশ্ন যেটা আপনাকে এজেন্ট করতে পারে এবং সেটা হলো আপনি কবে ফিরবেন । সেক্ষেত্রে তারা বলতে পারে,
When will you be coming back?
So, এর জবাবে আপনি বলতে পারেন ,
I’m returning on________ .
Just, আপনার ফেরার তারিখটা বলে দিলেই হবে।
I’m returning on September 6.
এরপর এজেন্টরা বলতে পারে, আমরা কয়টা টিকিট চাচ্ছি?
How many tickets would you like ?
এর জবাবে আপনাকে আপনি কয়টা টিকিট চান সেটা বলতে হবে । কীভাবে দিতে পারেন? আপনি বলতে পারেন যে,
I would like_________ ticket.
এই খালিঘরে আপনি যেই কয়টা টিকিট চান সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে।
I would like 2 tickets.
সীট নিয়ে ইংরেজিতে কথোপকথন
অনেক সময় এমন হয় আপনি একটা নির্দিষ্ট জায়গায় সীট চাচ্ছেন। মনে করেন, আপনি জানালার পাশে সীট চান । তাহলে কীভাবে বলতে পারেন?
Could I get a Window seat?
Could I get a front-row seat?
Could I get a back-row seat?
খেয়াল করে দেখেন, এই বাক্য গুলো দিয়ে আপনি আপনার পছন্দমত সীট বুক করতে পারেন।
So, এই হয়ে গেলো ইংরেজিতে প্লেন, বাস, ট্রেনের টিকিট কাটার নিয়ম।
IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara
খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ
- Study Abroad Complete Guideline
- English For Everyday
- Academic English Grammar
- English Grammar Fundamentals
- Pronunciation Mistakes
- Grammar Foundation Course
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- IELTS Mock Test Solutions by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস পেতে ভিজিট করুনঃ
বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ
- Study Abroad Series | Higher Education | Munzereen Shahid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন