কীভাবে ইংরেজিতে সাহায্য চাইবেন ও দিবেন

November 11, 2021 ...

আজকে আমরা শিখব কীভাবে ইংরেজিতে সাহায্য চাওয়া যায় এবং সাহায্য করা যায়!

ইংরেজিতে কিন্তু অনেক কারণে আমাদের অনেকের help নেওয়া লাগে তাই, না? বিদেশে গেলে foreigner দের থেকে নেওয়া লাগতে পারে। কোন foreigner বাংলাদেশে এসে help চাইলে তাদের help করা লাগতে পারে। So, আমরা কীভাবে ইংরেজিতে সাহায্য চাইতে ও দিতে পারি? চলুন শিখে নিই,

কীভাবে ইংরেজিতে সাহায্য চাওয়া যায়

1. Can I help you with something?

আমি কি আপনাকে কিছু নিয়ে সাহায্য করতে পারি?

Can I help you with this?

আমি কি আপনাকে এটা নিয়ে সাহায্য করতে পারি?

আমি অনেক সময় দেখেছি আপনারা অনেকে help করতে চাইলেও বলতে পারেন না, কারণ ইংরেজিতে বলতে আপনাদের ভয় লাগে। কিন্তু দেখেন এটা কত easy!

2. Shall I help you with this?

যখন আপনি কোনো formal situation এ আছেন, মনে করেন office এ আছেন বা কোনো formal অনুষ্ঠানে আছেন, তখন আপনি shall I দিয়ে help offer করতে পারেন।

Shall I help you with your project?

আমি কি আপনাকে আপনার প্রজেক্ট নিয়ে সাহায্য করতে পারি?

3. Do you want me to help you with this?

আপনি কি চান আমি এটা নিয়ে আপনাকে সাহায্য করি?

Do you want me to help you with the books?

আপনি কি চান আমি আপনাকে বইগুলো নিয়ে সাহায্য করি?

এখন কেউ আপনাকে help করতে চাইলে, আপনারও তো উত্তর দিতে হবে, তাই না? So, উপরের বাক্যগুলোর জবাবে আপনি কী বলতে পারেন?

যদি আপনি তার help না চান, তাহলে আপনি politely মানা করে দিতে পারেন। কীভাবে?

Ask for help
Source: TED Ideas

সাহায্য না চাইলে politely যেভাবে না করবেন 

1. No, that’s alright, thank you. 

মানে, ধন্যবাদ। সাহায্যের প্রয়োজন নেই।

অথবা, আপনি এটাও বলতে পারেন,

2. No, thank you. I can do it myself.

মানে, ধন্যবাদ আমি নিজেই করতে পারবো!

3. কিন্তু যদি আপনার help দরকার হয়, তাহলে তো help এর offer accept করতে হবে, তাই না? So, সেটা কীভাবে করবেন? বলেন,

“Yes, please”.

অথবা, “Yes, that would be really helpful.”

মানে,, হ্যাঁ এটা করলে আমার অনেক উপকার হবে।

এখন মনে করেন আপনি কারো থেকে সাহায্য চাইবেন। অনেক সময় এমন হয় না? যে আপনি হয়তো বিদেশে গিয়েছেন, and কিছু একটা নিয়ে আপনার help দরকার, কিন্তু বলতে পারছেন না। So, কারো থেকে help বা সাহায্য চাওয়া যায় কীভাবে?

ইংরেজিতে যেভাবে সাহায্য চাইবেন

1. Could you help me out?

এটা একটা general প্রশ্ন। মনে করেন, কিছু একটা নিয়ে আপনার help দরকার যেটা আপনাকে দেখেই বুঝা যাচ্ছে।

2. যদি নির্দিষ্ট কিছু নিয়ে আপনার সাহায্য প্রয়োজন হয়, তাহলে কী করতে পারেন?

Could you help me out with the ___________?

এই dash এ যা নিয়ে help লাগবে, সেটা বসিয়ে দিন।

মনে করেন,

Could you help me with the bags/books/ packets etc.

(আপনি কি আমাকে ব্যাগ/বই/প্যাকেটগুলো নিয়ে সাহায্য করতে পারবেন?)

3. আরেকটু advance way তে বলতে চাইলে বলতে পারেন,

Could you give me a hand with this?

অথবা, Could you lend me a hand with this?

এর মানে কি আপনাকে একটা হাত দিয়ে দিবে? না! এর মানে হলো, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন?

4. অথবা এটাও বলতে পারেন “Could you do me a favour and help me?” এটার মানে হলো, আমাকে একটু help করলে আমার অনেক উপকার হয়।

5. অথবা এটাও বলতে পারেন,

Can I ask you for a favor? 

মানে, আমি কি আপনার থেকে একটু সাহায্য চাইতে পারি?

এরপর যেটা নিয়ে লাগবে সেটা বলুন। মনে করেন,

I need some help with the _________.

Dash এ আপনার যা নিয়ে help লাগবে তা বসান।

I need some help with the books/bags.

(আমার বই/ব্যাগগুলো নিয়ে একটু সাহায্য লাগবে।)

এই হয়ে গেল কিন্তু আমাদের ইংরেজিতে সাহায্য চাওয়া, দেওয়া এবং কেউ সাহায্য offer করলে সেটা accept করা বা মানা করে দেওয়া। কিন্তু, এর বাইরেও কিন্তু অনেক উপায় আছে help চাওয়ার বা করার। বলুন তো, আর কী কী উপায়ে আমরা help চাইতে বা করতে পারি অন্যদের? আমি আপনাদের answers এর অপেক্ষায় থাকবো কিন্তু!


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন