ইংরেজিতে কীভাবে ক্ষমা চাইবেন

November 15, 2021 ...

আজকে থেকে আর SORRY বলবেন না!

Of course, Sorry বা I’m sorry বলতে তো কোনো সমস্যা নেই। এটা ভুল না। কিন্তু Sorry অনেক বেশি overused! In fact, sorry শব্দটা আমরা এত বেশি use করি যে মাঝেমধ্যে এটা একেবারে অর্থহীন হয়ে যায়। কেউ কেউ অনেক বেশি sorry বলে!

Sorry. Sorry, I’m late. Sorry. Sorry, I forgot!

So, যখন আপনার কোনো কিছু নিয়ে sorry বলতে হয়, মনে করেন আপনি কিছু ভুল করে ফেললেন, বা আপনার কারণে কোনো সমস্যা হলো, তখন অনেক ভালো হয় যদি আমরা আরও ভালো way তে sorry বলি, তাই না?

Sorry বলা অনেক difficult একটা কাজ। আমরা কিন্তু একদম নিজের ভুল স্বীকার করতে পছন্দ করি না। So, এমন যদি হয় যখন আপনি কোনো একটা ভুল করেছেন, কিন্তু ভুলটা মোটামুটি ছোট, তখন কী বলতে পারেন, “I’m sorry” না বলে?

I’m sorry না বলে ভুল স্বীকার করতে আর যা যা বলতে পারি ইংরেজিতে

1. My mistake.

মনে করেন আপনি আপনার colleague কে একটা ভুল তথ্য দিলেন,

Ahhh my mistake.

মানে, আমার ভুল হয়ে গিয়েছে।

2. আপনি আরও বলতে পারেন

“My apologies, I made a mistake.”

My apologies শুনতে একটু formal. So, অনেক formal situation হলে আপনি sorry না বলে বলতে পারেন,

“My apologies.”

3.আপনি যদি একদম informally sorry বলতে না চান তাহলে কী বলতে পারেন?

“My bad!”

এটা আজকাল অনেক common হয়ে গিয়েছে। এর মানে এটা না কিন্তু যে, ‘আমি খারাপ’, rather এর মানে হলো, ‘আমার ভুল হয়েছে।’

এই তিনটাই ভালো options যদি আপনার ভুলগুলো ছোট হয়ে থাকে, যেমন meeting এ late এ আসা, বা ছোট কোনো ভুল। কিন্তু তখন কী করবেন যখন আপনার ভুলটা এর থেকেও বড় হয়?

“My bad” এটা কিন্তু কোনোদিন বড় কোনো ভুল করে থাকলে use করবেন না। মনে করেন, আপনি আপনার দাদিকে আপনার বিয়েতে invite করতে ভুলে গেলেন। তখন যদি আপনি বলেন, “My bad,” তাহলে কিন্তু আপনার খবর আছে।

So, এরকম situation এ আপনার আরও better কিছু বলতে হবে, তাই না? কী বলতে পারেন?

“My bad”এর পরিবর্তে ইংরেজিতে আরো কিছু শব্দ

1. Dadi/Grandma, I owe you an apology.

অথবা,

2. I really want to apologize.

Apology
Source: Pinterest

এই দুটোই কিন্তু sorry বা “My bad’ বলার থেকে অনেক better. আপনি চাইলে এগুলো office এও use করতে পারবেন। তাহলে আপনাকে অনেক professionalও লাগবে।

এই দুটো বললে কিন্তু আপনার সাথে কারণও বলতে হবে, যেমন-

I really want to apologize for __________.

I really want to apologize for my behavior.

মানে আমি আমার ব্যবহারের জন্য sorry.

অথবা,

I owe you an apology for _________.

I owe you an apology for my mistake.

মানে আমি আমার ভুলের জন্য দুঃখিত।

I want to apologize to _______.

I want to apologize to my mother. )

(আমি আমার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই।)

I want to apologize to my sister.

(আমি আমার বোনের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই।)

এখন মনে করেন আপনার ভুলটা অনেক বড়। বা মনে করেন আপনি office এ অনেক বড় ভুল করলেন, যার কারণে আপনার company’র অনেক ক্ষতি হয়েছে বা আপনার customer এর অনেক ক্ষতি হয়েছে, তখন কী বলবেন?

অফিসে যেভাবে ইংরেজিতে ক্ষমা চাবেন

এই situation গুলোতে আপনার আরও formal হতে হবে।

1. I sincerely apologize for _______.

I sincerely apologize for my behavior.

মানে, আমি আমার ব্যবহারের জন্য অনেক দুঃখিত।

I sincerely apologize for my actions.

আমি আমার এই কাজের জন্য অনেক দুঃখিত।

ইংরেজিতে কীভাবে ক্ষমা চাইবেন

I sincerely apologize for the trouble I caused.

মানে, আমি যে ঝামেলা সৃষ্টি করেছি তার জন্য অনেক অনেক দুঃখিত।

2. I take full responsibility for _________.

I take full responsibility for my mistakes.

মানে আমি আমার এই ভুলের জন্য পুরোপুরি দায়ী।

আপনি যদি আরও এক step বেশি বলতে চান, বলতে পারেন,

3. I am ashamed about _______.

I am ashamed about my actions.

মানে, আমি এই আমার এই কাজের জন্য লজ্জিত।

4. I am embarrassed about _______.

I am embarrassed about my mistake.

মানে, আমি আমার ভুলের জন্য লজ্জিত।

খেয়াল করে দেখেন এই ধরনের sorry গুলো কিন্তু বেশ formal. আপনি যদি class এ late করে আসেন, তাহলে হয়তো I sincerely apologize for this. I take full responsibility for my actions বলাটা কিন্তু একটু বেশি বেশি sound করে।

কিন্তু মনে করেন আপনি দেরিতে আসার কারণে আপনার final exam miss করলেন, তখন কিন্তু এভাবে formally sorry বলাটা actually আপনাকে help করতে পারে। আপনার teacher কে convince করতে পারেন যে আপনি আসলেই ভুল করেছেন and আপনি অনেক sorry.

So, এই হয়ে গেল আমাদের অনেকগুলো way তে sorry বলা। আপনারা আর কী কী way ইংরেজিতে sorry বলেন, বলেন তো? আমি আপনাদের answers এর জন্য wait করো।


মুনজেরিন শহীদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

 

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন