ইংরেজিতে কীভাবে কারো প্রশংসা করবেন

November 10, 2021 ...

আজকে আমরা শিখবো কীভাবে আমরা যেকোনো কারো প্রশংসা করতে পারি । So, মনে করেন কেউ একজন খুব ভালো একটা কাজ করলো । আপনি তাকে কীভাবে প্রশংসা করতে পারেন? আপনি বলতে পারেন,

ইংরেজিতে যেভাবে প্রশংসা করবেন

You’re Amazing! 

মনে করেন, কেউ একজন কেক বানালো এবং কেকটা খুবই মজা হলো । আপনি যদি সেটার প্রশংসা করতে চান তাহলে সেটা কীভাবে বলবেন,

The cake you baked was delicious.

আবার মনে করেন কারো লেখা আপনাকে অনেক ইনস্পায়ার করে অথবা অনুপ্রেরণা দেয় । সেক্ষেত্রে আপনি বলতে পারেন, 

Your writing inspires me. 

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    আরো কিন্তু অনেক উপায় আছে । আমরা একটা কঠিন টপিক নিয়ে কথা বলি । মনে করি , আপনার কোনো colleague একটা Presentation দিল , এখন আপনি তাকে প্রশংসা করতে চান । So, আপনি বলতে পারেন, 

    Excellent job was done with the presentation today. 

    যদি presentation ছাড়াও অন্য ব্যপারে বলতে চান তাহলে শুধু presentation শব্দটা পরিবর্তন করে অন্য যেকোনো শব্দ ব্যবহার করতে পারেন । হয়তোবা সে কোনো project নিয়ে ভালো কাজ করেছেন ।

    Excellent job was done with the project today. 

    So, দেখেন প্রশংসা করা কিন্তু খুব সহজ একটা কাজ । কিন্তু আমরা খুব সহজে কারো প্রশংসা করি না ।

    Next, মনে করেন, আপনার কোনো বন্ধু একটা report নিয়ে খুব ভাল কাজ করেছে , তখন আপনি বলতে পারেন ,

    Great job was done with the report. 

    Spoken English for Kids

    কোর্সটি করে যা শিখবেন

  • ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি
  • দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা
  • বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
  •  

    মনে করেন, আজকে আপনার একজন বন্ধুকে দেখতে খুবই সুন্দর লাগছে । তাকেও একটু প্রশংসা করতে চাইলে বলতে পারেন ,

    You look stunning today.

    Or,

    You look beautiful today.

    Or,

    You look amazing today.

    খেয়াল করেন, এখানে কিন্তু যেকোনো adjective বসিয়ে দিলেই হবে। 


    আমাদের ইংরেজি শেখার কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন