বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে পরীক্ষা না বলে বরং ভর্তিযুদ্ধ বললে ভুল হবে না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার আগে কিংবা পরীক্ষার প্রস্তুতি নিতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এজন্য এই ব্লগের আদ্যোপান্ত জুড়ে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচিতি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাচ্যের ক্যামব্রিজ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। প্রতিষ্ঠা সালের হিসেবে এটি দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়। এছাড়াও পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
১৮৭৩ সালে, ব্রিটিশ শাসনামলে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ৷ সে সময়ে রাজশাহী কলেজে আইন বিভাগসহ অন্যান্য স্নাতকোত্তর শ্রেণী চালু করা হয়, তবে প্রতিষ্ঠার কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম৷ ১৯৪৭ সালে দেশ ভাগের পর পাকিস্তান সরকার রাজশাহী কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। এরপর ১৯৫০ সালের ১৫ নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গনে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাস করার দাবি তোলে৷ পরবর্তীতে পূর্বের কমিটির সুপারিশের ভিত্তিতে ১৯৫৩ সালের ৩১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আইন পাস হয়। একই বছর ৬ জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য নিয়োগ করে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর প্রতিষ্ঠার প্রথম কয়েক বছরের মধ্যেই শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি একটি সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনাবলী হলো –
১৮৭৩ সালে | রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। |
১৯৪৭ সালে | দেশ বিভাগের পর রাজশাহী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। |
১৯৫০ সালের ১৫ নভেম্বর | রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিটি গঠন করা হয়। |
১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি | রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয়। |
১৯৫৩ সালের ৩১ মার্চ | রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আইন পাস হয়। |
১৯৫৩ সালের ৬ জুলাই | রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে |
১৯৫৩ সালের ১৭ জুলাই | রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হয়। |
১৯৫৩ সালের ১৬ ডিসেম্বর | রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। |
মূল ফটক, রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি: Wikipedia)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও ক্যাম্পাস
রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বদিকে মতিহারে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন সময়ের শুরুতে ১৬১ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়৷ পরবর্তীতে ১৯৫৮ সালে অস্ট্রেলিয়ান স্থপতি ড. সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসে দালান-কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয়। ১৯৬৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং সকল অফিস ও বিভাগ স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে।
বর্তমানে প্রায় ৭৫৩ একর এলাকাজুড়ে বিস্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য ১১টি আবাসিক হল ৷ এছাড়াও ছাত্রীদের জন্য রয়েছে ৬টি আবাসিক হল, যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক এলাকা এবং পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদ এবং ইনস্টিটিউট সমূহ
বর্তমানে সর্বমোট ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৷ অনুষদসমূহ হলো –
০১) কলা অনুষদ
০২) বিজ্ঞান অনুষদ
০৩) প্রকৌশল অনুষদ
০৪) কৃষি অনুষদ
০৫) বিজনেস স্টাডিজ অনুষদ
০৬) সামাজিক বিজ্ঞান অনুষদ
০৭) আইন অনুষদ
০৮) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ
০৯) চিকিৎসা বিজ্ঞান অনুষদ
১০) চারুকলা অনুষদ
১১) ফিশারিজ অনুষদ
১২) ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদ
এছাড়া উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ৫টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটসমূহ –
০১) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
০২) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স
০৩) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট
০৪) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট
০৫) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে শিক্ষার্থীদের প্রধান আড্ডাস্থল হিসেবে রয়েছে বেশ কিছু বাহারি নামের চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের কিছু চত্বরের নাম হলো –
- শহিদ মিনার চত্বর,
- বুদ্ধিজীবী চত্বর,
- টিএসসিসি চত্বর,
- পাঠক ফোরাম চত্বর,
- ইবলিস চত্বর,
- টুকিটাকি চত্বর,
- ভকেট চত্বর,
- গণযোগাযোগ চত্বর,
- বৈশাখি চত্বর,
- মহাকবি কালিদাস প্রাঙ্গণ,
- দর্শন চত্বর,
- রোকেয়া চত্বর,
- জারজিস চত্বর,
- লিপু চত্বর,
- পলাশ চত্বর,
- ইতিহাস চত্বর,
- ক্যাম্পাস বাউলিয়ানা চত্বর,
- স্বজন চত্বর,
- বি.বি চত্বর,
- পাবনা চত্বর,
- বাদামতলা চত্বর,
- ফারসি চত্বরসহ ইত্যাদি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উৎসব সমূহ
সারা বছরজুড়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো –
- রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস: ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাই প্রতিবছর ৬ জুলাইয়ের দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
- নববর্ষ উৎসব: প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিনে বেশ জাকজমকপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উৎসব পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্রা করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পিঠা উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রা ইত্যাদি।
- নবান্ন উৎসব: নতুন ধান কাটার উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ নবান্ন উৎসবের আয়োজন করে। এই উৎসবে এগ্রোনমী গবেষণা মাঠে ধান কাটা, পিঠা উৎসবসহ নবান্ন উপলক্ষে খেলাধুলা, বরণ-বিদায় ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন পড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে?
প্রাচ্যের ক্যামব্রিজ নামে খ্যাত উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাই উচশিক্ষার জন্য উত্তরবঙ্গের শিক্ষার্থীদের প্রথম পছন্দ এই বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সবসময় প্রথম সারিতেই থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আরো বেশ কিছু কারণ রয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো –
- শিক্ষার মান: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষক ও গবেষকরা। তাই শিক্ষার মান ও উচ্চতর গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত রাবি।
- সুযোগ-সুবিধা: রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। এখানে রয়েছে আধুনিক শিক্ষাঙ্গন, লাইব্রেরি, গবেষণাগার, খেলার মাঠ, আবাসিক হল, ক্যান্টিন ইত্যাদি।
- ক্যম্পাস লাইফ: রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে একটি মনোরম ও সুন্দর পরিবেশে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ১৫টি সংগঠন নিয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীল-সাদা বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার আগে জানতে হবে রাবি ভর্তি পরীক্ষার মানবন্টন, ভর্তির ইউনিটসমূহ, আসনসংখ্যা, ভর্তির যোগ্যতাসহ ভর্তি পরীক্ষার নিয়ম সংক্রান্ত অন্যান্য ভর্তি তথ্য।
ভর্তির ইউনিটসমূহ পরিচিতি
২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট সংখ্যা কমিয়ে ৩টি করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহ হলো –
- ইউনিট- A: কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ ইউনিটকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন ইউনিটও বলা হয়।
- ইউনিট- B: বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
- ইউনিট- C: বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদ এবং প্রকৌশল অনুষদ।
আসনসংখ্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তিনটি ইউনিটের মোট আসন ৪ হাজার ১৭৩টি। এই প্রতিটি ইউনিটভিত্তিক আসনসংখ্যা হলো –
-
- এ ইউনিট হলো মানবিক বিভাগের বিষয়ের জন্য। এ ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ১৯টি, যা অন্য দুইটি ইউনিটের তুলনায় অনেক বেশি।
- বি ইউনিট হলো ব্যবসায়ী শিক্ষা বিভাগ। বাণিজ্যের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে। বি ইউনিটে আসন সংখ্যা ৫৬০টি, যা অন্য দুইটি ইউনিটের তুলনায় অনেক কম।
- সি ইউনিট হলো বিজ্ঞান বিভাগের বিষয়ের জন্য। সি ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ৫৯৪টি।
- বিশেষ কোটায় আসন সংখ্যা
-
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠি – ৫০ টি (প্রতি বিষয়ে সর্বোচ্চ ২ টি)
- শারীরিক প্রতিবন্ধী – ৫০ টি (প্রতি বিষয়ে সর্বোচ্চ ২ টি)
- বি কে এস পি – শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%
- পোষ্যকোটা – প্রতি বিষয়ের আসন সংখ্যার ৫ %
- মুক্তিযোদ্ধা কোটা – প্রতি বিষয়ের আসন সংখ্যার ৫ %
ভর্তি পরীক্ষার মানবন্টন
যেকোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগে যে বিষয়টি না জানলেই নয়, তা হলো মানবন্টন। রাবি ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটে ভিন্ন ভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার মানবন্টন হলো –
রাবি এ ইউনিট মানবন্টন
রাবি ভর্তি পরীক্ষার এ ইউনিট মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও, ৩৫% অন্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। এই ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হয়।
বিষয় | মানবন্টন | প্রশ্ন সংখ্যা | MCQ পরীক্ষায় প্রতি
৪টি ভূল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। |
ক. বাংলা | ৩৫ নম্বর | ২৮ | |
খ. ইংরেজি | ৩৫ নম্বর | ২৮ | |
গ. সাধারণ জ্ঞান | ৩০ নম্বর | ২৪ | |
মোট ১০০ নম্বর | মোট ৮০ |
এ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো মূলত বহুনির্বাচনী (MCQ) ধরনের। তবে ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা এবং সঙ্গীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভার্সিটি A Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
রাবি বি ইউনিট মানবন্টন
এ ইউনিটের মতো একই পদ্ধতি মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকে হবে বি-ইউনিটে এবং ১ ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে সর্বমোট নম্বর ১০০ হলেও বাণিজ্য ও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মানবন্টন ভিন্ন।
বাণিজ্য গ্রুপ (MCQ) | অ-বাণিজ্য গ্রুপ (MCQ) | ||
বিষয় | মানবন্টন | বিষয় | মানবন্টন |
ক) বাংলা | ১৫ | ক) বাংলা | ৩০ |
খ) ইংরেজি | ২৫ | খ) ইংরেজি | ৩৫ |
গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৩০ | গ) সাধারণ জ্ঞান | ৩৫ |
ঘ) হিসাববিজ্ঞান | ৩০ | ||
সর্বমোট | ১০০ | সর্বমোট | ১০০ |
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-তে ভর্তির জন্য ইংরেজিতে বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের MCQ পরীক্ষায় মোট ২৫ নম্বর এর ৪০% অর্থাৎ ন্যূনতম ১০ নম্বর এবং অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের ৩৫ নম্বর এর ৪০% অর্থাৎ ন্যূনতম ১৪ নম্বর পেতে হবে।
রাবি সি ইউনিট মানবন্টন
রাবি সি ইউনিট ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগের বিষয়ের জন্য হলেও, বিজ্ঞান ও অ-বিজ্ঞান (বাণিজ্য ও মানবিক) বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ভিন্ন মানবন্টনে দুইটি শাখায় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান শাখার মানবন্টন | ||||
শাখা | বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | মোট নম্বর |
ক (আবশ্যিক) | পদার্থবিজ্ঞান | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
রসায়ন | ২৫ | ৩১.২৫ | ||
আই.সি.টি | ৫ | ৬.২৫ | ||
খ (ইচ্ছিক) | গণিত | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
জীববিদ্যা | ২৫ | |||
জীববিদ্যা + গণিত | ১৩ + ১২ | |||
মোট | ৮০ | ১০০ |
ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
অ-বিজ্ঞান শাখার মানবন্টন | ||||
শাখা | বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | মোট নম্বর |
ক | বাংলা | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
খ | ইংরেজি | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
গ | সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান | ৩০ | ১.২৫ | ৩৭.৫ |
মোট | ৮০ | ১০০ |
পরীক্ষার পাশ নম্বর
MCQ পরীক্ষার পাশ নম্বর | ৪০ |
ব্যবহারিক পরীক্ষার পাশ নম্বর | ৪০ |
লিখিত পরীক্ষার পাশ নম্বর | ২০ |
প্রতি ৫ টি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন | ১ নম্বর |
পরীক্ষার সময় বন্টন
১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ৬০ মিনিট, অর্থাৎ ১ ঘন্টা।
পরীক্ষার ধরণ | MCQ |
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
প্রশ্ন সংখ্যা | ৮০ |
পূর্ণমান | ১০০ |
ভর্তির যোগ্যতা
রাবি স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য শিক্ষার্থীদের কিছু আবেদন যোগ্যতা পূরণ করতে হবে নতুবা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
A ইউনিট
(মানবিক বিভাগ) |
মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
B ইউনিট
(বানিজ্য বিভাগ) |
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। |
C ইউনিট
(বিজ্ঞান বিভাগ) |
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। |
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। | |
কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। |
মেধাক্রম নির্বাচন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মেধাক্রম নির্বাচনের ক্ষেত্রে, MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। সেই পরীক্ষার্থীদের MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফলের নাম্বারের ভিত্তিতে তৈরি মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পায়।
ভর্তির ধাপসমূহ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মূলত দুই ধাপে অনুষ্ঠিত হয়।
১) প্রাথমিক সিলেকশন
২) চূড়ান্ত আবেদন
প্রাথমিক সিলেকশন
প্রথম ধাপে, শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন ফি ৫৫/- টাকা পরিশোধ করে প্রাথমিক সিলেকশনের জন্য আবেদন করে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ চূড়ান্ত আবেদনকারী নির্ধারণ করা হয়। শুধুমাত্র প্রাথমিক সিলেকশনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চূড়ান্ত আবেদন করতে পারবে।
চূড়ান্ত আবেদন
দ্বিতীয় ধাপে, প্রাথমিক সিলেকশনে উত্তীর্ণ শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন ফি পরিশোধ করে, নিজের বিভাগ অনুযায়ী যে কোনো ইউনিটে চূড়ান্ত আবেদন করতে পারবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায়, উক্ত শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আবেদন যেভাবে করতে হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা যাচাই
- প্রথমেই সাইন ইন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd -তে চলে যান। এরপর ডান পাশে ওপরের দিকে “Online Admission” -এ ক্লিক করুন।
- “Log in” বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে পরীক্ষার্থীর SSC/সমমান এবং HSC/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিতে হবে।
- সকল তথ্য সঠিকভাবে পূরণ করে “Submit” বাটনে ক্লিক করলে “Student Panel” প্রদর্শিত হবে যেখানে প্রার্থীর যাবতীয় তথ্য ও আবেদনযোগ্য ইউনিটসমূহ দেখা যাবে।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া
১) মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন
Student Panel-এ এখানে আবেদনকারীর মোবাইল নম্বর প্রদানের জন্য “Mobile No. Verification” বাটন পাওয়া যাবে। সঠিক মোবাইল নম্বর প্রদানের পর “Submit”-এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে চার ডিজিটের একটি OTP পাঠানো হবে। প্রাপ্ত OTP নম্বরটি নির্ধারিত বক্সে লিখে “Verify OTP” -এ ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। আবেদন প্রক্রিয়ার শুরুতেই পরীক্ষার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে।
২) প্রাথমিক আবেদনের ইউনিট সিলেকশন
মোবাইল নম্বর নিশ্চিত করার পর পরীক্ষার্থীর SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। আবেদনকারী যে সকল ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক (√) চিহ্ন দিয়ে “Submit”-এ ক্লিক দিতে হবে।
৩) ছবি আপলোড
এই ধাপে পরীক্ষার্থীর সদ্য তোলা একটি 300×400 পিক্সেল সাইজের স্পষ্ট (Studio quality) রঙ্গিন JPG ফরমেটের ছবি আপলোড করতে হবে। তবে ছবির ফাইল সাইজ ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না।
৪) কোটার তথ্য প্ৰদান
ছবি আপলোডের পর পরীক্ষার্থীকে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে তার কোটা/কোটাসমূহ সিলেক্ট করতে হবে। FFQ-এর আবেদনকারীকে অতিরিক্ত দু’টি অপশন (পুত্র/কন্যা, নাতি/নাতনী) – এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের সর্বোচ্চ ২ মেগাবাইট সাইজের স্ক্যান কপি একটি মাত্র JPG/PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে।
৫) পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন
পরবর্তী ধাপে পরীক্ষার্থী ইংরেজি ভাষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে “হ্যাঁ” এবং বাংলা ভাষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে “না” সিলেক্ট করে “Submit Preliminary Application” বাটনে ক্লিক করতে হবে।
৬) আবেদন সম্পন্নকরন ও ফি প্রদান
প্রাথমিক আবেদনে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদানের পর “Next” বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে পরীক্ষার্থীর তথ্যাবলী দেখা যাবে। এরপর “Submit Preliminary Application” বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্যাদি এবং ফি এর পরিমাণ ৫৫/- টাকা প্রদর্শিত হবে। ওয়েবসাইটের নিচের দিকে অবস্থিত মোবাইল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে আনলাইনে ফি প্রদান করা যাবে।
চূড়ান্ত আবেদন প্রক্রিয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের মতো চূড়ান্ত আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া কয়েকটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন করতে না পারলে চূড়ান্ত সিলেকশন রেজাল্ট বাতিল বলে গণ্য হবে। এরপর আর ২য় পর্যায়ে আবেদন করার সুযোগ নেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা চূড়ান্ত আবেদনের নির্ধারিত ইউনিটের ফি জমা দিয়ে আবেদন করবে কেবলমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের ইউনিটভিত্তিক আবেদন ফি হলো –
ইউনিট | বিভাগ/ইনস্টিটিউট | অনলাইনে চূড়ান্ত আবেদন ফি (১০% সার্ভিস চার্জসহ) |
ইউনিট A (মানবিক):
কলা অনুষদ; আইন অনুষদ; সামাজিক বিজ্ঞান অনুষদ; চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
কলা অনুষদ:
(১) দর্শন, (২) ইতিহাস, (৩) ইংরেজি, (৪) বাংলা, (৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, (৬) আরবী, (৭) ইসলামিক স্টাডিজ, (৮) নাট্যকলা, (৯) সঙ্গীত, (১০) ফারসি ভাষা ও সাহিত্য, (১১) সংস্কৃত এবং (১২) উর্দূ বিভাগ আইন অনুষদ: (১) আইন এবং (২) আইন ও ভূমি প্রশাসন বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ: (১) অর্থনীতি, (২) রাষ্ট্রবিজ্ঞান, (৩) সমাজকর্ম, (৪) সমাজবিজ্ঞান, (৫) গণযোগাযোগ ও সাংবাদিকতা, (৬) ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট, (৭) লোক প্রশাসন, (৮) নৃবিজ্ঞান, (৯) ফোকলোর এবং (১০) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চারুকলা অনুষদ: (১) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, (২) মৃৎশিল্প ও ভাস্কর্য এবং (৩) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ ইনস্টিটিউট: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
১২০০ + ১২০ = ১৩২০ টাকা
|
ইউনিট B (বাণিজ্য):
বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট |
বিজনেস স্টাডিজ অনুষদ:
(১) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, (২) ম্যানেজমেন্ট স্টাডিজ, (৩) মার্কেটিং, (৪) ফাইন্যান্স, (৫) ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং (৬) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ইনস্টিটিউট: ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট |
১০০০ + ১০০ = ১১০০ টাকা
|
ইউনিট C (বিজ্ঞান):
বিজ্ঞান অনুষদ; জীববিজ্ঞান অনুষদ; কৃষি অনুষদ; প্রকৌশল অনুষদ; ভূ-বিজ্ঞান অনুষদ; ফিশারীজ অনুষদ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ |
বিজ্ঞান অনুষদ:
(১) গণিত, (২) পদার্থবিজ্ঞান, (৩) রসায়ন, (৪) পরিসংখ্যান, (৫) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, (৬) ফার্মেসী, (৭) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, (৮) ফলিত গণিত এবং (৯) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ জীববিজ্ঞান অনুষদ: (১) মনোবিজ্ঞান,(২) উদ্ভিদবিজ্ঞান, (৩) প্রাণিবিদ্যা, (৪) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, (৫) চিকিৎসা মনোবিজ্ঞান এবং (৬) মাইক্রোবায়োলজি বিভাগ কৃষি অনুষদ: (১) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন এবং (২) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ প্রকৌশল অনুষদ: (১) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, (২) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, (৩) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, (৪) ম্যাটেরিয়াল্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং (৫) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ভূ-বিজ্ঞান অনুষদ: (১) ভূগোল ও পরিবেশবিদ্যা এবং (২) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ফিশারীজ অনুষদ: ফিশারীজ বিভাগ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ: ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ |
১২০০ + ১২০ = ১৩২০ টাকা |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। admission.ru.ac.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীরা। মনোনিত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
প্রতিটি ইউনিটে পরীক্ষার জন্য দুটি প্রবেশপত্র দেওয়া হবে। একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ডে সিগনেচার দিয়ে University Copy জমা নিবেন এবং Candidate Copy ফেরত দিবেন।
শেষ কথা
প্রিয় পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শুধুমাত্র নিয়মিত অনুশীলন, অধ্যাবসায় ও পরিশ্রমের মাধ্যমেই ভর্তিযুদ্ধের এই কঠিনপথ অতিক্রম করা সম্ভব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে বিজয়ী হওয়ার তোমার স্বপ্ন পূরণের যাত্রাপথেকে আরো সহজ করে দিতে রয়েছে টেন মিনিট স্কুলের ভার্সিটি + গুচ্ছ এডমিশন কোর্স – ২০২৩! লাইভ ক্লাস, রিভিশন ক্লাস , ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, পূর্ণাঙ্গ মডেল টেস্ট আর সেই সাথে দেশসেরা শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নাও টেন মিনিট স্কুলের সাথে।
কিছু সাধারণ প্রশ্নের উত্তর
- রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর- মতিহার, রাজশাহী
- রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ১৯৫৩ সালে
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর- প্রফেসর ইতরাত হোসেন জুবেরী
- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন কবে হয়?
উত্তর- ১৯৫৩ সালের ১৬ ডিসেম্বর
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো ইউনিট আছে?
উত্তর- ৩টি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়টি অনুষদ আছে?
উত্তর- ১২টি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়টি বিভাগ আছে?
উত্তর- ৫৯টি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়টি ইনস্টিটিউট আছে?
উত্তর- ৫টি
- রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা (মোট) কত?
উত্তর- ৪১৭৩ (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন সংখ্যা কত?
উত্তর- ২০১৯ (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা কত?
উত্তর- ৫৬০ (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা কত?
উত্তর- ১৫৯৪ (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কত টাকা লাগে?
উত্তর- রাবি এ ইউনিট, রাবি সি ইউনিটে আবেদনের জন্য ১৩২০ টাকা এবং রাবি বি ইউনিটে আবেদনের জন্য ১১০০ টাকা লাগে। (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ অনুসারে)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ নাম্বার কত?
উত্তর- MCQ পরীক্ষার পাশ নম্বর ৪০, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার পাশ নম্বর ৪০।
IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara
তথ্যসূত্র
- রাজশাহী বিশ্ববিদ্যালয় – উইকিপিডিয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয় – বাংলাপিডিয়া
- রাবিতে নবান্ন উৎসব অনুষ্ঠিত – University of Rajshahi
- University of Rajshahi – Official website for Rajshahi University
- RU Admission – Official website for Rajshahi University Admission
আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক কোর্সগুলো দেখতে ভিজিট করুনঃ
- ঢাবি-ক কোশ্চেন সলভ কোর্স
- ভার্সিটি A Unit + গুচ্ছ এডমিশন কোর্স
- ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন কোর্স
- ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স
আমাদের ফ্রি কোর্সগুলো দেখতে ভিজিট করুনঃ
- Math Series
- English For Everyday
- English Grammar Fundamentals
- Freelancing এর হাতেখড়ি
- Idioms & Phrases
- Presentation & Public Speaking
- Communication Hacks
আমাদের স্কিলস ডেভেলপমেন্টের কোর্সগুলো দেখতে ভিজিট করুনঃ
- ঘরে বসে English Grammar
- ঘরে বসে Spoken English
- IELTS Course by Munzereen Shahid
- Facebook Ads Mastery
- Microsoft Word
- Microsoft PowerPoint
- Microsoft Excel
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন