ধরে নিন গতকাল অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নিয়ে যদি আপনার ইংরেজিতে কথা বলা লাগে, তাহলে কীভাবে বলবেন?
আবহাওয়া নিয়ে কিন্তু আমাদের অনেক কারণে কথা বলা লাগে। নতুন কারো সাথে দেখা হলে usually weather বা আবহাওয়া topic নিয়ে কথা বলাটা একটা common কথা বলার topic.
আবার IELTS Speaking এও কিন্তু আপনাকে আপনার favorite weather নিয়ে কথা বলতে হতে পারে। বাংলাদেশ তো ছয়টি ঋতুর দেশ। আমাদের আবহাওয়া একেক সময় অনেক ভিন্ন হয়। So, আমরা কীভাবে এই বিভিন্ন আবহাওয়া নিয়ে কথা বলতে পারি?
বৃষ্টি নিয়ে যেভাবে ইংরেজিতে কথা বলবেন
মনে করেন বৃষ্টি নিয়ে কথা বলি। অনেক বৃষ্টি হচ্ছে। কী বলতে পারেন?
It’s ______ today.
মনে করেন অল্প টিপটিপ বৃষ্টি হচ্ছে, ‘It’s drizzling today.’
মনে করেন ভালোই বৃষ্টি হচ্ছে, It’s raining a lot today.’
মনে করেন অনেক বৃষ্টি হচ্ছে, ‘It’s pouring today.’
আজকের সকালে অনেক বৃষ্টি হলো, না? কী বলতে পারেন?
It rained cats and dogs today.
Raining cats and dogs মানে কি কুকুর-বিড়ালের বৃষ্টি হলো? না। এটাকে বলে idiom, এবং এর মানে হলো আজকে অনেক বেশি ভারী বর্ষণ/বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে যখন আমার ছাতা ছাড়া বের হয়ে পড়ি এবং আমাদের কাপড় ভিজে যায়, তখন আমরা কী বলতে পারি? আর তাছাড়াও আপনি আপনার ভোকাবুলারি কেও কাজে লাগিয়ে আপনার কথাকে করতে পারেন আরোও শ্রুতিমধুর।
My clothes are getting drenched.
My clothes are getting soaked.
আরো পড়ুন: জেনে নিন কাঙ্ক্ষিত IELTS Listening Score অর্জনের সেরা ৫ টেকনিক
তুফান নিয়ে যেভাবে ইংরেজিতে কথা বলবেন
মনে করেন, তুফান হবে। জানালার বাইরে তাকিয়ে আপনি দেখছেন সব অন্ধকার। কী বলতে পারেন?
It’s looking dark and overcast outside.
Overcast মানে মেঘ দিয়ে সব ঢেকে আছে। মানে বাহিরে অনেক অন্ধকার।
অথবা বলতে পারেন, ‘It’s very dark and gloomy outside.’
যদি এমন মনে হয় যে ঝড় আসবে, যেমন আজকে সকালে আসলো, তখন আপনি কী বলতে পারবেন?
বলতে পারেন, ‘There is a storm brewing.’
বা, ‘There is a storm coming.’
চাকরিজীবীদের জন্য English
কোর্সটি করে যা শিখবেন:
তুফান শুরু হয়ে গেল। এখন অনেক বৃষ্টিপাত শুরু, কী বলবেন?
There is a __________ downpour today.
There is a severe downpour today.
There is a torrential downpour today.
There is an inclement downpour today.
সবগুলোর মানে কিন্তু same. যে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে।
তুফান হতে হতে আমরা অনেক সময় আমরা একসাথে বজ্রপাত দেখি না?
I can see a lot of lightning in the sky.
মানে, আমি একসাথে অনেক বজ্রপাত দেখতে পাচ্ছি।
তুফানের সময় বজ্রপাতের পর আমরা বজ্রধ্বনি শুনতে পাই না?
I can hear the noise of thunder in the sky.
মানে আমি একসাথে বজ্রধ্বনি শুনতে পাচ্ছি।
যখন অনেক তুফান হয়, তখন অনেক বাতাসও হয় না?
The wind is getting stronger.
মানে, আস্তে আস্তে বাতাস বাড়ছে।
It’s almost a gale now.
মানে, প্রবল বাতাস হচ্ছে এখন।
এখন মনে করেন, তুফান শেষ হয়ে গেল। ফিরে আসলো আমাদের সেই অতি পরিচিত, গরমকাল।
গরম আবহাওয়া নিয়ে যেভাবে ইংরেজিতে কথা বলবেন
It’s baking hot.
মানে, অনেক গরম পড়ছে।
It’s sweltering hot.
এটার অর্থও এক।
It’s boiling hot today.
It’s a _______ day today!
Hot day মানে, অনেক গরম।
বা, ‘it’s a humid day today.’
মানে* স্যাঁতস্যাঁতে দিন।
English for Govt. Jobs
কোর্সটি করে যা শিখবেন:
It’s a scorching day today.
মানে এতো গরম, মনে হচ্ছে গা পুড়ে যাবে।
মনে করেন, আপনি এমন দেশে থাকেন যেখানে অনেক ঠান্ডা পড়ে। বরফও পড়ে। যদি অল্প ঠান্ডা পড়ে বলতে পারেন,
It’s chilly today.
It’s slightly cold today.
কিন্তু তখন কী হবে, যখন অনেক ঠান্ডা?
আরো পড়ুন: Everything you need to know about the IELTS Exams
ঠাণ্ডা আবহাওয়া নিয়ে যেভাবে ইংরেজিতে কথা বলবেন
It’s freezing today.
মানে, অনেক ঠান্ডা।
Canada হলো freezing. Antarctica freezing. যেসব দেশে শীতকালে বরফ পড়ে, সে দেশগুলো freezing.
এতো ঠান্ডাই যদি পড়ে, তখন আপনার কী করতে হবে, জানেন?
You need to bundle up.
মানে, একটু গরম করে নিতে হবে।
এখন মনে করেন, বৃষ্টিও নাই, ঠান্ডাও নাই, তুফানও নাই, খুবই ভালো weather. কী বলতে পারেন?
It’s a beautiful sunny day today.
মানে, অনেক সুন্দর রৌদ্রজ্জ্বল দিন আজকে।
It’s a beautiful sunny day today.
মানে, অনেক সুন্দর দিন এবং হালকা বাতাসও আছে।
It’s a beautiful clear day today.
মানে, খুব সুন্দর একটি দিন, আকাশে তেমন মেঘ নেই।
আপনারা এখন যে যে যেখানে আছেন, সেখানে আবহাওয়া কেমন?
আমাকে এই বাক্যগুলো ব্যবহার করে বলুন তো, আপনাদের আশেপাশের আবহাওয়া কেমন? আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো।
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন