বাঙালির জন্য বিশ্বকাপ মানেই উন্মাদনা। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মানি- এই নিয়ে তর্কাতর্কি লেগেই থাকে। আবেগপ্রবণ বাঙালি জাতির জন্য খেলা দেখে উচ্ছ্বাসে হাত-পা ছোঁড়াছুঁড়ি করা কিংবা প্রিয় দল হেরে গেলে কেঁদেকেটে ভাসিয়ে দেওয়াটা যেন একদমই স্বাভাবিক একটা ব্যাপার। পুরো বিশ্ব এখন বিশ্বকাপ জ্বরে ভুগছে। আমাদের দেশ যে পিছিয়ে নেই সেটা বাড়ির ছাদ, বারান্দায় ঝুলানো পতাকা দেখলেই বোঝা যায়। এদেশে যেমন আছে আবেগপ্রবণ ফুটবলপ্রেমী মানুষ, তেমনি আছে ফুটবল বোদ্ধা। আসলে বিশ্বকাপের সময় আমরা সবাই কমবেশি হয়ে উঠি বিশ্বকাপ এক্সপার্ট।
নিচের কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে শানিয়ে নাও নিজেকে! বুঝে নাও আসলেই তুমি কতটুকু বিশেষজ্ঞ হতে পেরেছো। শুভকামনা সবাইকে!
১। সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে সাউথ কোরিয়া। ফুটবল বিশ্বের এই আন্ডারডগ সাউথ কোরিয়া একবার বিশ্বকাপ আয়োজক ছিল। সেটি কোন সালে?
জাপানের সাথে যৌথভাবে সাউথ কোরিয়া ২০০২ সালে ১৭ তম ফিফা বিশ্বকাপের আয়োজক হয়। এশিয়া মহাদেশের প্রথম দুই দেশ হিসেবে তারা আয়োজক হওয়ার সম্মান লাভ করে। সে আসরে ব্রাজিল জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়।
Advertisement
২। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে?
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে গোল করে তিনি রোনালদোর (১৫) রেকর্ড ভাঙ্গেন। তাঁর গোলের সংখ্যা এখন ১৬ । ২০০৬ বিশ্বকাপে ৫ টি গোল করে জিতে নিয়েছিলেন সে আসরের গোল্ডেন বুট পুরস্কারটি। সর্বকালে সর্বোচ্চ গোলদাতার তালিকাতে তাঁর পরেই ১৫ টি গোল নিয়ে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো। তাঁর পরেই আছেন আরেক জার্মান কিংবদন্তী জার্ড মুলার (১৪)।
৩। ৪৫ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক ঘটালেন মিশরের গোলকিপার এসসাম এল হাদেরি। গড়লেন সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে অভিষেকের রেকর্ড। কার রেকর্ড ভেঙ্গে তিনি নতুন ইতিহাস গড়লেন?
তিনি ২০১৪ বিশ্বকাপে ৪৩ বছর ৩ দিনে অভিষেক ঘটান। এছাড়াও ১৯৯৪ এর বিশ্বকাপে ৪২ বছর ১ মাস ৮ দিন বয়সে রাশিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বয়স্ক গোলদাতার খেতাব পান রজার মিলা। আর দিনো জফ ৪০ বছর ৪ মাস ১৩ দিন বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলে সবচেয়ে বয়স্ক ফাইনাল খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান ১৯৮২ সালে। সেবার ইটালি ৩-১ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে বুড়ো বয়সে চ্যাম্পিয়ন হওয়ার খেতাবটাও তাঁরই হয়ে যায়।
৪। ১৯৩৪ এবং ১৯৯০ এই দুই আসরের আয়োজক রাষ্ট্র ফুটবল বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এবার সে দেশ বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই বাদ পড়েছে। কোন দেশ সেটি?
দুইবারের আয়োজক ইটালি গত বছরের সেপ্টেম্বরে স্পেনের কাছে ৩-০ তে হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নেয়। এই নিয়ে মাত্র দুইবার ইটালি বিশ্বকাপে অংশ নিচ্ছে না। ১৯৫৮ সালে সুইডেনে হওয়া বিশ্বকাপে ইটালি অংশ নেয় নি। তার মানে পুরো ৬০ বছর পর ইটালির ক্ষেত্রে এমন ঘটনা ঘটল।
৫। ফ্রান্সের এই তরুণ তুর্কি যেন একটা গোলমেশিন। ৭ নাম্বার জার্সির অধিকারী এই তরুণ ফরোয়ার্ডের নাম কী?
২০১৪ সাল থেকে তিনি ফ্রান্স জাতীয় দলে খেলছেন। এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে তাঁর গোল সংখ্যা ২৩।
৬। ২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মত একসাথে তিনটি দেশ আয়োজন করতে যাচ্ছে। উত্তর আমেরিকা এই তিনটি দেশ হল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। আবার এদের মধ্যেই একাধিকবার আয়োজক দেশ ও রয়েছে। কোন কোন দেশ?
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র প্রথম আয়োজন করে। ২০২৬ এ দেশটি দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে। মেক্সিকো ১৯৭০ এবং ১৯৮৬ এই দুই আসরের আয়োজক ছিল। প্রথম দেশ হিসেবে ৩ বারের মত আয়োজক হতে যাচ্ছে মেক্সিকো। আর কানাডা ২০২৬ এই প্রথমবারের মত আয়োজন করবে।
৭। ২০১৮ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন?
গ্রুপ পর্বে রোনালদো স্পেনের বিপক্ষে হ্যাট্রিক করেন। খেলা শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন। দ্বিতীয় গোলটি করেন প্রথমার্ধ শেষের একটু আগে, ৪৪ মিনিটে। শেষ গোলটি খেলার একদম শেষ মুহূর্তে ৮৮ মিনিটে এক দুর্দান্ত ফ্রি কিক থেকে করে হ্যাট্রিক পূরণ করেন।
৮। এবারের বিশ্বকাপে কে স্পেনের হয়ে খেলছেন না?
তিনি ২১ মে, ২০১৮ তে জুলেন লোপেতেগুইসের ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েন।
পুয়ের্তোরিকোর গায়ক নিকি জ্যাম ফিচারিং আমেরিকান গায়ক উইল স্মিথ এবং কসোভান গায়িকা ইরা ইস্তেফির গান এটিকে নির্বাচন করা হয় এই আসরের থিম সং হিসেবে।
১০। এখন পর্যন্ত একটি মাত্র আয়োজক দেশ ছাড়া সব আয়োজক দেশের দলই অন্তত গ্রুপ পরব অতিক্রম করে সেরা ১৬ তে উঠতে পেরেছে। কোন দেশ তা করতে ব্যর্থ হয়েছে?
সাউথ আফ্রিকা তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ মেক্সিকোর সাথে ১-১ গোলে ড্র করে শুরু করে। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ৩-০ তে হেরে যায়। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের সাথে ২-১ এ হেরে গ্রুপ রাউন্ড থেকেই বিদায় নেয়।
১১। তিনি জিতেছেন পাঁচবার বিশ্বসেরার মুকুট। তবুও তাঁর একটাই আক্ষেপ। বিশ্বকাপের শিরোপাটা তাঁর অধরাই থেকে গেল। সেই কিংদবন্তী মেসির ছোট্ট নামের পিছনে তাঁর আসল নামটি কী?
মেসির বাবার নাম হোর্হে মেসি। মায়ের নাম সেলিয়া কুচ্চিতিনি। বাবা মা দুইজনের নাম মিলিয়ে তাঁর এই বিশাল নাম রাখা হয়েছে। তবে এখনো বাড়িতে তাঁকে সবাই লিও বলেই ডাকে।
১২। ১ম বিশ্বকাপের আয়োজক দেশ কে?
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ আয়োজন করে উরুগুয়ে। সেখানে চ্যাম্পিয়ন ও তারাই হয়েছিল।