গত দুই পর্বে ছিল আসাদ স্যারের কুইজ। তো হলো কি, আসাদ স্যারের দেখাদেখি রশিদ স্যারও শুরু করলেন কুইজ বানানো। রশিদ স্যারের পরিচিতি কম, কিন্তু তিনি শুরু করলেন একটু অভিনব উপায়ে কুইজ বানানো। চলো দেখে আসা যাক কেমন ছিলো সেই কুইজগুলো!
অপারেশন জ্যাকপটের নাম তো সবাই শুনেছো, মুক্তিযুদ্ধে এই নৌ আক্রমণ ছিল মহা কার্যকরী। বলো তো, মংলা পোর্টে ঠিক কবে এই অপারেশন চালানো হয়?
Advertisement
মহান মুক্তিযুদ্ধে শহীদ একজন বীরশ্রেষ্ঠের দেহ আর পরে উদ্ধার করা সম্ভব হয় নি। বাংলার কোন এক অজানা মাটি বড় আপন করে নিয়েছে তাঁকে। এই মহান বীরের নাম কি?
মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের জন্যে অর্থ সংগ্রহ করতে খ্যাতনামা গায়ক জর্জ হ্যারিসন “কনসার্ট ফর বাংলাদেশ” নামে একটি কনসার্টের আয়োজন করেছিলেন। কনসার্টটি কোথায় ছিলো?
ঢাকাবাসীদের সহজেই পারার কথা এই প্রশ্নটা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নং সেক্টরের অধীনে ছিল?
মুক্তিযুদ্ধ শেষ হবার পরেও কিন্তু বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী সরিয়ে নেয়া হয় নি। অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষার্থে আরো বেশ কিছুদিন তারা এদেশে ছিলো। প্রশ্ন হলো, ঠিক কবে তাদের প্রত্যাহার করে নেয়া হয়?
মুক্তিযুদ্ধে খেতাব তো পেয়েছেন অনেকেই। বলো দেখি, সবথেকে কম বয়সে এ খেতাব অর্জন করেছেন কে?
একাত্তর সালে দেশের জন্যে যুদ্ধ করতে পাকিস্তান থেকে প্লেন হাইজ্যাক করে বাংলাদেশে ফিরতে গিয়ে শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তাঁকে প্রথমে কোথায় কবর দেয়া হয়?
“এ দেশের মানুষ নয়, মাটি চাই”- তৎকালীন পূর্ব পাকিস্তানকে নিয়ে এই মন্তব্যটি কে করেছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিখ্যাত একটি কবিতার নাম সেপ্টেম্বর অন যশোর রোড। কবিতাটি কার লেখা?
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডোরা ছিলেন বিশেষ একটি সেক্টরের অধীনে। কোন সেক্টর?