জাতিসংঘ তার সূচনা লগ্ন থেকে বিশ্বশান্তি এবং বিশ্ব ঐক্যমত প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের তান্ডবে দিশাহারা বিশ্ববাসীকে শান্তির বারতা দিতে প্রতিষ্ঠিত জাতিপুঞ্জ যখন ব্যর্থ হয়, তখন তার ধংসস্তুপের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, যার সাম্প্রতিক অর্জন- বিশ্বকে আরো বাসযোগ্য করে তোলার লক্ষ্যে প্রদত্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG প্রণয়ন।
এই লেখায় আমি আলোচনা করবো জাতিসংঘ কী, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, এর অঙ্গসংগঠন ও বিশেষায়িত সংস্থগুলো কী কী, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়, জাতিসংঘে বাংলাদেশের অবস্থান কী – এই সকল বিষয়গুলো নিয়ে। লেখার শেষে জাতিসংঘ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর সংযুক্ত করে দেয়া হয়েছে।
জাতিসংঘ কী
জাতিসংঘ বা United Nation- সাধারণত আমাদের কাছে যা U.N হিসেবে পরিচিত- একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান, যা ১৯৪৫ সালে- সারা বিশ্বের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিলো। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিপুঞ্জ বা লীগ অফ নেশনসনের জন্ম হলেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা জাতিপুঞ্জের অসারতাকে সারা পৃথীবির সামনে স্পষ্ট করে তোলে। ফলাফল হিসেবে জাতিপুঞ্জ বিলুপ্ত হয় এবং তার পরিবর্তে, নতুন নামে, নতুন পরিকল্পনা ও লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘ বা United Nation গড়ে ওঠে।
কোর্সটিতে যা যা পাচ্ছেন:
বিসিএস প্রিলি লাইভ কোর্স
জাতিসংঘের উদ্দেশ্য
জাতিসংঘের মূল উদ্দেশ্য চারটি, যথা:
- সারা বিশ্বে শান্তি বজায় রাখা
- বিশ্বের সকল জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নির্মান করা
- ক্ষুধা ও দারিদ্র নিরসনে, নিরক্ষরতা ও ব্যাধি দূরীকরণে এবং পরের অধিকার ও স্বাধীনতা রক্ষাকল্পে সারা বিশ্বের জাতিসমূহকে সাহায্য করা
- উপরের লক্ষ্যগুলো পূরণে সারা বিশ্বের জাতিসমূহের গৃহীত পদক্ষেপগুলো একাঙ্গীকরণ করা
প্রতিষ্ঠার ইতিহাস
সাল | উল্লেখযোগ্য ঘটনা |
১৯১৪-১৯১৮ |
|
১৯১৯ |
|
১৯৩৯ |
|
১৯৪১ |
|
১৯৪২-১৯৪৫ |
|
এপ্রিল ১৯৪৫ |
|
২৬ জুন, ১৯৪৫ |
|
২৪ অক্টোবর, ১৯৪৫ |
|
জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন
সাধারণ পরিষদ
জাতিসংঘের মূল অঙ্গ সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো সাধারণ পরিষদ বা General Assembly, যার সদস্য রাষ্ট্র ১৯৩টি। প্রতিবছর সেপ্টেম্বরে নিউইয়র্কে এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের কাজ হলো জাতিসংঘের বাজেট তৈরি করা এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন করা। এছাড়া এই পরিষদ বৈশ্বিক নানা বিষয়, যেমন জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে।
সাধারণ পরিষদে প্রতিটি সদস্য রাস্ট্রেরই একটা করে ভোট দেয়ার ক্ষমতা আছে। সাধারণ পরিষদের ক্ষমতা আছে কোনো নিদৃষ্ট বিষয়ে অধিবেশন আহ্বান করার, এছাড়া রয়েছে কোন নিদৃষ্ট বিষয় সমাধান করবার লক্ষ্যে কোন সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করবার ক্ষমতা। যেমন পারমানবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে International Atomic Energy Agency (IAEA), আবার যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য International Criminal Court (ICC) ইত্যাদি।
নিরাপত্তা পরিষদ
জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গ সংগঠন হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫, এর মধ্যে ৫টি সদস্য দেশের ভেটো দেয়ার ক্ষমতা আছে (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)। বাকি ১০টি দেশ হলো অস্থায়ী সদস্য, যারা দুই বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষা মিশন পরিচালনা, সামরিক ব্যপারে হস্তক্ষেপ ইত্যাদি বিষয়ের ক্ষমতা রাখে। জাতিসংঘের সদস্য কোন রাষ্ট্র নিরাপত্তা পরিষদের কাছে সাহায্য চাইলে তারা সমস্যার সমাধান কিংবা কোন প্রকার সংঘর্ষ রোধে কাজ করে থাকে।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হলো জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংগঠনগুলোর মধ্যে একটি। এই পরিষদ বিশ্ব অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সম্পর্কিত সমস্যার সমাধান করতে কাজ করে থাকে। এর সদস্য রাষ্ট্র সংখ্যা ৫৪টি, প্রতি বছর নতুন করে ১৮টি রাষ্ট্র তিন বছরের জন্য এই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়। এই পরিষদ জনস্বাস্থ্য, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ ও অনুন্নত দেশগুলির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে।
অছি পরিষদ
পরাধীন জাতিগুলোকে স্বাধীন করবার, কিংবা স্বাধীনতার জন্য প্রস্তুত করবার লক্ষ্যে অছি পরিষদ গঠিত হয়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হবার পর ১৯৯৪ সালে পালাউ-এর স্বাধীনতা লাভের মধ্য দিয়ে অছি পরিষদের কাজ সম্পন্ন হয়। প্রথমে এই পরিষদের নিদৃষ্ট কোন সংখ্যার সদস্য না থাকলেও, বর্তমানে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সমন্বয়ে এই পরিষদ চালিত হয়। তবে এই কাউন্সিলের অধিবেশন এখন আর নিয়মিত অনুষ্ঠিত হয় না।
আন্তর্জাতিক আদালত
নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত অবস্থিত। এই আদালতে কোন ব্যাক্তিবিশেষ বিচার চাইতে পারেন না, বিচার চাইতে পারে কেবল রাষ্ট্র। সাধারণত জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো থেকে ১৫জন বিচারপতি নিয়ে এই আদালত গঠিত হয়। তবে যোগ্যতা হিসেবে তাদের নিজ নিজ দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হতে হবে। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নেয়া সদস্যভুক্ত সকল রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক।
সচিবালয়
জাতিসংঘের দৈনন্দিন কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত অঙ্গসংগঠন হলো সচিবালয়। সচিবালয়ের প্রধান হলেন মহাসচিব, যিনি সাধারণ পরিষদের ভোটে পাঁচ বছরের জন্য নিযুক্ত হন। সচিবালয় জাতিসংঘের সংস্থা এবং সদস্য রাষ্ট্রগুলিকে নানা বিষয়ে সহায়তা এবং পরামর্শ প্রদান করে, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলির উপর গবেষণা ও সেগুলো বিশ্লেষণ করে। নিউইয়র্কে এর প্রধান কার্যালয় হলেও সারা বিশ্বেই এর অফিস আছে। সচিবালয়ের কাজ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য রয়েছে কিছু বিভাগ ও উপবিভাগ।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংস্থা | পূর্ণরূপ | প্রতিষ্ঠার সাল | সদস্য সংখ্যা | মূল লক্ষ্য |
ILO | International Labour Organization | ১৯১৯ | ১৮৭ |
|
FAO | Food and Agricultural Organization | ১৯৪৫ | ১৯৪ |
|
WHO | World Health Organization | ১৯৪৮ | ১৯৪ |
|
UNESCO | United Nations Educational, Scientific and Cultural Organization | ১৯৪৫ | ১৯৩, সহযোগী সদস্য ১১ |
|
জাতিসংঘের উল্ল্যেখযোগ্য সংস্থা
সংস্থা | পূর্ণরূপ | প্রতিষ্ঠার সাল | মূল লক্ষ্য |
WTO | World Trade Organization | ১৯৯৫ |
|
UNICEF | United Nations Children’s Fund | ১৯৪৬ |
|
UNHCR | United Nations High Commissioner for Refugees | ১৯৫০ |
|
UNDP | United Nations Development Programme | ১৯৬৫ |
|
SDG
SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals, বাংলাতে যাকে বলা হয় টেকসই উন্নয়ন লক্ষ্য। ২০১৫ সালে MDG এর মেয়াদ শেষ হওয়ার পর, পৃথিবীব্যাপী ২০৩০ সালের মধ্যে ব্যপক উন্নয়নের লক্ষ্য নিয়ে SDG যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য হলো পরিবেশ সম্পর্কিত বিষয় তথা প্রাণিবৈচিত্র সংরক্ষণ, সম্পদের সুষ্ঠ ব্যবহার, স্বাস্থ্য-শিক্ষা সম্পর্কিত বিষয়ে গুণগত মান নিশ্চিতকরণ, ইত্যাদি। SDG এর নির্ধারিত লক্ষ্যমাত্রা ১৭টি, এগুলো হলো-
১. দারিদ্র্য বিলোপ ; ২. ক্ষুধা মুক্তি ; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ ; ৪. মানসম্মত শিক্ষা; ৫. লিঙ্গ সমতা ; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ; ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ; ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস; ১১. টেকসই নগর ও জনপদ ; ১২. পরিমিত ভোগ ও উৎপাদন ; ১৩. জলবায়ু কার্যক্রম ; ১৪. জলজ জীবন ; ১৫. স্থলজ জীবন ; ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ; ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
জাতিসংঘে বাংলাদেশ
সাল | ভূমিকা |
১৯৭১ |
|
১৯৭৩ |
|
১৯৭৪ |
|
১৯৭৫ |
|
১৯৭৬-১৯৭৮ এবং ১৯৮১-১৯৮৩ |
|
১৯৮৮ |
|
১৯৯৯ |
|
শেষ কথা
এই লেখায় আমি আলোচনা করেছি জাতিসংঘ কী, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, এর অঙ্গসংগঠন ও বিশেষায়িত সংস্থা, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়, জাতিসংঘে বাংলাদেশের অবস্থান- এমন বিষয়গুলো নিয়ে। বিশ্বব্যাপী জাতিসংঘের উদ্দ্যোগ, ভূমিকা ইত্যাদি নিয়ে যথেষ্ঠ সমালোচনাও রয়েছে, কিন্তু তা এই লেখার আওতাভুক্ত নয়। অন্য কোন লেখায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তবে শেষে একটা কথাই গুরুত্বপূর্ণ, আর তা হলো- একজন মানুষ কেবল তার নিজ রাষ্ট্রের নাগরিক নয়, পৃথিবী নামক গ্রহের বাসিন্দা হিসেবে সে আসলে বিশ্বনাগরিক। আর তাই বিশ্বকে আরো বেশি বাসযোগ্য করে গড়ে তুলতে তারও কিছু দায়িত্ব আছে। আর এই দায়িত্ব তখনই সঠিকভাবে পালিত হবে যখন জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলোর প্রদত্ত নীতিগুলো সঠিক ভাবে পালন করা হবে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালে
২. জাতিসংঘ দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫
৩. জাতিসংঘের জনক কে/ জাতিসংঘের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রেসিডেন্ট রুজভেল্ট, প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত ইউনিয়নের ম্যাক্সিম লিটভিনভ, চীনের টি.ভি.শুং-কে জাতিসংঘের প্রতিষ্ঠাতা বলা হয়
৪. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রের নিউইউর্ক সিটি
৫. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৯৩
৬. জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি?
উত্তর: ৫টি
৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ।
৮. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
৯. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: প্রথম
১০. জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষন প্রদান করেন কে?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তথ্যসূত্র
- investopedia
- History of the UN
- জাতিসংঘ
- UNICEF
- UNHCR.org
- Slideshare
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি
- GrammarHub
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
- জাতিসংঘ ও বিশ্বশান্তি
- প্রফেসরস আন্তর্জাতিক বিষয়াবলী, MCQ Review
চাকরি প্রস্তুতি নিয়ে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- GK for Govt. Jobs
- English for Govt. Jobs
- বিসিএস প্রিলি লাইভ কোর্স, বিসিএস প্রিলি মডেল টেস্ট
- সরকারি চাকরি প্রস্তুতি বেসিক কোর্স, সরকারি চাকরি পরীক্ষা মডেল টেস্ট
- ব্যাংক জবস কোর্স, ব্যাংক জবস প্রশ্ন সমাধান + মডেল টেস্ট কোর্স
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন