পুরোটা পড়ার সময় নেই ? ব্লগটি একবার শুনে নাও !
ব্যাংকের নাম শুনলেই আমাদের মাথায় আসে এমন এক জায়গা যেখানে বহু মানুষ অর্থ লেনদেনের জন্য ব্যস্তভাবে ছুটে বেড়াচ্ছে। কিন্তু আজ আমি বলবো এমন এক ব্যাংকের কথা, যেখানে অর্থের লেনদেন হয় না, লেনদেন হয় উপকারের। Paulo Coelho তার বই “The Zahir”-এ এই ব্যাংক সম্বন্ধে লিখেছেন।
অর্থ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের জন্য অন্য মানুষের সাথে সংযোগ কম গুরুত্বপূর্ণ নয়। Favor Bank মানুষের সংযোগ বৃদ্ধি করারই এক অনন্য উপায়। সারা পৃথিবীব্যাপী এই ব্যাংক বিস্তৃত। যখনই একজন মানুষ আরেকজন মানুষের সংযোগ বৃদ্ধিতে সাহায্য করে, তখনই এই ব্যাংকে লেনদেন হয়।
একটা উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করি। ধরা যাক, তুমি গান গাও। তোমার খুব ইচ্ছা যে একটা ব্যান্ডের হয়ে গান করবে। তোমার এক বন্ধু তোমাকে এক ব্যান্ডের গিটারিস্টের সাথে পরিচয় করিয়ে দিল। ব্যান্ডটার তোমাকে পছন্দ হলো এবং তুমি মূল গায়ক হিসেবে যোগ দিলা। এক্ষেত্রে তোমার বন্ধু Favor Bank-এ উপকার জমা দিল।
সে পরবর্তীতে কোন একসময় তোমার কাছে সাহায্য চাইবে। তুমি তাকে সাহায্য করতে বাধ্য না। কিন্তু তুমি জানো যে তুমি তার কাছে ঋণী। এজন্য তুমি তাকে সাহায্য করবে। তোমাদের মাঝে লেনদেন চলতে থাকবে। এভাবেই তোমরা দুইজন একে অপরকে সমৃদ্ধ হতে সাহায্য করবে।
সাধারণ ব্যাংকে বিনিয়োগে যেমন ঝুঁকি থাকে, Favor Bank-এ বিনিয়োগেও ঝুঁকি রয়েছে। তোমাকে সাহায্য করার সময় তোমার বন্ধু জানতো না যে পরবর্তীতে তুমি তাকে সাহায্য করবে কি না। তুমি তাকে সাহায্য নাও করতে পারো, এই ঝুঁকি নিয়েই তোমার বন্ধু তোমাকে সাহায্য করেছে।
তুমি যদি তাকে সাহায্য না করতে, তাহলে তাকে Favor Bank-এ তার অন্য বিনিয়োগের কাছ থেকে সাহায্য চাইতে হত। তবে সাহায্য না করলে শেষ পর্যন্ত তুমিই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, তুমি যে উপকারীর উপকার করো না, তা ধীরে ধীরে সবাই জেনে যাবে।
তখন তোমাকে আর কেউ সাহায্য করবে না। তোমার বিকাশ বাধাগ্রস্ত হবে। মানুষের সাহায্য পেলে তুমি যা অর্জন করতে পারতে, তার ধারেকাছেও যেতে পারবে না।
কিন্তু তুমি যদি নিয়মিত Favor Bank-এ অন্যের জন্য উপকার জমা করতে থাক, তাহলে তাদের কাছ থেকেও তুমি সেই উপকার ফেরত পাবে। এভাবেই Favor Bank তোমাকে সমৃদ্ধ হতে সাহায্য করবে। প্রকৃতপক্ষে, Favor Bank-এর এই জাল সারা বিশ্বেই ছড়িয়ে রয়েছে। তুমি এই ব্যাংকে যত বেশি লেনদেন করবে, ততই সেই সুবিস্তৃত জালের সূক্ষ্ম সূতার খোঁজ পাবে।
স্বেচ্ছাসেবামুলক কাজ মানুষের উপকার করার সুযোগ দেয়
আজকের পৃথিবীতে উন্নতি করার জন্য মানুষের সাথে যোগাযোগ রাখার কোন বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি নিজের যোগাযোগের গণ্ডি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। Favor Bank-এ বিনিয়োগ বাড়ানো এজন্যই এত গুরুত্বপূর্ণ। যোগাযোগের গণ্ডি বাড়ানোর জন্য নিম্নের ক্ষেত্রগুলিতে অংশগ্রহণ করা যেতে পারে:
খেলাধুলা:
নিয়মিত খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মাঝে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। তাই, নিয়মিত খেলাধুলা করা যোগাযোগের গণ্ডি বাড়ানোর মোক্ষম উপায়।
সহশিক্ষামূলক কার্যক্রম:
বিতর্ক, কুইজ, ছায়া জাতিসংঘ, স্কাউটিং, গার্ল গাইড প্রভৃতিতে অংশ নিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে পরিচয়ের সুযোগ হয়। এসব অঙ্গন থেকে পাওয়া শিরোপার চেয়ে এই পরিচয়গুলোই পরবর্তীতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
খণ্ডকালীন চাকরি:
খণ্ডকালীন চাকরির উপযোগিতা বহু ধরণের। প্রথমত, এর মাধ্যমে নিজের হাতে কিছু অর্থ আসে। দ্বিতীয়ত, খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা ভবিষ্যতে চাকরি করতে গেলে বেশ কাজে লাগে। চাকরি করতে গেলে অনেক নতুন নতুন মানুষের সাথেও যোগাযোগ হয় এবং Favor Bank সমৃদ্ধ হতে থাকে।
স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম:
স্বেচ্ছাসেবামূলক কাজ মানুষের উপকার করার সুযোগ দেয়। তাছাড়া, স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানগুলো সমাজের প্রায় সব ধরণের গোষ্ঠীর সাথেই কাজ করে। এজন্য স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম Favor Bank সমৃদ্ধ করার সুবর্ণ সুযোগ।
মানুষ হিসেবে আমাদের সকলেরই উচিত একে অপরকে সাহায্য করা। কিন্তু শুধুই ভালো মানুষ হওয়ার জন্য অন্যকে সাহায্য করতে না চাইলেও এই Favor Bank-কে সমৃদ্ধ করার জন্য হলেও অন্যকে সাহায্য করা প্রয়োজন। তাই, আর দেরি না করে নিজের Favor Bank সমৃদ্ধ করা শুরু করে দাও!
১০ মিনিট স্কুলের লাইভ এডমিশন কোচিং ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com/admissions/live/
১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: write@10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন