“হোমওয়ার্ক করো নি কেন?”
“পড়া না পারলে পাশ হবে না,”
“সোজা হয়ে দাঁড়াও!”
“এই যে তুমি! কান ধরে উঠ-বস করো!” থেকে শুরু করে “তুমি পারবে!” “ইচ্ছা থাকলে সব সম্ভব!” “আস্থা রাখো!”
কথাগুলো অজান্তেই খুব করে দাগ কাটে আমাদের মনে। শিক্ষাজীবনের অনেকটুকু অংশই প্রিয় শিক্ষকের আদরে-শাসনে কাটিয়ে দেই আমরা। ক্লাসের ভিতর আমাদের রোজকার রুটিনে যেমন তাঁদের উপস্থিতি থাকছে, ঠিক তেমনি ক্লাসের বাইরে তাঁদের কথাগুলো আমাদের জীবনে কাজ করে যাচ্ছে জাদুর মতো। তাঁদের বলা কথাগুলো পুঁজি করে রোজ আমাদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে চমৎকার কিছু।
ভালো কথা সবসময়, সব জায়গায়, সবার সাথে ভাগাভাগি করে নেয়া উচিত। তাই আমরা প্রতিদিনই হয়তো পছন্দের লেখক, অভিনেতাদের বাণীগুলো ফেসবুকে শেয়ার করি। আজ না হয় আমাদের জীবনের একজন অপরিহার্য অংশ হয়ে যাওয়া আমাদের প্রিয় শিক্ষকের বাণীগুলো এবং ছাত্র ছাত্রীদের জন্য তাঁদের উপদেশগুলো শেয়ার করে ফেলি!
আন্তর্জাতিক শিক্ষক দিবসে আমাদের জীবনে আমাদের প্রিয় শিক্ষকদের উপস্থিতি ও তাঁদের বলা কথাগুলো উদযাপন করতে আমাদের এই ছোট্ট প্রয়াস।
# ১
# ২
# ৩
# ৪
# ৫
# ৬
# ৭
# ৮
# ৯
# ১০
১০ মিনিট স্কুলের লাইভ এডমিশন কোচিং ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com/admissions/live
১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: write@10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন