Noun কাকে বলে? জেনে নাও Noun-এর প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত!

January 26, 2024 ...

Noun কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানার মধ্য দিয়েই অনেক শিক্ষার্থী English Grammar– এর জগতে প্রবেশ করে। Noun- কে বলা হয় naming word, অর্থাৎ Noun হলো এমন Word যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। স্কুল-কলেজ থেকে শুরু করে ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, তথা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি অংশের জন্য Noun সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। 

আমার এই ব্লগে তাই প্রথমেই আলোচনা করা হবে Noun কাকে বলে- সে সম্পর্কে। আলোচনা এগিয়ে যাবে Classification of Noun, Noun চেনার উপায়, ইত্যাদির মধ্য দিয়ে। আলোচনার এক পর্যায়ে আমরা বিভিন্ন word-এর Noun form-গুলো দেখবো, এবং একদম শেষে, আমাদের প্রস্তুতিকে আরো দৃঢ় করার লক্ষ্যে যুক্ত করে দেবো Noun-এর কিছু Exercise.  

noun চেনার উপায়
Image Source: unsplash

Noun কাকে বলে? 

সে সকল word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, পদার্থ, কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে Noun বলে। Jhon Seely তাঁর Oxford A-Z of Grammar & Punctuation বইতে লেখেন,

Nouns are words used to identify people, places, things, and ideas. 

  • Aynun is a girl, এই বাক্যে Aynun ও girl দুইটি Noun
  • The cow is a domestic animal, এই বাক্যে cow ও animal দুইটি Noun 

Noun চেনার উপায়

সাধারণত কোনো কিছুর নাম হিসেবে Noun-কে আমরা সহজেই চিনতে পারি। কিন্তু বিপত্তি বাঁধে Abstract Noun সময়। এই ধরনের Noun চেনার উপায় হিসেবে কিছু Suffix তোমাকে সাহায্য করতে পারে, যাদের সাহায্যে খুব সহজেই Abstract Noun চেনা যায়। এই Suffix-গুলো শব্দের শেষে বসে এবং Noun-কে identify করে। 

Suffix

Word

Sentence 

-tion

Presentation, Education

  • The presentation was very slick
  • Education is the chief defense of nations.

-ment

Treatment, Government

  • No one receives special treatment.
  • The government should take the necessary steps

-ness

Happiness, Sweetness

  • Happiness takes no account of time
  • What he said dripped with false sweetness.

-ship

Studentship, Friendship

  • I was fortunate enough to obtain a research studentship at Stanford.
  • Friendship is love with understanding

-ism

Marxism, Journalism

  • The proletariat must possess the truth of Marxism
  • My son’s planning to go into journalism

-or

Actor, Tutor

  • The actor is well known to us
  • Her tutor teaches her at home

-er

Worker, Writer

  • He is a tireless worker
  • He is an editorial writer

-my

Academy, Army

  • This is an academy of music
  • The army experts made the bomb safe

-nce

Independence, Innocence

  • Bangladesh gained its independence in 1971
  • She still professes her innocence

-ure

Future, Pleasure 

  • Fear not the future; weep not for the past
  • Pleasure has a sting in its tail

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    Classification of noun: Noun কত প্রকার?

    Noun কত প্রকার- এই প্রশ্নের উত্তর কিছুটা ঝামেলার! Noun-কে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়

    noun কাকে বলে

    • Concrete Noun 

    যে Noun-গুলো চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, যাদের শারীরিক উপস্থিতি আছে, সেগুলোকে Concrete Noun বলা হয়। যেমন, 

    1.     Shovon is reading a book 
    2.     Gold is a precious metal

    বাক্য দুইটিতে Shovon, book, Gold- এই সবগুলো বিষয়কে চোখে দেখা যায়, উপস্থিতি অনুভব করা যায়। তাই এগুলো Concrete Noun. 

    • Abstract Noun 

    যে Noun-গুলো চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, যাদের শারীরিক উপস্থিতি নেই, সেগুলোকে Abstract Noun বলা হয়। যেমন,

    1.     Honesty is the best policy
    2.     Kindness is a noble virtue. 

    বাক্য দুইটিতে Honesty, Kindness- এই বিষয়গুলো চোখে দেখা যায় না, তাই এগুলো Abstract Noun. 

    Concrete Noun-কে আবার চার ভাগে ভাগ করা যায়, এগুলো হলো, 

    • Proper Noun 

    যে Noun দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে Proper Noun বলে। যেমন, 

    1.     Dhaka is the capital of Bangladesh.
    2.     William Shakespeare wrote Macbeth.

    বাক্যদ্বয়ে Dhaka, William Shakespeare শব্দদুটি হলো Proper Noun

    • Common Noun 

    কোন Noun যখন একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুর কোনো সাধারণ নাম বোঝায়, তখন তাকে Common Noun বলে। যেমন, 

    1.     David Copperfield is a great novel
    2.     Einstein is a great scientist

    বাক্যদ্বয়ে novel, scientist শব্দদুটি হলো Common Noun।

    • Collective Noun 

    যে Noun দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলা হয়। যেমন, 

    1.     Our team is better than yours. 
    2.     The police have dispersed the crowd. 

    বাক্যদ্বয়ে team, police শব্দ দু’টি হলো Collective Noun।

    ঘরে বসে English Grammar

    কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • সঠিকভাবে ইংরেজি লিখতে প্রয়োজনীয় গ্রামারের সকল নিয়ম ও ব্যাখ্যা
  • একই গ্রামারের বিভিন্ন রকম বাস্তব উদাহরণ ও ব্যাখ্যা
  • English Grammar-এর সহজ থেকে জটিল বিষয়
  • ৪১টি ভিডিও, ৪১টি নোট, ২২ সেট কুইজ
  •  

    • Material Noun 

    যে Noun দ্বারা কোনো বস্তুর নাম বোঝায়, কিন্তু গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায় তাকে Material Noun বলা হয়। material noun examples হিসেবে বলা যায়,

    1.     Tea is a popular drink. 
    2.     We eat rice.

    বাক্যদ্বয়ে tea, rice শব্দদুটি হলো material Noun।

    আগেই বলেছি Noun কত প্রকার- এই প্রশ্নের উত্তর কিছুটা ঝামেলার! আমরা এতক্ষণ আলোচনা করেছি ইন্দ্রিয়গ্রাহ্যতার ভিত্তিতে Noun কত প্রকার- তা নিয়ে। অন্যদিকে, গণন যোগ্যতার ভিত্তিতে Noun-কে দুইভাগে ভাগ করা যায়। 

    classification of noun

    • Count Noun

    যেসব জিনিস আমরা গুনতে পারি, বা গোনার প্রয়োজন হয়, তাকে Count Noun বলা হয়। এই Noun-এর বৈশিষ্ট্য হলো, একে Plural করা যায়। উদাহরণ হিসেবে বলা যায় Chair, table, book ইত্যাদি। এদের Plural form যথাক্রমে, Chairs, tables, books. 

    • Non-Count Noun

    যে সকল বিষয়গুলো আমরা গুনতে পারি না, বা গোনার প্রয়োজন হয় না, তাকে Non-count Noun বলা হয়। এই Noun-এর বৈশিষ্ট্য হলো, একে Plural করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায় Rice, Sand, Money ইত্যাদি। এই শব্দগুলোর plural হয় না। 

    Count noun

    Non-count noun

    Article বসে Article বসে না। তবে নির্দিষ্ট করে বোঝালে Article বসে
    s/es যুক্ত হয় s/es যুক্ত হয় না
    Singular ও Plural দুটো form-ই আছে কোনো Plural Form নেই

    Count Noun-কে তিন ভাগে ভাগ করা যায়- Proper, Common, ও Collective. আবার Non-count-কে দুই ভাগে ভাগ করা যায়- Material ও Abstract. এই ভাগগুলোর বিস্তারিত আলোচনা উপরে করা হয়েছে।


    আরও পড়ুন:

    Adverb কাকে বলে? কত প্রকার ও কী কী?

    Pronoun কাকে বলে? কত প্রকার ও কী কী?


    examples of noun phrase
    Image Source: Freepik

    Noun Phrase

    অনেকগুলো Word যখন পাশাপাশি বসে একটি Noun-এর মতো কাজ করে, তখন সে শব্দ সমষ্টিকে Noun Phrase বলা হয়। Noun Phrase-এ একটি Headword থাকে, যাকে ঘিরে বাকি শব্দগুলো বসে, এবং সবগুলো শব্দ মিলে একটি Noun হিসেবে আচরণ করে। Examples of noun phrase হিসেবে প্রথমে book শব্দটিকে ধরা যাক, এটি হলো আমাদের Headword- 

    • Books
    • Some books 
    • Some books about photography 
    • Some excellent books about photography 

    এছাড়া examples of noun phrase হিসেবে আমরা Bouquet of flowers, Colony of ants, School of fish, Range of monuments-ইত্যাদির কথা বলতে পারি।

    Noun Phrase-কে আবার তিন ভাগে ভাগ করা যায়, এগুলো হলো, 

    • Appositive Phrase 

    Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য যখন কমা ব্যবহার করে বাক্যে যুক্ত করা হয়, তখন সে অতিরিক্ত তথ্যকে Appositive Phrase বলা হয়। যেমন- 

    1. The boy, an avid sprinter, raced ahead to the finish line. 
    2. Former Vice President Walter Mondale died at the age of 93.

    এখানে, an avid sprinter শব্দসমষ্টি The boy সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এটি একটি appositive phrase। আবার, Walter Mondale সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে Former Vice President শব্দগুলো। এটিও একটি Appositive Phrase।

    • Gerund Phrase

    Gerund দিয়ে শুরু হওয়া Noun Phrase-কে Gerund Phrase বলা হয়। এর মধ্যে আছে, 

    1. Eating a slice of pie quickly is a recipe for disaster.
    2. I recommend reading books quietly to pass the time.
    • Infinitive Phrase

    যখন একটি Noun Phrase, Infinitive (to+verb) দিয়ে শুরু হয়, তখন তাকে Infinitive Phrase হিসেবে অভিহিত করা হয়। 

    1. Let’s go to see the new Marvel film.
    2. Senuone loved to play guitar.

      noun কত প্রকার
      Image Source: Engdic

    Noun form of different words

    একটি word-এর চারটি রূপ থাকে- Verb, Noun, Adjective এবং adverb. এই রূপগুলো বাক্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। যেহেতু আমাদের এই আর্টিকেলে আমরা কেবল Noun নিয়ে আলোচনা করছি, তাই কয়েকটি গুরুত্বপূর্ণ Word-এর Noun Form এখানে তুলে ধরা হলো।

    Word Form Noun Form Sentence
    Know Verb  knowledge Do you have any knowledge of how this product works?
    Waste Verb Waste The Vikings settled in Greenland during the medieval warm period when it was indeed a green land rather than an icy waste.
    Do Verb Do We were invited to an animal-themed do at his housing estate.
    Observe Verb observer In 1965, the movement established offices near the UN, and appointed a UN observer and advocate.
    Defer Verb deferral Once these questions have been adequately answered, the deferral can be granted.
    Beneficial  Adjective  benefit He was relegated to living on a benefit provided for by the government after being laid off.
    Brief Adjective brief Could you provide me with a brief of the meeting I just missed?
    Poor Adjective Poverty Poverty makes a man mean.
    Intelligent  Adjective  intelligence We have engaged a market research company to gather intelligence on our competitors.
    Beautiful Adjective  beauty The beauty of traveling is that you get to experience other cultures.
    Vary  verb variety The music was loud and definitely of the rap variety, with Spanish lyrics.
    Admire  verb admiration In only six weeks, he and his crew took part in three dramatic rescues, which earned him the admiration of the nation.
    Move Verb movement His movement is currently restricted because of an injury
    Erase Verb eraser Each bag contained a pencil, an eraser, a ruler, notebooks, a water bottle, and a torchlight.
    Engrave  Verb engraving Walking around the back of the island an engraving on the wall of a building intrigued me
    material noun examples
    Image Source: unsplash

    শেষ কথা 

    আলোচনা শুরু হয়েছিলো Noun কাকে বলে সে সংজ্ঞার খোঁজে, পরবর্তীকালে আলোচনা এগিয়েছে Classification of Noun, Noun চেনার উপায়- এর দিকে। Classification of Noun-এ আলোচনা হয়েছে Concrete Noun, Abstract Noun, Count Noun, Non-Count Noun সম্পর্কে, আলোচনা হয়েছে Noun Phrase এবং examples of noun phrase নিয়ে।  Noun form of Different Words নিয়ে আলোচনায় বেশ কিছু শব্দের Noun Form নিয়ে আলোচনা করা হয়েছে, উদাহরণ হিসেবে যুক্ত করা হয়েছে Noun Form দ্বারা তৈরি কিছু Sentence। 

    ঘরে বসে Spoken English

    কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    Noun নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের টেন মিনিট স্কুলের English Grammar Crash Course কোর্সটিতে। আর আরো দারুণ বিষয় হলো টেন মিনিট স্কুলে তোমরা পেয়ে যাবে Academic English Grammar কোর্সটি! তাহলে আর দেরি কেন? এখনি জয়েন করে ফেলো আর এগিয়ে থাকো সবার চেয়ে! 

    Exercise

    What type of noun ‘Beauty’ is? 

    We can offer him a ___ help which can be instrumental for his survival.

    JU-এর 2015-16 ভর্তি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি।

    What kind of noun is ‘Girl’?

    এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (09-10) ও (11-12) সেশনের ভর্তি পরীক্ষায় এসেছিল।

    I don’t take ____ tea.

    এই প্রশ্নটি এসেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সালের ভর্তি পরীক্ষায়।

    Which one is an abstract noun?

    এই প্রশ্নটি ২০১৯ সালের সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এসেছিল।


    Reference: 

    1. Advanced Learner’s, For class 9-10, Chowdhury & Hossain
    2. Apex English, Md. Waliullah Chowdhury
    3. Cliffs TOFEL, Michael A. Pyle & Mary Ellen Munoz
    4. Oxford A-Z Grammar & Punctuation, Jhon Seely
    5. পাসপোর্ট to Grammar, Saifur Rahman Khan, Md. Mujibur Rahman & Md. Haseeb Kabir

    English-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

    1. ঘরে বসে Spoken English Course (by Munzereen Shahid)
    2. Microsoft Word Course (by Sadman Sadik)
    3. Microsoft Excel Premium Course (by Abtahi Iptesam)
    4. Microsoft PowerPoint Course (by Sadman Sadik)
    5. Microsoft Office 3 in 1 Bundle

    1. Web Design Course (by Fahim Murshed)
    2. Communication Masterclass Course (by Tahsan Khan)
    3. Facebook Marketing Course (by Ayman Sadiq and Sadman Sadik)
    4. Data Entry দিয়ে Freelancing Course (by Joyeta Banerjee)
    5. SEO Course for Beginners (by Md Faruk Khan)

    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com

     

    আপনার কমেন্ট লিখুন