আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতি: জেনে নাও খুঁটিনাটি

May 30, 2022 ...

HSC বা সমপর্যায়ের পরীক্ষা সমাপ্তির পর তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করার। এই বিষয়ে স্নাতকশ্রেণির পড়াশোনা হচ্ছে BBA, যার পূর্ণাঙ্গ অর্থ ‘Bachelor of Business Administration’। 

Dhaka University IBA এর BBA ডিগ্রি বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক ডিগ্রিগুলোর মধ্যে একটি। এই স্বপ্নপূরণের পথে কীভাবে প্রস্তুতি নেবে, কী কী করণীয় সে ব্যাপারে তোমাদের মনে যত প্রশ্ন রয়েছে, এই লেখাটির মাধ্যমে তার সবগুলোর উত্তর পেয়ে যাবে।

IBA Dhaka University -তে ভর্তি পরীক্ষা কারা দিতে পারে?

তুমি যেকোনো গ্রুপ থেকেই পড়াশোনা করো না কেন, (সায়েন্স/ আর্টস/ কমার্স) এইচএসসি (মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম) পাশ করার পরে DU IBA তে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা- কোন ভেদাভেদ নেই, সবাই পারবে IBA DU-তে পরীক্ষা দিতে।

English Grammar Crash Course

কোর্সটি করে যা শিখবেন:

  • নিয়ম মুখস্থ না করে প্র্যাকটিকাল উদাহরণের মাধ্যমে ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়।
  • আত্মবিশ্বাসের সাথে Fluently ইংরেজিতে কথা বলা এবং কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়াই ইংরেজি লেখা।
  •  

    DU IBA Admission Requirements: জিপিএ কত লাগবে?

    অনেকে মনে করো যে এসএসসি, এইচএসসিতে গোল্ডেন থাকা লাগবে বা ইংরেজিতে এ প্লাস থাকতে হবে। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। IBA DU তে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে তোমার এসএসসি এবং এইচএসসি উভয় মিলিয়ে মোট জিপিএ ৭.৫ থাকলেই যথেষ্ট (চতুর্থ বিষয় সহ)। 

    institute of business administration, iba, du iba

    জিপিএর উপর ভিত্তি করে পয়েন্ট ঠিক করা হয়।

    • এসএসসিতে তোমার জিপিএ ৪.৫ হলে পাবে ৩ পয়েন্ট, আর ৩.৫ জিপিএ হলে পাবে ২ পয়েন্ট।
    • এইচএসসিতে জিপিএ ৪ হলে পাবে ৩ পয়েন্ট, এবং জিপিএ ৩ হলে ২ পয়েন্ট।
    • এই পয়েন্টগুলো যোগ করে মোট ৫ পয়েন্ট পেলেই তুমি যোগ্য পরীক্ষা দেওয়ার জন্য।

    Dhaka University IBA তে কি শুধু ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাই পড়ে?

    এটি একটি প্রচলিত ভুল ধারণা। আগেই বলেছি, IBA DU তে বাংলা-ইংরেজি-মাদ্রাসা কোনো মাধ্যমের ভেদাভেদ নেই। তুমি যে মাধ্যমেই পড়াশোনা করো না কেন, যোগ্যতা থাকলে অবশ্যই সুযোগ পাবে IBA DU তে।

    একটি মজার তথ্য জেনে অবাক হবে, সাধারণত IBA Dhaka University তে ভর্তি পরীক্ষায় প্রতি বছর উত্তীর্ণদের ভেতর ইংলিশ মিডিয়ামের চেয়ে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি থাকে! সুতরাং, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই।

    IBA DU ভর্তিযুদ্ধে কত পরীক্ষার্থী অংশ নেয়? উত্তীর্ণ হয় কতজন?

    প্রতি বছর গড়ে ছয় থেকে সাত হাজার শিক্ষার্থী অংশ নেয় IBA Dhaka University ভর্তি পরীক্ষায়। সেখান থেকে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ১৮০ জন, তাদেরকে একটি চূড়ান্ত মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। মৌখিক পরীক্ষা শেষে চূ ড়ান্তভাবে বাছাই হয় ভাগ্যবান ১২০ জন শিক্ষার্থী।


    বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাআরো পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জয়ের নীল নকশা: কিছু অজনপ্রিয় টিপস!


    এত এত পরীক্ষার্থীদের মাঝে আমি কি পারবো?

    প্রথমেই জেনে রেখো, পরীক্ষার্থীর সংখ্যা অনেক হলেও সত্যিকারের প্রতিযোগিতায় আসার যোগ্যতা থাকে খুব কম শিক্ষার্থীরই। যেহেতু IBA Dhaka University-র ভর্তি পরীক্ষা বছরের শেষ দিকে হয়, এর আগেই মেডিকেল ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য পরীক্ষাগুলো সমাপ্ত হয়ে যায়। অনেকেই তাই কৌতূহল বা শখের বশে পরীক্ষা দিতে আসে যথাযথ প্রস্তুতি ছাড়া।

    তোমার সত্যিকারের প্রতিযোগিতা হবে মাত্র ১০-১৫% পরীক্ষার্থীর সাথে। সুতরাং এত পরীক্ষার্থী দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।

    IBA DU Admission Test কখন অনুষ্ঠিত হয়? DU IBA Admission সার্কুলার কখন ছাড়ে?

    সাধারণত অক্টোবরের একদম শুরুতেই ফর্ম ছাড়া হয় ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর সাত সপ্তাহের ভেতর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত অক্টোবরের একদম শেষে বা নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হয় IBA DU বিবিএ ভর্তি পরীক্ষা (এটি fixed নয়, বছরভেদে আগে পরে হতে পারে)।

    এ তো গেলো ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। সব জানার পর যদি লক্ষ্য স্থির করো DU IBAতেই পড়তে চাও, চলো তবে জেনে নেওয়া যাক কীভাবে নেবে পরিপূর্ণ প্রস্তুতি।

    IBA DU Admission Test এর পাঠ্যসূচি কী? 

    IBA Dhaka University ভর্তি পরীক্ষার জন্য কোনো ধরাবাঁধা পাঠ্যসূচি বা সিলেবাস নেই। যেহেতু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, সুতরাং শতভাগ প্রস্তুতি নেওয়া কারো পক্ষেই সম্ভব না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, অনুশীলনের বিকল্প কিছু নেই। তুমি যা পড়বে এর ৪০% হয়তো মনে থাকবে না, সেটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। এই ৬০%-কে পুঁজি করেই বিজয়ের নিশান উড়িয়ে দিতে পারবে তুমি। সুতরাং “কী কী পড়বে” তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ “কী কী বাদ দিয়ে পড়বে”।

    আমাকে কি ইংরেজি ও গণিতে অসাধারণ দক্ষ হতে হবে?

    আমরা অনেকেই আছি, যাদের ইংরেজির ভিত্তি তেমন শক্ত নয় অথবা গণিতে দুর্বল। তাদের জন্য কাজটি কঠিন নিঃসন্দেহে, কিন্তু যতই দুর্বল হও না কেন, কঠোর পরিশ্রম করলে তুমি অবশ্যই উত্তীর্ণ হবে।

    IBA Dhaka University ভর্তি পরীক্ষার প্রশ্নে সাধারণত IQ based (বুদ্ধির পরীক্ষা) প্রশ্ন থাকে, মাধ্যমিক পর্যায়ের অঙ্ক থাকে বেশিরভাগ। ইংরেজিতে বেসিক গ্রামারের খুঁটিনাটি জানা থাকতে হয় ভালভাবে, সাথে ভোক্যাবুলারি রয়েছে। সুতরাং ইংরেজি/গণিত এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অনুশীলনের মাধ্যমে সব আয়ত্তে আনা অবশ্যই সম্ভব।

    IBA Question Pattern: প্রশ্নের মানবণ্টন

    লিখিত পরীক্ষা দুটি পর্যায়ে হয়। নৈর্ব্যক্তিক এবং লিখিত।

    নৈর্ব্যক্তিক অংশ

    নৈর্ব্যক্তিক (M.C.Q) পরীক্ষার সময় ৯০ মিনিট। এতে তিনটি অংশ থাকে – ইংরেজি (৩০ মার্কস), গণিত (৩০ মার্কস), এনালিটিকাল (বিশ্লেষণী) (১৫ মার্কস)।

    তোমাকে ইংরেজি, গণিত, এনালিটিকাল প্রত্যেকটি অংশ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে।

    বেশিরভাগ অংশে ফুল মার্কস পেয়েও কোনো একটি অংশেও যদি ফেল করো তাহলে তুমি অনুত্তীর্ণ।

    প্রত্যেকটি অংশে Passing Mark (পাশ মার্ক) কতো?

    এটি বছরভেদে বা প্রশ্ন কতো কঠিন বা সহজ হয় তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি অংশে Passing Mark 60%।

    অর্থাৎ ইংরেজি ও গণিতে তোমাকে কমপক্ষে ১৮ মার্কস এবং এনালিটিকালে কমপক্ষে ৯ মার্কস পেতে হবে।

    নেগেটিভ মার্কিং কতো? ক্যালকুলেটর কি আনা যাবে?

    প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে। সুতরাং একদম নিশ্চিত না হয়ে উত্তর করবে না। IBA Dhaka University ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কখনোই অনুমোদিত নয়।

    IBA ইংরেজি অংশ

    ইংরেজিতে মূলত ৩টি অংশ থাকে।

    IBA গণিত অংশ

    গণিতেও ৩টি অংশ থাকে।

    • Algebra
    • Arithmetic
    • Geometry

    (এগুলো সবই মাধ্যমিক পর্যায়ের অঙ্কের Standard অনুযায়ী)।

    IBA Analytical অংশ

    যথারীতি এখানেও ৩টি অংশ।

    • Puzzle Solving
    • Critical Reasoning
    • Data Sufficiency

    কীভাবে নেবে IBA Dhaka University এর প্রস্তুতি?

    মনে রাখতে হবে, অনুশীলনের বিকল্প নেই। তোমাকে প্রত্যেকটি টপিক হাজার হাজারবার অনুশীলন করতে হবে, এতে কোনো ঘাটতি রাখা চলবে না। এখন জানাবো প্রস্তুতির জন্য কী কী বই বা অনলাইন সোর্সের প্রয়োজন। সাথে জানাবো কোন বিষয়ের জন্যে কী কী বই পড়া দরকার।

    বইয়ের তালিকা

    • Cliff’s TOEFL
    • Barron’s SAT
    • Word Smart (part 1 & 2)
    • GRE Big Book
    • GMAT
    • Math Q Bank (Mentors, Saifur’s)

    IBA ইংরেজি:

    • গ্রামার শেখার জন্য Cliff’s TOEFL শুরু থেকে শেষ পর্যন্ত অসম্ভব মনোযোগ দিয়ে পড়তে হবে। খুঁটিনাটি সব গ্রামাটিক্যাল রুলস খুব ভালভাবে জানতে হবে। এই বইটির প্রত্যেকটা অনুশীলনী বারবার চর্চা করবে।
    • Barron’s SAT থেকে Sentence Correction & Error Detection এই অংশগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। SAT-এ প্রায় ৩৫০০ শব্দের ভোক্যাবুলারি লিস্ট আছে, সেগুলো সব শিখে ফেলতে পারলে তো কথাই নেই, তা যদি না পারো, SAT এর High Frequency 400 word একদম ঠোঁটস্থ জানতে হবে।
    • Analogy, Sentence Completion এগুলো GRE Big Book থেকে পড়তে হবে।
    • এর পাশাপাশি Word Smart বইটি অনেক সাহায্য করবে।
    • Reading Comprehension, Fill in the blanks এগুলো IBA DU এর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সলভ করো, পাশাপাশি Cliff’s TOEFL & Barron’s SAT থেকেও সলভ করো।

    IBA গণিত:

    • গণিতের প্রস্তুতির জন্য Mentors’ Math Q Bank এই বইটির কোনো বিকল্প নেই। Algebra, Arithmetic, Geometry প্রত্যেকটি অংশ বারবার অনুশীলন করবে। আমি নিজে এই বইয়ের প্রত্যেকটা ম্যাথ কমপক্ষে দশ বার সলভ করেছি। এত বেশি অনুশীলন করবে যেন প্রশ্ন দেখেই প্যাটার্ন ধরে ফেলতে পারো, মুখে মুখে সলভ করে ফেলতে পারো।
    • এছাড়া বিগত বছরের IBA DU-র গণিতের প্রশ্নগুলো বারবার সলভ করো।
    • GMAT & Barron’s SAT এর গণিতের অংশগুলো অনুশীলন করো বারবার।

     Data Sufficiency এর জন্য GMAT এর data sufficiency চ্যাপ্টারের অঙ্কগুলো চর্চা করো।        

    IBA Analytical:

    • এনালিটিকাল অনুশীলনের জন্য GRE Big Book সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। এখানে ৩০০+ পাজল আছে, সাধারণত এগুলো থেকেই প্রতিবছর ঘুরেফিরে প্রশ্ন আসে IBA Dhaka University তে। সুতরাং এখানের প্রত্যেকটি পাজল একদম ঝালাই করে অনুশীলন করতে হবে।
    • Critical Reasoning এর জন্য GRE Big Book & GMAT এ দুটো বই কাজে আসবে তোমার।

    অনলাইন সোর্স:

    বইয়ের পালা তো গেল, প্রস্তুতির জন্য অনলাইনেও অনেক সাহায্য পাবে তুমি।

    •  Majortest.com খুব উপকারী একটি ওয়েবসাইট, এখান থেকে প্রতিদিন অবশ্যই ইংরেজি, গণিত, এনালিটিকাল এগুলো চর্চা করবে। এখানে উত্তর ব্যাখ্যাসহ দেওয়া থাকে, তাই বুঝতে সাহায্য করবে অনেক।

    নৈর্ব্যক্তিক অংশের আলোচনা শেষ হলো। এবার দেখে নেওয়া যাক লিখিত অংশে কী কী আছে।

    লিখিত অংশ (৩০ মিনিট)

    তোমাকে খুব চমৎকার ইংরেজি লিখতে জানতে হবে বা সাহিত্য করতে হবে এমন কোন কথা নেই। যেগুলো লক্ষ্য রাখতে হবে-

    •  হাতের লেখা পরিষ্কার ও গুছানো হতে হবে।  
    •  কোনোরকম বানান ভুল করা যাবে না।
    •  বাক্যের গঠনে বিন্দুমাত্র গ্রামাটিক্যাল Error যেন না হয়।
    •  অনর্থক লেখা বড় না করে কম কথায় মূল বক্তব্য সাজিয়ে তুলে ধরতে হবে।

    English Writing for Students

    কোর্সটি করে যা শিখবেন:

  • Paragraph, Essay ইত্যাদি ইংরেজিতে লেখার উপায়।
  • ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর এবং ভুল কমানোর সকল টিপস ও ট্রিকস।
  • বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগীতামূলক ইংরেজি পরীক্ষার রিটেন অংশে ভালো করবার উপায়।
  •  

    প্রস্তুতি কীভাবে নেবে তা তো জানলে। কিন্তু শুধু প্রস্তুতি নিলেই চলবে না, পরীক্ষার হলে কী কী করণীয় সেটিও জানতে হবে।

    IBA Admission exam হলে যা যা অবশ্যই মাথায় রাখবে

    সময় ব্যবস্থাপনা করো:

    • IBA Question Pattern এমন যে ক্লাস এইটের শিক্ষার্থীও সলভ করতে পারবে, তুমি সলভ করতে পারছো কিনা তা দিয়ে কিচ্ছু আসে যায় না। কত তাড়াতাড়ি সলভ করতে পারছো সেটি আসল বিষয়। Time Constraint এর ব্যাপারটি মাথায় রাখতে হবে। বাসায় হাজার হাজারবার অনুশীলন করো প্রত্যেকটি ম্যাথ, পাজল, যেন পরীক্ষার হলে দেখামাত্র মুখে মুখে সলভ করে ফেলতে পারো। 
    • Time Management এর আরো একটি টিপস – প্রস্তুতি নেয়া বড় কথা নয়, প্রস্তুতিকে ঠিকভাবে কাজে লাগানোই সাফল্য। তোমাকে প্রত্যেকটা Segment-এ আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কাজেই তুমি যা পারো, শুধু সেটা নিয়েই পড়ে থাকবে না। সময়টাকে ভাগ করে নেবে, পুরো সময়ের দুই-তৃতীয়াংশ সময়ে যা যা পারো, সেগুলো ঝটপট উত্তর করে ফেলবে। বাকি সময় যেটুকু থাকে তখন অন্য প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে।
    • বাসায় প্রতিদিন বিগত বছরের প্রশ্নগুলোর উপর নিজে নিজে মডেল টেস্ট দিয়ে Time Management অনুশীলন করবে। শেষ একমাস কোনো Study break নেই। কঠোর রুটিন মেনে পড়াশোনা করতে হবে।

    ভেবেচিন্তে উত্তর দাও:

    • আগেই বলেছি প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্কস কাটা যাবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার কথা চিন্তাও করবে না। তোমাকে সব পারতে হবে এটা ভাবার প্রশ্নই আসে না।
    • যেগুলোর উত্তর তুমি একদম নিশ্চিত সেগুলো আগে দাগাও, পাসিং মার্ক অতিক্রম করতে পারলেই নিশ্চিত থাকো তুমি সফল হবে। ৬০% মার্কস পেয়েও বহু পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, অথচ ৯০% মার্কস পেয়েও নেগেটিভ মার্কিং এর জন্য কোনো একটি সেকশনে পাসিং মার্ক পেরোতে না পারায় ফেল আসে অনেকের।
    • সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকো । এমন অনেক প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যেগুলো আসার কথা তুমি কল্পনাও করোনি।
    • STAY COOL! মাথা ঠাণ্ডা রাখো! ৯০% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় কেবল এই একটি কারণে। প্রশ্ন সলভ করতে সবাই পারে কিন্তু পরীক্ষার হলে মাথা গরম করে ফেললে সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে তোমার।

    আত্মবিশ্বাসী হও:

    • BE A WINNER! পরীক্ষার হলে ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু এই টেনশন আর ভয়কে প্রশ্রয় দিলে একদম সর্বনাশ হয়ে যাবে। মনে একটাই বিশ্বাস রাখবে – “WHO AM I? I AM A CHAMPION!”
    • শুধু আত্মবিশ্বাসের জোরেই দেখবে পরীক্ষা অনেক ভাল হবে।

    তোমার বুকে ১০০% বিশ্বাস থাকতে হবে তুমি IBA DU তে চান্স পাওয়ার যোগ্য!

    লিখিত পরীক্ষার আলোচনা শেষ হলো। তোমরা যারা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের আরেকটি বাধা পেরোতে হবে – মৌখিক পরীক্ষা। এখান থেকে ঝরে যাবে আরো ৬০ জন!  এতদূর পথ পাড়ি দিয়ে এই পরীক্ষায় বাদ পড়ে যাওয়ার কষ্ট সহ্য করার মতো নয়। তাই মৌখিক পরীক্ষা সম্পর্কেও জানতে হবে ভালভাবে।

    চূড়ান্ত মৌখিক পরীক্ষা (IBA Viva)

    • সুন্দর ফরমাল ড্রেস পরে যাবে ভাইভাতে। ফুলহাতা শার্ট, প্যান্ট, সাথে স্যুট পরতে পারো। জুতো একদম পরিষ্কার যেন হয়। চুল আঁচড়ানো হবে। মেয়েদের জন্যও ভাইভা বোর্ডের ভাবগাম্ভীর্য অনুযায়ী যথাযথ পোশাক বাঞ্ছনীয়। তোমাকে দেখে যেন বিনীত এবং মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়।
    • তোমার চলনে বলনে আত্মবিশ্বাসের ছাপ থাকতে হবে। ভাইভা বোর্ডে অনেকভাবে তোমাকে নার্ভাস করার চেষ্টা করা হবে, আত্মবিশ্বাস হারালে চলবে না।
    • আত্মবিশ্বাস তো থাকতেই হবে, কিন্তু তাই বলে ওভার কনফিডেন্ট হলে চলবে না। বেয়াদবি বা Inappropriate কথা-বার্তা, আচরণ ভুলেও করা যাবে না ভাইভা বোর্ডে।
    • ভাইভার প্রস্তুতির জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। সাধারণ জ্ঞান, এসএসসি এইচএসসি থেকে কোনো পড়া ধরা হয় না সাধারণত ভাইভাতে।

    অনেকেই আছে ইংরেজিতে কথা বলায় ফ্লুয়েন্ট না। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কমন কিছু প্রশ্ন-

    তোমার পরিবারে কে কী করেন, কোথায় পড়াশোনা করেছো, কেন Dhaka University IBA তে পড়তে চাও, ক্যারিয়ার হিসেবে কোন পথ বেছে নিবে, তোমার জীবনের স্বপ্ন কী ইত্যাদি প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে বলার অনুশীলন করবে। ভাইভা বোর্ডে পারো আর না পারো, ইংরেজি বলে যাবে। ইংরেজির জন্য কাউকে থামিয়ে রাখা যায় না। Accent নিয়ে চিন্তাও করবে না, accent কেউ দেখে না, ইংরেজি বলতে পারলেই হলো। 

    ভাইভা বোর্ডে মূলত যাচাই করা হয় তোমার উপস্থিত বুদ্ধি, আচরণে মার্জিত বিনীত মনোভাব, আন্তরিকতা, আত্মবিশ্বাস, স্মার্টভাবে পরিস্থিতি সামলানোর ও মাথা ঠান্ডা রাখার ক্ষমতা।

     

    IBA DU: বিবিএ ভর্তি প্রস্তুতি পরামর্শ

    যুদ্ধের ময়দান তোমার অপেক্ষায় 

    উচ্চ মাধ্যমিকে ভাল ফল হয়েছে কিনা, এ পর্যন্ত পরীক্ষাগুলো মন মত হয়েছে কিনা, অন্য কোন বন্ধু কত জাগায় চান্স পেয়েছে— এসব চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো। চেষ্টার ত্রুটি না থাকলে, এই পরীক্ষাতেই তুমি পারো “লগন” ছবির ভুবনের মত শেষ বলে ছক্কা মেরে বিজয়ী হয়ে উঠতে, এই ময়দানই তোমাকে দিতে পারে তোমার প্রাপ্য জয়মাল্য।

    তোমরা যারা যেখানেই পরীক্ষা দিচ্ছ, সেখানেই চান্স পেয়ে যাওয়াদের দলে পড়ছ না, বরং বিগত তিন মাস ধরে দিন-রাতের হিসেব না করে একটি দেড় ঘণ্টার পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য পরিশ্রম করে আসছ, সেই সাফল্য পিপাসুদের জন্য লিখছি এসব কথা। পরীক্ষাটির দোরগোড়ায়, এই তোমাদের জন্যই শেষ মুহূর্তের কিছু টিপস।

    ভার্সিটি B Unit + গুচ্ছ এডমিশন কোর্স ২০২২

    কোর্সটিতে শিক্ষার্থীরা পাবে:

  • বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ক্লাসসহ ৭৫+ লাইভ ক্লাস, লেকচার শিট ও মডেল টেস্ট
  • অভিজ্ঞ ইন্সট্রাক্টরের সহায়তায় ভার্সিটি ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা -এর বাংলা, ইংরেজি, ও সাধারণ জ্ঞানের বেসিক স্ট্রং করার পরিপূর্ণ গাইডলাইন
  •  

    ঘড়ি ধরে অংক চর্চা

    এটি জানা কথা যে অংক বিষয়টি এমন, যা পুরোপুরি চর্চার ওপর নির্ভরশীল। শেষ দিন পর্যন্ত এর চর্চা চালিয়ে যেতে পারলে, শেষ দিন পর্যন্তই এতে আরও ভালো করার সুযোগ থাকবে । কিন্তু যদি মনে করো যে নতুন করে পুরনো জিনিস চর্চা করার চেয়ে সময়টা অন্যভাবে কাজে লাগাবে, তাহলে এ কয়দিন যেসব দরকারি সূত্রগুলো তুমি ভুলে যাচ্ছ বলে মনে হচ্ছে, বা যেসব চ্যাপ্টার বরাবরের মতই এখনো কঠিন লাগছে, (আমি জানি লাভ-ক্ষতি, মিশ্রণ, অসমতা গতি ইত্যাদি অধ্যায়গুলোতে সাধারণত তোমাদের গলদ থেকেই যায়) সেসব এখনই আত্মস্থ করায় মন দাও।

    এ সময় যা আগে পড়া হয়নি, এমন নতুন কোন বিষয় বা অধ্যায় শুরু না করাই ভাল। যেসব বই, গাইড বা ওয়েবসাইট হতে এতদিন অংক প্র্যাকটিস করে এসেছ, সেগুলো শেষবারের মতো প্র্যাক্টিস করে ফেলো। অথবা যারা SAT, GRE, GMAT ইত্যাদি বিবিধ ধরনের বই থেকে অংক করে আসছ, তোমাদের জন্য এখন ভালো হবে যদি তোমরা এগুলো থেকে অবশিষ্ট খুঁটিনাটি সমস্যার সমাধান করে ফেলো। এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি; পরীক্ষার হলে, অংকের প্রশ্নগুলো দাগাতে গিয়ে কোনোভাবেই যেন তুমি সময়ের স্বল্পতায় না পড়ে যাও!

    ইংরেজি যেন গ্রামার আর ‘কে-কত-শব্দ-জানে’ নামক খেলা 

    আমি বাজি ধরে বলতে পারি তোমরা প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই vocabulary সম্বন্ধীয় যাবতীয় ইংরেজির ব্যাপারগুলিকে রীতিমত বিতৃষ্ণার চোখে দেখ। এতে আসলে তোমাদের দোষ দিয়ে লাভ নেই। তোমাদের কাছে মুখস্ত করা ব্যাপারটা স্কুল কলেজের গৎবাঁধা বিষয়াবলীর কল্যাণে এতই দুর্বিষহ হয়ে উঠেছে যে, vocabulary শেখাটা, মুখস্ত করার পাশাপাশিও যে একটি দারুণ মজার ব্যাপার, তা আর কেউ মনে করনা। আমি তাই vocabulary পড়ার কৌশল হিসেবে সবাইকে বলি পুরো ব্যাপারটিকে একটি খেলার মত করে দেখতে। প্রতিটা নতুন শব্দই যেন তোমার শব্দভাণ্ডারকে অন্য আরেকজনের চেয়ে বেশি সমৃদ্ধ করছে, করছে ইংরেজিতে আরও পারদর্শী। প্রতিটা নতুন শব্দই তো নতুন একটি ছবির মত, যা তুমি যুক্ত করতে পারো তোমার মনের মাঝে ইচ্ছেমতো কোন ছবি এঁকে।

    তুমি তোমার সবটুকু দাও, পরীক্ষার ফলাফলও তোমায় তার সবটুকু দেবে!

    Wordsmart ১ ও ২ এর শব্দতালিকার ১৫০০+ শব্দ যদি তোমরা পড়ে থাকো, তাহলে vocabulary নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো। আর তা না করে থাকলে, Barron’s SAT এর “Hot Prospect” ও “High Frequency” -র ৫০০-৭০০ শব্দের তালিকাটি দেখে নিতে পারো।

    ইংরেজি গ্রামারে পরিপূর্ণ দখল আনতে চাইলে বলব, Cliff’s TOEFL, বিভিন্ন SAT এর বইসমূহ, GRE Big Book, ও GMAT Review এর অনুশীলনী গুলো অনুশীলন করতে থাকো। GRE Big Book-এর টেস্টগুলো থেকে Analogy-ও পাবে অনুশীলনের জন্য। কিন্তু এ ক্ষেত্রে আবার মনে করিয়ে দিতে চাই, এখন গোঁড়া থেকে নতুন করে কোন কিছু না শিখতে যাওয়াই শ্রেয়। এতদিন যেসব পড়ে এসেছ, সেগুলোকে পুনরানুশীলন করতে থাকো।

    যত পারো সলভ কর অ্যানালিটিকাল

    অ্যানালিটিকাল অংশের পাজেল, ক্রিটিকাল রিজনিং, ও ডাটা সাফিশিএন্সিগুলো আয়ত্ত করার জন্য শেষ দিনটি পর্যন্ত অনুশীলন করতে থাকার বিকল্প নেই। পাজেল ব্যাপারটি এমন যে, যত বেশি সলভ করবে, তত বেশি ফরম্যাটটা একই ধরণের পাওয়ার চান্স থাকবে, ও সলভ করতে ততই কম সময় লাগবে।

    GRE Big Book এর ৩০০+ পাজেল থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষায় অ্যানালিটিকাল প্রশ্ন দেয়া হয়। তাই বলা বাহুল্য যে, যে যত বেশি পাজেল সলভ করে যেতে পারবে, তার একই টাইপের প্রশ্ন পাবার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই অংশে যেহেতু মাত্র ১৫টা বা ২০টা প্রশ্ন থাকে, গড় পাশ মার্কটা তাই স্বাভাবিকভাবেই খুব বেশি ওঠেনা। অতএব, যতটুক সম্ভব চেষ্টা করো কোন প্রশ্ন বাদ না দেয়ার। কিন্তু অবশ্যই যেন আন্দাজে উত্তর দিয়ো না। এটি যেন কখনো উপেক্ষিত না হয় যে, লিখিত অংশ ছাড়া, প্রতিটি ভুলের জন্য সবসময় একটি ০.২৫ নেগাটিভ মার্কের রেড কার্ড তাকিয়ে আছে তোমার দিকে!

    রইল বাকি তিন দিন 

    বিগত তিন মাস ধরে অঢেল প্রস্তুতি নেবার পর, হাতে আর মাত্র তিন দিন বাকি থাকতে এখন সময় এসেছে এ পর্যন্ত যা পড়েছ তা সবটুকু ঝালাই করে নেবার।

    এখনের সময়টুকু কাজে লাগাও বিগত বছরের প্রশ্ন সমাধান করে বা মডেল টেস্টে নিজেকে যাচাই করে। এতদিনে তোমাদের নিশ্চয়ই পরীক্ষার নিয়মকানুনগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারনা হয়ে গেছে। আর তা হয়ে থাকলে এটা নিশ্চয়ই জেনে গেছ IBA Dhaka University এর ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় নিয়ন্ত্রক হল সময়। শুধু হাতে সময় থাকলেই মোড় ঘুরিয়ে দিতে পারো তুমি এ পরীক্ষার। তাই মডেল টেস্টগুলো অবশ্যই ঘড়ি বা স্টপওয়াচ দেখে সময় অনুযায়ী দেবে। 

    সবগুলো অংশর মধ্যে যেটিতে তোমার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি, শেষের কয়দিন সেটা রেখে অন্য বিষয়ে মন দাও। কিন্তু চেষ্টা করো তিন বিষয়েই সমান নজর রাখতে, কারণ দখল আছে বলে সন্তুষ্ট হয়ে সে বিষয়টি চর্চা করা ছেড়ে দেয়াটা হবে বিরাট বোকামি। দখল থাকলেও নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সবখানেই আরও ভালো করার সুযোগ থেকে যায়। তাই নিজের প্রস্তুতিটি শেষ দিন পর্যন্ত আরও নিখুঁত করতে চাওয়ার মধ্যে কোন ত্রুটি রাখা চলবে না।

    ভয় পেয়ে যেও না পরীক্ষার হলে

    অধীর আগ্রহ, উদ্বেগ, উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে থাকা সেই দিনটি যখন এসে গেছে, এখন যখন সেই মুহূর্ত তোমার আশায়, এই ১ ঘণ্টা ৩০ মিনিটে পরীক্ষার হলে আর যাই হোক, মাথা ঠাণ্ডা রাখাটা অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যে, প্রথমেই যা মনে রাখতে হবে তা হল, এই পরীক্ষাটা এমন, যেখানে তুমি বেশি ভালো না বরং মোটামুটি ধরনের প্রস্তুতি নিয়েও কেবল ধিরস্থির হয়ে পরীক্ষাটা দিতে পারলে টিকে যাওয়ার সম্ভাবনা অনেকখানি। পরীক্ষা চলাকালীন দেখা যায় অনেকে অতিরিক্ত উত্তেজিত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরার কারণে, সব বিষয়ে ভালো প্রস্তুতি নিয়েও মন মত পরীক্ষা দিয়ে আসতে পারে না। তাই মনের কোনে ভয় ডানা মেলতে চাইলেও তাকে দমিয়ে রাখো যে কোন মূল্যে।

    IBA Dhaka University এর পরীক্ষায় আসা ইংলিশ, বাংলা ও অ্যানালিটিকালের মধ্যে তোমার দক্ষতা কোন বিষয়ে সবচেয়ে বেশি সেটা যদি বুঝে ফেলে থাকো তাহলে তোমার সুবিধা অনেক। এ তিনটির ভেতর কোনটায় তোমার দখল বেশি সেটায় খেয়াল রাখা জরুরি এ কারণে যে, ৯০ মিনিটের এ পরীক্ষায়, এমসিকিউ আকারে দেওয়া ৩০টি অংক, ৩০টি ইংলিশ এবং ১৫টি বা ২০টি অ্যানালিটিকাল সব এক প্রশপত্রে দেওয়া হয় বলে, প্রশ্নপত্র পাওয়ার পর কোন বিষয়টি দিয়ে শুরু করবে, এটি তা নির্ধারণ করতে সাহায্য করবে।

    যেহেতু বাকি অংশগুলোর তুলনায় অংক করা সময়সাপেক্ষ ব্যাপার, তাই সাধারণত সবাই অংকের অংশটি রেখে দেয় সব শেষে উত্তর দেয়ার জন্য। কিন্তু পরীক্ষার কৌশল নির্ণয় একটি পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। তোমার কৌশল যে এটিই হতে হবে, এমন ভাবার কোনো কারন নেই। যে অংশের সমাধানে সবচেয়ে বেশি সময় ব্যয় হচ্ছে, সেটিই রেখে দেয়া উচিৎ সব শেষে সমাধানের জন্য। এই কয়দিন তাই সময় হিসেব করে বুঝে নাও কোন অংশটির জন্য কতটুক সময় দিতে হচ্ছে তোমাকে। পরীক্ষা চলাকালীন সময়েও তোমাকে নতুন কোনো কৌশল অবলম্বন করতে হতে পারে, কোন অংশ কতোটা কঠিন বা সোজা এসেছে তার ওপর ভিত্তি করে।

    শেষকথা

    IBA Dhaka University এর ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আত্মবিশ্বাস। আমি যেমন IBA DU এবং BUP ছাড়া অন্য কোথাও পরীক্ষাই দেইনি। তোমার বুকে ১০০% বিশ্বাস থাকতে হবে তুমি Dhaka University IBA তেই চান্স পাওয়ার যোগ্য।   

    IBA ভর্তি প্রস্তুতিতে কোনো অবহেলা করা যাবে না। DU IBA admission test এর প্রস্তুতির মাঝে ঈদ, পূজোর ছুটি যাবে, এগুলোর উদযাপনে একটা ঘণ্টাও যেন নষ্ট না হয়। ঘুম, আড্ডাবাজি, ফেসবুকিং, সব বন্ধ এই কয় মাস। IBA DU ভর্তি পরীক্ষার এই কয়টি দিন তুমি কতটুকু পরিশ্রম করছো তার উপর নির্ভর করবে তোমার বাকি জীবনের পথচলা। 

    স্বপ্নের DU IBA তে পড়ার লক্ষ্য পূরণ হোক সবার। শুধু IBA Dhaka University-ই নয়, তুমি যদি এই লেখা অনুসারে প্রস্তুতি নাও তাহলে BUP, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, North South University সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের বিবিএ পরীক্ষাতেও অনেক ভাল করবে। 

    WORK HARD, DREAM BIG, AND REACH FOR THE SKY!


    বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:


    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন