স্কুল ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার 

January 10, 2022 ...

আজকে আমরা শিখব কীভাবে স্কুল ছাত্র ছাত্রীরা খুবই সহজে ইংরেজি তে কথা বলতে পারে। So, একদম দিনের শুরু থেকে শুরু করি, মনে করো তুমি একজন ছোট্ট ছাত্র এবং তুমি স্কুলে যাচ্ছ । স্কুলে গিয়ে তোমার টিচারের সাথে দেখা হলো । তুমি তাকে কী বলতে পারো? তুমি বলতে পারো যে,

স্কুলে টিচারের সাথে ইংরেজিতে কথোপকথন

Good___________ , Ma’am. 

এখানে দিনের সময় অনুযায়ী যেকোনো কিছু বসানো যেতে পারে । যেমন,

Good Morning, Ma’am. 

মনে কর তুমি ক্লাসে ঢুকতে চাচ্ছো ।  তাহলে তুমি কি বলতে পারো,

May I come______? 

May I come in?

May I come inside? 

or,

May I come inside the classroom?

তিনটারই অর্থ বোঝায় যে , আমি অনুমতি নিচ্ছি । So, ক্লাসে ঢুকার আগে আমরা এই ইংরেজি বাক্যগুলো ব্যবহার করতে পারি । আরেকটা খুব common situation আমরা স্কুল জীবনে ফেস করি ।

সেটা হচ্ছে অনেক সময় আমরা টিচারদের পড়া বুজতে পারি না । তখন আমরা কীভাবে বলতে পারি,

স্কুল ছাত্রদের জন্য দৈনন্দিন ইংরেজি ব্যবহার
Source: Pexels

টিচারদের পড়া নিয়ে যেভাবে বলবে

Teacher, I’m having some difficulty understanding the__________ .

এখানে খালি জায়গায় তোমাদের  যেই বিষয় সমস্যা হচ্ছে সেটি বসিয়ে দিলেই হবে ।যেমন,

Teacher, I’m having some difficulty understanding the topic. 

খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা topic, Class, Sum যেকোনো কিছু বসাতে পারি ।

মনে করো তোমরা একটা বিষয় বোঝানোর সময় একটু অমনোযোগী ছিলা , তাই তোমরা চাচ্ছো তোমাদের টিচার ওই বিষয়টা আবার রিপিট করুক । So, তোমরা সেটা কীভাবে বলতে পারো,

Could you explain this__________ ?

Could you explain this again? 

or,

Could you explain this one more time?

or,

Could you explain this once again? 

সবগুলার অর্থ কিন্তু একটাই যে, আমাদের টিচার ওই টপিকটি আরো একবার বুঝিয়ে দেয়।

Next, আরেকটা common situation আমাদেরকে ফেস করতে হতে পারে, সেটা হলো, আমাদেরকে খুব জরুরী কাজে ক্লাস থেকে একটু বের হওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা একটা নাইস ইংরেজি বাক্য ব্যবহার করতে পারি । সেটা হলো,

স্কুল ছাত্র
Source: Pexels

ক্লাস থেকে বের হতে হলে ইংরেজিতে যেভাবে বলবে

Ma’am, may I be excused? I need to use the________ . 

Ma’am, may I be excused? I need to use the washroom.

ক্লাস থেকে বের হওয়ার জন্য এই বাক্য আমরা ব্যবহার করতে পারি ।

এখন মনে করো তোমরা দুই বন্ধু তোমরা তোমাদের favourite subject নিয়ে কথা বলছো । সেটা কীভাবে বলতে পারো,

My favourite subject is_________ . what about you?

My favourite subject is English. What about you?

আমরা এখানে ইংরেজির স্থানে আমাদের নিজ নিজ পছন্দের বিষয় বসাতে পারবো।

আবার, অনেক সময় আমরা আমাদের বন্ধুদের সাথে Canteen অথবা library যেতে চাই । তখন আমরা এভাবে ইংরেজি ব্যবহার করতে পারি,

Let’s go to the______ .

Let’s go to the canteen.

Let’s go to the playground.

এইখানে খালি জায়গায় আমরা যেই জায়গায় যেতে চাই সেইটার নাম বসিয়ে দিলেই হবে।

এইভাবে আমরা খুব সহজে স্কুলে ইংরেজির চর্চা করতে পারি ।


IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

  1. Study Abroad Complete Guideline
  2. English For Everyday
  3. Academic English Grammar
  4. English Grammar Fundamentals 
  5. Pronunciation Mistakes
  6. Grammar Foundation Course

আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:

  1. IELTS Course by Munzereen Shahid
  2. IELTS Mock Test Solutions by Munzereen Shahid
  3. ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
  4. সবার জন্য Vocabulary by Munzereen Shahid
  5. Spoken English for Kids by Munzereen Shahid

IELTS নিয়ে গুরুত্বপূর্ণ সব গাইডলাইনের নোটস  পেতে ভিজিট করুনঃ


বিদেশে উচ্চশিক্ষার জার্নিটা আরো সহজ করতে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই প্লেলিস্টটিতেঃ

  • Study Abroad Series | Higher Education | Munzereen Shahid

১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

 

আপনার কমেন্ট লিখুন