ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
এ তো দেখি আমার পুরো কাহিনীই তোমরা শুনে ফেলছো। এই কাহিনী না শুনলেও চলবে তবে অনেকেই হয়তো এই খেলার সাথে পরিচিত। বিশেষ করে যারা ছোটবেলা থেকেই তিন গোয়েন্দা কিংবা মাসুদ রানার মত থ্রিলার পড়ে আসছো। তাছাড়া যারা অনুবাদ বই পড় তারা হয়তো জানো এটাকে ক্রিপ্টোগ্রাফি বলে। যদিও ক্রিপ্টোগ্রাফি এত সহজ হয় না, তবে এটাকে ক্রিপ্টোর মধ্যেই ফেলা যায়। তবে ক্রিপ্টোগ্রাফি কী বা এর মাহাত্মই বা কী তা নিয়ে আলোচনা করার আগে একদম শুরুতে আমরা ঢুকবো গুপ্ত সংকেতের সেই রাজ্যে যেখানে মানুষের ভাষায় মানুষ বুঝতে পারে না। তো চলো দেখা যাক।
এই উপায় হলো গুপ্ত সংকেত। খুবই সোজা কনসেপ্ট। এমন সংকেত লিখতে হবে যে, যার মর্মার্থ আমি আর তুমি ছাড়া কেউই বুঝবে না। উদ্দেশ্যও সফল আবার কেউই টের পাবেনা। ওই যে তোমাদের বাংলা ২য় পত্র বইতে একটা প্রবাদ আছেনা? ‘সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না’, ওরকম আর কী!
ছোটবেলায় আমার মত থ্রিলারপ্রেমীরা অনেকেই এরকম গুপ্ত সংকেত নিয়ে খেলা করতো তা আর বলার কিছু নেই। বন্ধুদের মাঝে হয়তো আগেই বলে দেয়া থাকতো যেটা বলা হবে সেটার অর্থ কিভাবে বের করতে হবে। সুতরাং বন্ধুদের সার্কেলের বাইরে সবার কাছেই এসব সংকেত ছিলো সম্পূর্ণ দুর্বোধ্য। অর্থাৎ তারা এখানে ছিলো ‘ইভ’। তখন অবশ্য জানতাম না যে এই বিষয়টা নিয়ে চর্চাও চলে। এটাকে যে ক্রিপ্টোগ্রাফি বলে তা তো প্রথমেই জেনে গেছো। এক কথায় প্রেরক আর প্রাপক ছাড়া সবার কাছে দুর্বোধ্য যেই সাংকেতিক ভাষা সেটি চর্চা করার নামই হলো ক্রিপ্টোগ্রাফি। বায়োলজি শব্দটা কিভাবে এসেছে তা নিশ্চয়ই তোমরা জানো! গ্রিক শব্দ ‘বায়োজ’ ও ‘লগোজ’ থেকে বায়োলজির উদ্ভব। ঠিক তেমনিভাবে গ্রিক শব্দ ‘ক্রিপ্টোজ’ এবং ‘গ্রাফেইন’ থেকে মুল শব্দ ক্রিপ্টোগ্রাফির উদ্ভব।
আচ্ছা তোমরা কি জানো জ্যামিতি মানে কী? নিশ্চয়ই এখন তুমি বলছো এ তো খুবই সোজা! জ্যা অর্থ “ভূমি” আর মিতি অর্থ “পরিমাপ”৷ কিন্তু আমি ছোটবেলায় একদমই জানতাম না জ্যামিতি দুটো আলাদা শব্দ থেকে গঠিত। আচ্ছা জ্যামিতিতে না গিয়ে আমরা আপাতত ক্রিপ্টোগ্রাফিতেই থাকি। ক্রিপ্টোজ শব্দের অর্থ হলো গোপনীয় এবং গ্রাফেইন মানে হলো লেখা। এই দু’য়ে মিলে হয় ‘ক্রিপ্টোগ্রাফি’ যার মানে হলো ‘গোপন লেখা’। অর্থাৎ ‘গোপনীয় সংকেতভিত্তিক লেখা-বিষয়ক চর্চা’।
কী উপরের সহজ সাংকেতিক ভাষা বের করে ফেললে তো!
১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি আপনার লেখাটি ই-মেইল করুন এই ঠিকানায়: write@10minuteschool.com
আমাদের কোর্সগুলোর তালিকা:
আপনার কমেন্ট লিখুন