English Grammar-এ করা কমন কিছু ভুল

August 25, 2024 ...

ইংরেজি একটি গ্লোবাল ল্যাংঙ্গুয়েজ এবং বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র, ব্যক্তিগত জীবনে ইংরেজি ভাষার ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইংরেজি ভাষার আছে সমৃদ্ধ ভোকাবুলারি এবং অনুভূতি ব্যক্ত করার জন্য বিভিন্ন এক্সপ্রেশন! 

তবে ইংরেজিতে কথা বলতে গেলে আমরা সবচেয়ে বেশি বিপাকে পড়ি যে বিষয়টি নিয়ে তা হলো– গ্রামার। এতোসব নিয়মের জন্য কথা বলার সময় বেশ ঝামেলাই পোহাতে হয় অনেককে। ইংরেজি গ্রামারের এমন অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমরা সচরাচর ভুল করে থাকি। আজকের এই ব্লগে আমরা এমনই কিছু Common English Mistakes নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক! 

 

Common English Grammar Mistake – Subject-Verb Agreement

প্রথমেই জেনে নেওয়া যাক Subject-Verb Agreement সম্পর্কে।

What is Subject-Verb Agreement?

আমরা জানি কোনো একটি ইংরেজি বাক্যে কয়েকটি অংশ থাকে। 

  • Subject
  • Verb
  • Object/Rest of the sentence

Subject-verb agreement ইংরেজি গ্রামারের একটি ফান্ডামেন্টাল নিয়ম। একটি sentence-এ নির্দিষ্ট subject-এর সাথে নির্দিষ্ট কিছু verb বা verb-এর form ব্যবহার করার নিয়মকে subject-verb agreement বলে। সহজ ভাষায়, একটি বাক্যের Subject ও Verb এর মধ্যে মিল থাকতে হবে।  

যেমন: 

  • We go to play football
  • He goes to learn Piano. 

বাক্য দুটিতে খেয়াল করলে দেখবেন Subject (We/He) এর উপর নির্ভর করে Verb (go/goes) এর পরিবর্তন হয়েছে। 

খুব সহজ মনে হচ্ছে তাইনা? চলুন দেখে নেই  Subject-verb agreement এর কিছু ভুল আছে যেগুলো আমরা প্রায়ই করে থাকি। 

Common Mistake # 1 – Compound Subject

যখন কোনো বাক্যে একের অধিক Subject থাকে প্রায়শই Verb এর ব্যবহারে আমরা ভুল করে থাকি। দুইটি Subject যখনি ‘and’ দিয়ে যুক্ত থাকবে তারপর অবশ্যই Plural Verb বসবে। 

  • Incorrect: The cat and the dog is friendly.
  • Correct: The cat and the dog are friendly.

ব্যতিক্রম:

যদি Subject দুটি দিয়ে একই বস্তু বোঝায় তাহলে Singular Verb ব্যবহৃত হবে। 

Example: Peanut butter and jelly is my favorite sandwich. 

Common Mistake # 2 – Subject combined by ‘or’ or ‘nor’

যদি বাক্যে একাধিক Subject  ‘or’ or ‘nor,’ দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে Verb এর কাছাকাছি যে Subject থাকবে সেটি অনুযায়ী Verb বসবে। 

  • Incorrect: Neither the teacher nor the students is ready.
  • Correct: Neither the teacher nor the students are ready.

উদাহরণটিতে খেয়াল করলে দেখবে এখানে দুটি Subject (teacher, students) ‘nor’ দ্বারা একে অপরের সাথে যুক্ত আছে। এবং শেষের Subject ‘Students’ টি Verb এর কাছাকাছি আছে। তাই এখানে Verb-টি ‘Students’ কে ফলো করে Plural ( are) হয়েছে। 

Common Mistake # 3 – Indefinite Pronoun

Indeifinte Pronoun এর ব্যবহারের সময় আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই।

Indefinite Pronoun যেমন: Everyone, Everybody, Anyone, Anybody, Nobody, No one, Each, Either, Neither ইত্যাদি ক্ষেত্রে সবসময় Singluar Verb ব্যবহৃত হয়। 

  • Incorrect: Everyone are here.
  • Correct: Everyone is here.
  • Incorrect: Some of the sweets is gone.
  • Correct: Some of the sweets are gone.

Common Mistake # 4 – Amounts

যখন amounts of money, time, distance etc. থাকবে সবসময় Singular Verb বসবে। 

  • Incorrect: Ten dollars are not enough
  • Correct: Ten dollars isn’t enough

ব্যতিক্রম: যদি এমন হয় বাক্যে Subject এ কোনো একটি Individual Unit কে বোঝানো হয়েছে সেক্ষেত্রে Plural Verb বসবে। 

Example: Ten dollars were scattered on the floor

Common Mistake # 5 – Group Nouns

কিছু Noun আছে যেগুলো দিয়ে একটি গ্রুপ বোঝানো হয়। যেমনঃ 

  • Club
  • Team
  • Company
  • Family 
  • Crowd 
  • Class

বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে এগুলো Singluar or Plural হতে পারে। যেমন,

  • The team is organising the event

এখানে ‘the team’ দিয়ে একটি single unit বোঝানো হচ্ছে। তাই Singular Verb ব্যবহৃত হয়েছে। 

  • The team are meeting today. 

এখানে ‘the team’ দ্বারা টিমের সকল মেম্বারদের বোজানো হয়েছে! তাই এই বাক্যে verb plural হয়েছে। 

ব্যতিক্রম:

কিছু noun আমরা মনে করি Plural, তবে তা Singular হিসেবে ব্যবহৃত হয়। 

Example:

  • The news is interesting

 

ঘরে বসে English Grammar

কোর্সটিতে যা যা পাচ্ছেন:

  • সঠিকভাবে ইংরেজি লিখতে প্রয়োজনীয় গ্রামারের সকল নিয়ম ও ব্যাখ্যা
  • একই গ্রামারের বিভিন্ন রকম বাস্তব উদাহরণ ও ব্যাখ্যা
  • English Grammar-এর সহজ থেকে জটিল বিষয়
  • ৪১টি ভিডিও, ৪১টি নোট, ২২ সেট কুইজ
  •  

    Common English Grammar Mistake – Modifiers

    Modifier আরেকটি গুরুত্বপূর্ণ টপিক English Grammar- এ! Modifier এর Common mistakes গুলো জানার আগে চলুন জেনে নেই Modifier সম্পর্কে কিছু তথ্য।

    Modifier কী? / What is modifier?

    কোনো শব্দ/বাক্যাংশ অন্য কোনো শব্দ/বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে বা পরিবর্তন, রূপান্তর করলে তাকে Modifier বলে।

    Modifier কয় প্রকার: 

    Modifier ২ প্রকার:  

    1. Pre-modifier: It is such a beautiful day; এখানে ‘Day’ একটি noun. Noun এর আগে ‘Beautiful’ শব্দটি বসেছে যা এখানে Pre-modifier. 
    2. Post-modifier: He walks slowly; বাক্যটিতে Slowly হচ্ছে একটি Adverb যা Post Modifier. এটি Noun এর পরে বসে তার কাজকে মডিফাই করছে।

    Misplaced Modifier কী? (What is Misplaced Modifier?)

    Misplaced Modfiier হচ্ছে এমন কিছু Word/Phrase/Clause যা বাক্যের প্রকৃত অর্থ প্রকাশ না করে ভুল অর্থ প্রকাশ করে কারণ সেটি বাক্যে ভুল জায়গায় ব্যবহৃত হয়েছে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো যাক!

    • Incorrect: I saw a dog in the park that was barking loudly.

    এখানে ‘in the park’ এর ভুল জায়গায় বসার জন্য পুরো বাক্যের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। প্রকৃত অর্থে চিন্তা করে দেখুন, পার্ক কখনো ঘেউ ঘেউ পারে?

    • Correct:  I saw a dog that was barking loudly in the park.

    এই বাক্যটি অর্থগত ভাবে ঠিক আছে কারণ modifier (in the park) সঠিক জায়গায় ব্যবহৃত হয়েছে। বাক্যটির অর্থ দাঁড়ায়, আমি পার্কে একটি কুকুর দেখেছি যেটি ঘেউ ঘেউ করছিল। 

    Common Mistakes with Misplaced Modifiers #1 – Misplaced Limiting Modifiers

    Only, Just, Almost, Nearly, etc এর ভুল ব্যবহার এর জন্য বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। 

    Example: 

    • Incorrect: She only ate two cookies.
    • Correct: She ate only two cookies.

    এখানে প্রথম বাক্যে বুঝানো হয়েছে সে শুধুমাত্র দুইটি কুকিজ খেয়েছে, তারপরের একশন নিয়ে স্পষ্টতা নেই। তবে দ্বিতীয় বাক্যে ‘দুইটি কুকিজ’, কুকিজ এর নাম্বার indicate করা হয়েছে। 

    Common Mistakes with Misplaced Modifiers #2 – Misplaced Adjectives

    Misplaced adjective তখন হয় যখন adjective যে noun-কে describe করবে তার সাথে না বসে। 

    • Incorrect: She wore a dress to the party that was red.
    • Correct: She wore a red dress to the party.

    এখানে প্রথম বাক্যে Red দ্বারা indicate করা হচ্ছে যে পার্টির রঙ লাল ছিলো। তবে আসলেই কি এমনটা?

    ‘Red’ যেহেতু ড্রেসটিকে describe করবে তাই red বসবে dress এর আগে। তাই দ্বিতীয় বাক্যটি সঠিক। 

    Common Mistakes with Misplaced Modifiers #3 – Misplaced Appositive Phrases

    Appositive Phrase বলতে এমন সব শব্দের গ্রুপকে বুঝানো হয় যা কোনো বাক্যে noun/pronoun এর সম্পর্কে additional তথ্য দিবে। 

    যদি appositive phrase কোনো বাক্যে সঠিক জায়গায় না বসানো হয়, তাহলে বাক্যের অর্থে পরিবর্তন ঘটে। 

    • Incorrect: My friend, a talented musician, will be performing tonight who lives in Dhaka.
    • Correct: My friend, a talented musician who lives in Dhaka, will be performing tonight.

    Common Mistakes with Misplaced Modifiers #4- Misplaced Participial Phrases

    Misplaced particpial phrases তখন হয় যখন কোনো বাক্যে partipial phrase সঠিক জায়গায় placed না! 

    • Incorrect: Running through the park, the rain started pouring.
    • Correct: Running through the park, I got caught in the pouring rain.

     

    Dangling Modifier কী? (What is Dangling Modifier?) 

    Dangling শব্দের অর্থ ঝুলন্ত; দোলায়মান। Dangling Modifier বলে- Modifier যাকে Modify করবে তাকে সবসময় Modifier এর পাশে বসাতে হবে। 

    Example:  After stealing the watch, the police caught the thief.

    বাক্যটির অর্থ এমন দাঁড়ায় যে– পুলিশটি ঘড়ি চুড়ি করার পর ভ্রু কুচকালো এবং চোরটি ধরলো। অদ্ভুত না? Dangling modifier এর জন্য পুরো বাক্যের অর্থই পরিবর্তন হয়ে গিয়েছে। 

    এখানে, Modifier- After stealing the watch চোরকে নির্দেশ করছে। কিন্তু আমরা পুলিশকে Modifier এর পাশে বসিয়ে দিয়েছি যার জন্য সম্পূর্ণ বাক্যের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। তাই সঠিক বাক্যটি হবে- After stealing the watch, the thief was caught by the Police.

    Examples of Dangling Modifiers: 

    1. Dangling Participial Phrase

    • Incorrect: Driving to the beach, the sun was shining brightly.
    • Correct: Driving to the beach, we enjoyed the sun.
    2. Dangling Infinitive Phrase
    • Incorrect: To improve the quality of life, the new policy was introduced.
    • Correct: To improve the quality of life, the city introduced a new policy.

    3. Dangling Absolute Phrase

    • Incorrect: Her work completed, the office was quiet.
    • Correct: Her work completed, Jane enjoyed a quiet office.

    4. Dangling Adjective Phrase

    • Incorrect: Excited about the new job, the offer was accepted quickly.
    • Correct: Excited about the new job, she accepted the offer quickly.

    5. Dangling Gerund Phrase

    • Incorrect: Seeing the cake on the counter, the kids were excited.
    • Correct: Seeing the cake on the counter, the kids became excited.

    6. Dangling Prepositional Phrase

    • Incorrect: After reading the book, the movie was watched by the group.
    • Correct: After reading the book, the group watched the movie.

    7. Dangling Comparison

    • Incorrect: More efficient than any other machine, the technician adjusted the settings.
    • Correct: More efficient than any other machine, the new model had its settings adjusted by the technician.

    8. Dangling Conditional Phrase

    • Incorrect: If taken on a regular basis, the results of the medication will be improved.
    • Correct: If taken on a regular basis, the patient will see improved results from the medication.

     

    Common English Grammar Mistake – Incorrect Verb Tenses

    Incorrect Verb Tense যখন কোনো একটি বাক্যের ব্যবহৃত Verb বাক্যটির অর্থ বা স্পষ্টতা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না বা ভুল প্রকাশ করে। 

    Example:

    • Incorrect: I went to the store yesterday and buy milk.
    • Correct: I went to the store yesterday and bought milk.

    এই উদাহরণে, দুধ কেনার এই ঘটনাটা অতীতে ঘটেছিলো, তাই ‘Buy’ না হয়ে Verb এর Past form ‘Bought’ ব্যবহৃত হবে। 

    Common Mistake # 1 – Inconsistent Verb Forms

    একটি কমন ভুল যেটি আমরা করে থাকি যে ‘Inconsistent Verb Forms’ ব্যবহার করি বাক্যে। কোনো প্যাসেজে একই ধরনের Verb tenses ব্যবহার করতে হবে। নাহলে পাঠক/শ্রোতা কনফিউজড হয়ে থাকে ঘটনার সময় নিয়ে। 

    • Inconsistent Verb Usage: We were on the way to school. Suddenly, the sky turns dark.
    • Consistent verb usage – We were on the way to school. Suddenly, the sky turned dark.

    Common Mistake # 2 – Confusing the Present Tense Forms

    আমরা জানি Present Tense  চার ধরনের হয়ে থাকে। 

    • Present Simple Tense
    • Present Continous Tense
    • Present Perfect Tense
    • Present Perfect Continuous Tense

    প্রায়শই আমরা এই চার ধরনের tense এর মধ্যে গোলমাল পাকিয়ে ফেলি। তাই প্রতিটি tense এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। 

    Common Mistake # 3 – Switching in and out of Present and Past Tense 

    অনেকসময় present tense ও past tense এর মধ্যে সুইচ করার সময় আমরা ভুল করে থাকি এবং বাক্যের consistency বজায় থাকে না। 

    • Switching tenses – “Mahi! Get down here right now!” Nana yelled. Nana was a fierce drill sergeant and is always nagging me about punctuality.
    • Consistent tense -“Mahi, get down here right now!” Nana yelled. Nana had been a fierce drill sergeant and always had nagged me about punctuality.

    প্রথম অনুচ্ছেদে Present tense ও past tense এর সংমিশ্রণ এমনভাবে ঘটেছে যে বাক্যটিতে অনেক বিষয়ের স্পষ্টতা প্রকাশ পায়নি। নানা কি মারা গিয়েছে নাকি এখনো জীবিত? উনি কি এখনো সার্জেন্ট হিসেবে কাজ করছেন নাকি রিটায়ার্ড? – অনেকগুলো প্রশ্নের উত্তর স্পষ্ট না এখানে। 

    পরবর্তীত অনুচ্ছেদে tense এর কনসিস্টেন্সি বজায় থাকার কারণে অর্থের স্পষ্টতা প্রকাশ পেয়েছে। 

    Common Mistake # 4 – Future Tense

    উপরের ভুলগুলোর মাধ্যমে একটি জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের কথা বলার সময় বা লেখার সময় Tense এর consistency মেনে চলতে হবে। তবে future tense এর জন্য এদিকটা একটু ট্রিকি। আর আমরা এখানেই ভুলটা করে থাকি। 

    উদাহরণের মাধ্যমে বোঝা যাক। 

    • Incorrect Sentence- I will hire you full-time when your degree will be complete.
    • Correct Sentence- I will hire you full-time when your degree is complete.

    প্রথম বাক্যটি দেখে কী মনে হচ্ছে? যে main clause এ যেহেতু ‘will hire’ আছে, পরবর্তীতে subordinate clause এও future tense ‘will be complete’ হবে, তাইতো? এখানে নিয়মের ব্যতিক্রম হচ্ছে যে যদি 

    Main clause টি future tense এ হয়, তাহলে subordinate clause টি present tense এ হবে। তাই দ্বিতীয় বাক্যটি সঠিক।

     

    Common English Grammar Mistake – Pronoun-Antecedent Agreement

    একটি বাক্যে pronoun যে noun এর পরিবর্তে বসে, সেই noun ও pronoun এর মধ্যে অবশ্যই সংগতি থাকতে হবে। Gender, Number ইত্যাদি সব বিষয়ে সংগতি থাকতে হবে। 

    Example: 

    • Incorrect: Heera is interested in mathematics and their application 

    এখানে mathematics কোনো plural form না বরং একটি বিষয়ের নাম। তাই ‘their’ pronoun টি সঠিক নয়। 

    সঠিক বাক্যটি হবে–

    • Correct: Heera is interested in mathematics and it’s application 

    Common Mistakes #1 – Usage of Possessive Pronoun

    Possessive pronoun ব্যবহারের ক্ষেত্রে সবাই সচরাচর ভুল করে থাকে। একটি বাক্যে Subject এর সাথে সঙ্গতি রেখে Possessive Pronoun এর ব্যবহার করতে হয়। 

    • Incorrect: He as well as I have done our work
    • Correct: He as well as I has done his work

    এখানে ‘He’ এর পরিবর্তে ‘our’ ব্যবহার করা হয়েছে প্রথম বাক্যটিতে, যা ভুল। ‘He’ কে ফলো করে এখানে ‘His’  pronoun-টি ব্যবহৃত হবে এবং verb- ও পরবর্তিত হবে। 

    আরেকটি উদাহরণ দেখে নেই। 

    • Incorrect: We must obey their parents.
    • Correct: We must obey our parents.

    Common Mistakes #2 – Usage of Possessive Pronoun

    Picture 3

    কোনো বাক্যে Pronoun ব্যবহার করলে তার আগে অবশ্যই একই ব্যক্তি এবং সংখ্যার জন্য একটি Noun থাকতে হবে। 

    • Incorrect: Mim dislikes politics because they are corrupt 
    • Correct: Mim dislikes politicians because they are corrupt/corrupted 

    প্রথম বাক্যটিতে ‘they are corrcupt’ বলা হয়েছে, বাট কাদের কথা বলা হচ্ছে? বাক্যটিতে কোথাও কি Politicians দের কথা বলা হয়েছে? — না! তাই বাক্যটি ভুল। এখানে ব্যবহৃত pronoun এর জন্য noun এর ব্যবহার করা হয়নি।  

    পরের বাক্যটিতে যখন ‘Politician’ দের কথা মেনশন করা হয়েছে, বাক্যটি সঠিক হয়েছে। 

    Common Mistakes #3 – Relative Pronoun

    আরেকটি কমন ভুল আমরা করি Relative Pronoun এর পরের Verb-টির ব্যবহারে। জেনে রাখুন যে

    Relative Pronoun এর পরের Verb,  Relative Pronoun- টির পূর্বে ব্যবহৃত Noun বা Pronoun অনুযায়ী বসে। উদাহরণের মাধ্যমে বুঝে নেই আসুন। 

    • Incorrect: It is I who is going to sort it out. 

    ‘Who’ এর সাথে সচরাচর আমরা ‘is’ ব্যবহার করে থাকি, তাইনা? তবে এখানে ‘is’ এর ব্যবহার ভুল হবে। কারণ এই verb-টির ব্যবহার নির্ভর করবে ‘who’ এর আগে ব্যবহৃত ‘noun’ (I) এর উপর। 

    সঠিক বাক্যটি তাহলে হচ্ছে– It is I who am going to sort it out.

    Common Mistakes #4 – Collective Nouns

    Collective nouns এ pronoun এর ব্যবহার নিয়ে ভুল করা খুবই কমন ব্যাপার। এক্ষেত্রে মনে রাখবে Club, Team, Company, Family, Crowd, Class ইত্যাদি collective noun-গুলোর ক্ষেত্রে ‘Singular Pronoun’ ব্যবহার হয়।

    তবে বাক্যে ব্যবহারের উপরও ভিত্তি করে এগুলো Singluar or Plural হতে পারে। 

    • Incorrect: The team played their best game.
    • Correct: The team played it’s best game. (যদি টিম একটি সিংগেল ইউনিট হিসেবে বিবেচনা করা হয় তাহলে বাক্যটি সঠিক। )
    • Correct: The team members played their best. (যদি টিম মেম্বারদের আলাদা হিসেবে বিবেচনা করা হয় বাক্যটি সঠিক। )

    Common Mistakes #5 – Ambiguous antecedents

    এমন অনেক সময় হয় বাক্যে pronoun এর ব্যবহার বাক্যের স্পষ্টতা প্রকাশ করতে পারেনা এবং আমরা ভুল করে থাকি। 

    • Incorrect: Mary told Susan she had to leave early.
    • Correct: Mary told Susan that Mary had to leave early.

    প্রথম বাক্যটিতে ‘She’ এর ব্যবহারের মাধ্যমে বুঝা সম্ভব না কার কথা বলা হয়েছে — Mary or Susan

    তাই দ্বিতীয় বাক্যটিতে ‘Mary’-এর নাম ব্যবহার করা হয়েছে।

     

    IELTS Course by Munzereen Shahid

    কোর্সটি করে যা শিখবেন:

  • IELTS পরীক্ষার বিভিন্ন অংশের ফরম্যাট, প্রশ্ন ও উত্তরের ধরন, গুরুত্বপূর্ণ টিপস, ট্রিকস ও স্ট্র্যাটেজি।
  • IELTS Reading, Listening, Speaking ও Writing, প্রতিটি মডিউলের নিয়ম-কানুনসহ খুঁটিনাটি বিষয়াদি।
  •  

    Common English Grammar Mistake – Apostrophe Misuse

    Apostrophe বা বাংলায় উর্ধ্বকমা চিহ্ন ( ’ ) একটি গুরুত্বপূর্ণ Punctuation mark বা যতিচিহ্ন যা সঠিকভাবে ব্যবহার না করলে বাক্যের অর্থই পরিবর্তন হয়ে যেতে পারে। Apostrophe এর ব্যবহারে যে Common Mistakes- গুলো আমরা দেখে থাকি তা নিচে আলোচনা করা হলো:

    Common Mistakes #1 – Misusing Apostrophes for Plurals

    কোনো Noun- এর plural form বোঝানোর জন্য Apostrophe ব্যবহৃত হয়না। 

    • Incorrect: Apple’s are red
    • Correct: Apples are red

    প্রথম বাক্যটিতে Apple এর plural form এ Apostrophe এর ব্যবহার হয়েছে যা ভুল। 

    Common Mistakes #2- Incorrect Placement in Possessives 

    Possessive noun এ Apostrophe এর ভুল ব্যবহার পুরো বাক্যের অর্থ পরিবর্তন করে দিতে সক্ষম। 

    এক্ষেত্রে কিছু রুলস মাথায় রাখুন। 

    • Singular Noun- এ মালিকানা বোঝাতে চাইলে ‘s’ এর আগে Apostrophe এর ব্যবহার করুন। 

    যেমন: 

    Correct: The cat’s toy

    Incorrect: The cats toy

    • Plural Noun- এ মালিকানা বোঝাতে চাইলে ‘s’ এর পরে Apostrophe এর ব্যবহার করুন। 

    Correct: The cats’ toys

    Incorrect: The cats’s toys

    Common Mistakes #3- Its vs. It’s

    এই ভুলটি আমরা সবাই প্রায়শই করি এবং বুঝতেও পারিনা ভুল হচ্ছে। তা হলে Its vs. It’s এর ব্যবহার। 

    • Its– একটি Possessive Pronoun যা দিয়ে কোনো কিছুর মালিকানা বোঝানো হয়। 

    যেমন: 

    Incorrect: The dog wagged it’s tail.

    Correct: The dog wagged its tail.

    এখানে দ্বিতীয় বাক্যটি সঠিক, এবং Its দ্বারা বোঝানো হচ্ছে লেজটি কুকুরের নিজের। 

    • It’s— এটি ‘It is’ এর একটি সংক্ষিপ্ত রুপ। 

    Incorrect: Its going to rain.

    Correct: It’s going to rain.

    Common Mistakes #4- Decades and Plurals

    Decade এর Plural বোঝানোর সময় Apostrphe এর ব্যবহার ভুল। 

    • Incorrect: The 1990’s were great.
    • Correct: The 1990s were great.
    • Incorrect: CD’s are outdated.
    • Correct: CDs are outdated.

    Common Mistakes #5- Joint Possession

    আমরা অনেক সময় যুগ্ম মালিকানা বোঝাতে দুইবার Apostrophe এর ব্যবহার করি যা ভুল। এক্ষেত্রে দ্বিতীয় noun এর সাথে Apostrophe এর ব্যবহারই যথেষ্ট। 

    • Incorrect: Jack’s and Jill’s pail of water.
    • Correct: Jack and Jill’s pail of water.

    যদি তারা আলাদাভাবে বস্তুগুলোর মালিকানাধীন হয়, সেক্ষেত্রে আবার আলাদাভাবে Apostrophe ব্যবহার করতে হবে। 

    • Incorrect: Jack and Jill’s books.
    • Correct: Jack’s and Jill’s books.

     

    Common English Grammar Mistake – Incorrect Articles

    Article–খুব সহজ একটি টপিক, তাইনা? তবে এই Article এর ব্যবহারেই আমরা অহরহ ভুল করে থাকি। চলুন জেনে নেই এমন কিছু Common mistakes সম্পর্কে। 

    Common Mistakes #1 – Not Using ‘The’ Before Public Places

    যেকোনো Public Place সম্পর্কে বলতে হলে জায়গাটির আগে ‘the’ বসাতে হয়। 

    • Incorrect: I’m going to grocery store.
    • Correct: I’m going to the grocery store.
    • Incorrect: She’s at library.
    • Correct: She’s at the library.

    Common Mistakes #2 – Usage of Articles Before Job Titles and Statuses

    Job title বা status এর আগে অবশ্যই article ব্যবহার করতে হবে।

    • Incorrect: I am engineer.
    • Correct: I am an engineer.
    • Incorrect: She’s refugee.
    • Correct: She’s a refugee.

    যদি এমন হয় কোনো কোম্পানিতে এমন একটি জব আছে যার একটিমাত্র নির্দিষ্ট Job title আছে, সেক্ষেত্রে definite article – ‘the’ এর ব্যবহার হবে। 

    Example: Ayman Sadiq is the CEO of 10 Minute School.

    Common Mistakes #3 – Adjectives followed by Noun

    বাক্যে কোনো Singular Countable Noun ব্যবহৃত হলে তার পূর্বে অবশ্যই Article বসবে। যদি noun টির পূর্বে কোনো Adjective থাকে সেক্ষেত্রে Adjective এর আগে article বসবে। 

    • Incorrect: Sabit is busy man.
    • Correct: Sabit is a busy man
    • Incorrect: It was very big problem.
    • Correct: It was a very big problem.

    Common Mistakes #4 – Using ‘The’ in General Nouns

    কোনো Plural common/ general  noun এর আগে ‘the’ ব্যবহার করে আমরা প্রায়ই ভুল করে থাকি। 

    • Incorrect: The apples are good for health. 
    • Correct: Apples are good for health.

    এখানে ‘Apple’ general অর্থে ব্যবহৃত হয়েছে। যেকোনো Apple-ই স্বাস্থ্যের জন্য ভালো। তাই ‘the’ এর ব্যবহার করলে ভুল হবে। 

    যদি Apple-টি specific অর্থে ব্যবহৃত হতো তাহলে The ব্যবহার করা যেতো। যেমন:

    • Give me the apple. 

    Common Mistakes #5 – Using ‘A’ or ‘An’ with Plural Nouns

    যদি কোনো বাক্যে Noun- টি plural হয়ে থাকে তাহলে সেখানে তার আগে কোনো Article ব্যবহৃত হবে না। 

    • Incorrect: She bought a flowers.
    • Correct: She bought flowers/ She bought some flowers

    এখানে ‘flowers’ একটি plural noun, তাই কোনো article ব্যবহৃত হবে না।

     

    Common English Grammar Mistake – Parallelism 

    Parallel অর্থ— সমান্তরাল। 

    একটি বাক্যে কিছু conjunction দ্বারা যুক্ত হলে, conjunction গুলোর আগে ও পরে সমজাতীয় noun / pronoun / adjective/verb/adverb / infinitive. একে Parallelism বলে। এককথায়, Parallelism বোঝায় দুটি sentence বা বাক্যের মধ্যে grammatical সমতা। 

    যখন কোনো Sentence- এ ধারাবাহিকভাবে তালিকা আকারে দুই বা ততোধিক idea (word/phrases) দেওয়া হয়, তখন সকল components-  এর অবশ্যই grammatical form একই থাকতে হবে। 

    যদি দুটি বাক্যের মধ্যে grammar structure এর এই সমতা না হয় তাহলে একে Faulty Parallelism বলা হয়। চলুন দেখে নেই Parallelism এর কিছু কমন ভুল। 

    Common Mistakes #1 – Mismatched Verb Forms

    যদি কোনো sentence এ একাধিক verb ব্যবহৃত হয়, তাহলে প্রত্যেকের ফর্ম একই থাকতে হবে। অন্যথায় এটি Faulty parallelism গণ্য হবে। 

    • Incorrect: He likes to swim, running, and to bike.
    • Correct: He likes swimming, running, and biking.

    এখানে প্রথম বাক্যটিতে তিনটি verb এর মধ্যে প্রথম দুইটি verb (Swimming, Running) participle form-এ থাকলেও শেষের verb (to bike) টি gerund অবস্থায় আছে। এটি এখানে ভুল। তিনটি verb এর form একই থাকায় দ্বিতীয় বাক্যটি সঠিক। 

    Common Mistakes #2 – Incosistent Phrases

    বাক্যে Phrases এর ব্যবহারের সময় আমরা consistency মেইনটেইন না করে ভুল করে থাকি। 

    • Incorrect: The job involves interviewing candidates, evaluating their skills, and to write reports.
    • Correct: The job involves interviewing candidates, evaluating their skills, and writing reports.

    প্রথম বাক্যটিতে প্রথম দুইটি লিস্টে present participle এর ব্যবহার হলেও পরবর্তীতে gerund phrase ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটি ভুল। 

    Common Mistakes #3 – Mismatch in Comparisons 

    অনেক সময় তুলনা করার ক্ষেত্রে আমরা Parallelism Error করে থাকি।

    • Incorrect: She is not only a talented musician but also writes well.
    • Correct: She is not only a talented musician but also a skilled writer.

    Common Mistakes #4 – Inconsistent Prepositions 

    কোনো বাক্যে যদি gerund এর ব্যবহার হয় তাহলে Consistency মেইনটেইন করতে হবে। 

    • Incorrect: The course covers how to write effectively, communicating clearly, and the development of ideas.
    • Correct: The course covers writing effectively, communicating clearly, and developing ideas.

    Common Mistakes #5 – Discrepancy in Adjective Phrases

    Incorrect: The proposal was well-researched, timely, and it is practical.

    • এখানে adjective parallel নয়। ‘it is practical’ বাকি adjective format এর সাথে মিলে না বিধায় এই বাক্যটিতে Parallelism error রয়েছে। 

    Correct: The proposal was well-researched, timely, and practical.

     

    Common English Grammar Mistake – Confusion between Adjectives and Adverbs

    Adjectives হচ্ছে যেসব শব্দ Noun- কে describe/ modify করে। অপরদিকে, Adverbs হচ্ছে যা verbs- কে describe/ modify করে। শুনতে সহজ মনে হচ্ছে, তাইনা? সহজ হলেও এই adjective & adverb এর মধ্যে কনফিউজড হয়ে আমরা প্রায়ই ভুল করে থাকি। চলুন এমনি কিছু কনফিউশন ক্লিয়ার করে নেওয়া যাক। 

    Confusing Adjectives and Adverbs #1 – late / lately

    Late একটি বাক্যে adjective কিংবা adverb দুইভাবেই ব্যবহৃত হতে পারে। এর অর্থ হচ্ছে— after the correct time

    • Adjective: I’m not hungry because I had a late breakfast. 
    • Adverb: He slept late and missed his class. 

    Confusing Adjectives and Adverbs #2 – hard / hardly

    Hard একটি বাক্যে adjective কিংবা adverb দুইভাবেই ব্যবহৃত হতে পারে। এর adjective ফর্মে আবার দুটি অর্থ আছে। 

    Adjective: 

    • This book is too hard for me.– এখানে hard ‘Difficult’ অর্থে ব্যবহৃত হয়েছে।
    • This mattress is too hard. — – এখানে hard ‘Soft’ এর বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে

    Adverb: 

    • He hardly ever goes to the gym– এখানে hardly ব্যবহৃত হয়েছে adverb হিসেবে। 
    • The food was so spicy that Mouri could hardly eat it.

    Confusing Adjectives and Adverbs #3 – most / most of / mostly

    • Most/Most of, adjective হিসেবে ব্যবহৃত হয় ‘the majority’ বোঝানোর লক্ষ্যে। 

    Example: Most of the employees like the new CEO. 

    • Most বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হলে বোঝায়— ‘to the greatest degree’ অর্থ, সবচেয়ে সেরা!

    Example: Mouri is the most popular girl in school.

    • Mostly বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয় এবং বোঝায়—  “mainly, generally, usually.”

    Example: I’ve mostly read English novels.

    Confusing Adjectives and Adverbs #4 – Fast/Fastly

    Fast সাধারণত Adjective হিসেবে ব্যবহৃত হয়, এবং Fastly ব্যবহৃত হয় adverb হিসেবে। 

    • Adjective: Mahima is a fast runner.
    • Adverb: Mahima runs fast.

    Confusing Adjectives and Adverbs #5 – Good/Well

    Good সাধারণত বাক্যে adjective এর ভূমিকা পালন করে এবং well বাক্যে adverb হিসেবে ব্যবহৃত হয়। 

    • Adjective: She is a good dancer.
    • Adverb: She dances well.

     

    Common English Grammar Mistake – Double Negatives

    ইংরেজিতে একটা ভুল আমরা প্রায়ই করে থাকি তা হলো– Double Negatives.

    এর অর্থ কোনো বাক্যে একাধিকবার ‘Negative’ শব্দ ব্যবহার করা। একটি উদাহরণ এর মাধ্যমে ক্লিয়ার করা যাক বিষয়টি। 

    • I didn’t do nothing

    বাক্যটি সঠিক নয়। এখানে প্রথমে ‘didn’t’ ব্যবহৃত হয়েছে যা একটি negative verb, এবং পরবর্তীতে আবার আরেকটি negative word ব্যবহৃত হয়েছে ‘nothing’ 

    Example of Double Negatives #1

    Incorrect: I don’t have no idea what you’re talking about.

    • Correct: I don’t have any idea what you’re talking about.
    • Correct: I have no idea what you’re talking about.

    Example of Double Negatives #2

    Incorrect: We didn’t see nothing at the store.

    • Correct: We didn’t see anything at the store.
    • Correct: We saw nothing at the store.

    Example of Double Negatives #3

    Incorrect: She can’t go nowhere without her phone.

    • Correct: She can’t go anywhere without her phone.
    • Correct: She can go nowhere without her phone.

    Example of Double Negatives #4

    Incorrect: He never does nothing on weekends.

    • Correct: He never does anything on weekends.
    • Correct: He does nothing on weekends.

    Example of Double Negatives #5

    Incorrect: They don’t need no help with their project.

    • Correct: They don’t need any help with their project.
    • Correct: They need no help with their project.

    Example of Double Negatives #6

    Incorrect: I haven’t got no time to waste.

    • Correct: I haven’t got any time to waste.
    • Correct: I have no time to waste.

    Example of Double Negatives #7

    Incorrect: She doesn’t want nobody to know her secret.

    • Correct: She doesn’t want anybody to know her secret.
    • Correct: She wants nobody to know her secret.

    Example of Double Negatives #8

    Incorrect: You can’t do nothing right.

    • Correct: You can’t do anything right.
    • Correct: You do nothing right.

    Example of Double Negatives #9

    Incorrect: We weren’t given no information about the event.

    • Correct: We weren’t given any information about the event.
    • Correct: We were given no information about the event.

    Example of Double Negatives #10

    Incorrect: There isn’t no way to fix this problem.

    • Correct: There isn’t any way to fix this problem.
    • Correct: There is no way to fix this problem.

     

    Common English Grammar Mistake – Pair Words

    Common Mistakes #1-  Little vs. Few

    ইংরেজি গ্রামারের একটি কমন ভুল হয় —Little & Few এর ব্যবহার এর সময়। 

    Little ব্যবহৃত হয় Uncountable Noun এর ক্ষেত্রে এবং

    Few ব্যবহৃত হয় Countable Noun এর ক্ষেত্রে।

    Countable Noun: যেসন noun গণনা করা যায়। যেমন: Apples, cars, people, books, etc

    Uncountable Noun: যেসব noun গণনা করা যায়না। যেমন: Sugar, water, time, money, etc. 

    Examples:

    • Incorrect: I have few sugar left.
    • Correct: I have little suger left

    এখানে ‘suger’ uncounatble noun, তাই ‘little’ ব্যবহৃত হয়েছে। 

    • Incorrect: There are little people in the park today.
    • Correct: There are few people in the park today.

    এই উদাহরণে আমরা ‘people’ এর আগে few ব্যবহার করেছি। কারণ, people হচ্ছে countable noun. 

    Common Mistakes #2-  Much Vs Many

    Much ব্যবহৃত হয় uncountable nouns এর জন্য আর Many ব্যবহৃত হয় countable noun এর সাথে। 

    Example:

    • Incorrect: There aren’t much apples left.
    • Correct: There aren’t many apples left.
    • Incorrect: He didn’t drink many water.
    • Correct: He didn’t drink much water.

    Common Mistakes #3 – Amount Vs Number

    Amount – Uncountable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়

    Number – Countable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়

    Example: 

    • Incorrect: The amount of people at the concert was surprising.
    • Correct: The number of people at the concert was surprising.
    • Incorrect: She had a large number of patience.
    • Correct: She had a large amount of patience.

    Common Mistakes #4 – Farther vs. Further

    Farther– Physical Distance বোঝায়

    Further – Figurative Distance বোঝায়

    Example: 

    • Incorrect: We need to discuss this issue farther.
    • Correct: We need to discuss this issue further.
    • Incorrect: The store is further down the road.
    • Correct: The store is farther down the road.

    Common Mistakes #5 – Among vs. Between

    Among–দুই এর অধিক বস্তু/ব্যক্তির মধ্যে বোঝায়

    Between– দুইটি বস্তু/ব্যক্তির মধ্যে বোঝায়

    Example:

    • Incorrect: She had to choose among the two options.
    • Correct: She had to choose between the two options.
    • Incorrect: The secret was shared between the group.
    • Correct: The secret was shared among the group.

    Common Mistakes #6 – Who vs. Whom

    Who বাক্যে Subject হিসেবে ব্যবহৃত হয়, অপরদিকে whom Object হিসেবে ব্যবহৃত হয়। 

    • Incorrect: Whom is calling?
    • Correct: Who is calling?
    • Incorrect: To who should I address the letter?
    • Correct: To whom should I address the letter?

     

    Common English Grammar Mistake – Degree of Comparison

    Common Mistakes #1 – Doubling up

    যখন Comparative বা Superlative করবেন, ট্রাডিশনাল ‘most’, ‘more’ ব্যবহার থেকে বিরত থাকতে হবে similar adjective যদি বাক্যে উপস্থিত থাকে। 

    • Incorrect: That was my most happiest moment.
    • Correct: That was my happiest moment.
    • Incorrect: This restaurant is more better than the other.
    • Correct: This restaurant is better than the other.

    Common Mistakes #2 – Unbalanced Comparison

    দুটি জিনিস তুলনা করার সময় খেয়াল রাখতে হবে একই ধরনের বস্তু/ব্যক্তির তুলনা যেন করা হয়। 

    • Incorrect: She likes chocolate more than her brother.
    • Correct: She likes chocolate more than her brother does.
    • Correct: She likes chocolate more than she likes her brother.

    এখানে প্রথম বাক্যটিতে চকোলেট এর সাথে ভাই এর তুলনা করা হয়েছে যা ভুল। 

    Common Mistakes #3 – Not using Other and Else

    যখন একটি গ্রুপ/ব্যক্তি/বস্তুর তুলনা অপর একটি গ্রুপের সাথে করবেন যার একটি অংশ আগের ব্যক্তি/বস্তু/গ্রুপটি, তখন “other” or “else” ব্যবহার করুন। 

    উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজ করা যাক। 

    • Incorrect: Ayman is smarter than anyone in his class.
    • Correct: Ayman is smarter than anyone else in his class.

    এখানে Ayman এর তুলনা করা হয়েছে তারই ক্লাসের বাকিদের সাথে। তাই ‘else’ ব্যবহার করা হয়েছে। 

    • Incorrect: New York is bigger than any city in the US.
    • Correct: New York is bigger than any other city in the US.

    এই বাক্যটিতেও New York city, US এর একটি অংশ তাই ‘other’ ব্যবহৃত হয়েছে। 

    Common Mistakes #4 – Less vs. Fewer

    ‘Less’, ‘Fewer’ এর ভুল ব্যবহার English Grammar এ খুবই কমন। 

    Uncountable noun এর ক্ষেত্রে ‘Less’ ব্যবহৃত হয় এবং Countable Noun এর ক্ষেত্রে ‘Fewer’ ব্যবহৃত হয়। 

    • Countable Noun: যেসন noun গণনা করা যায়। যেমন: Apples, cars, people, books, etc
    • Uncountable Noun: যেসব noun গণনা করা যায়না। যেমন: Sugar, water, time, money, etc. 

    Examples of Fewer: 

    Incorrect: She has less books than I do.

    Correct: She has fewer books than I do.

     

    Incorrect: There are less cars on the road today.

    Correct: There are fewer cars on the road today.

     

    Incorrect: He made less mistakes this time.

    Correct: He made fewer mistakes this time.

     

    Incorrect: We need less chairs for the meeting.

    Correct: We need fewer chairs for the meeting.

     

    Incorrect: She drinks less cups of coffee now.

    Correct: She drinks fewer cups of coffee now.

     

    Examples of Less: 

    Incorrect: There is fewer water in the lake this year.

    Correct: There is less water in the lake this year.

     

    Incorrect: I have fewer money than I need.

    Correct: I have less money than I need.

     

    Incorrect: She showed fewer patience with the children.

    Correct: She showed less patience with the children.

     

    Incorrect: This recipe calls for fewer sugar.

    Correct: This recipe calls for less sugar.

     

    Incorrect: We spent fewer time on this project.

    Correct: We spent less time on this project.

     

    Common Mistakes #5 – Comparative and Superlative 

    Comparative & Superlative Degree ব্যবহারের সময় সঠিক adjective & adverb এর ব্যবহার করতে হবে। 

    Incorrect: This is the more important thing to remember.

    Correct: This is the most important thing to remember.

     

    Incorrect: She is the most talentedest singer here.

    Correct: She is the most talented singer here.

     

    Incorrect: He is the least happiest person I know.

    Correct: He is the least happy person I know.

     

    শেষ কথা 

    ইংরেজি গ্রামার সম্পূর্ণরুপে আয়ত্ত্ব করা challenging, তবে এই কমন ভুলগুলো সম্পর্কে আমরা যদি সাবধান থাকি অনেকটাই আমাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি পাবে। “Your” এবং “You’re” এর ভুল ব্যবহার, “There,” “Their,” এবং “They’re” এর মধ্যে বিভ্রান্তি, বা subject-verb agreement, modifier এর সমস্যা — এই ধরনের ভুলগুলো অনুশীলন ও মনোযোগের মাধ্যমে সহজেই সংশোধন করা সম্ভব। এই common mistakes গুলো তোমরা যদি বুঝে মনে রাখো এবং নিয়মিত প্র্যাকটিস করো তাহলে English writing কিংবা speaking, দুইক্ষেত্রেই ভুলগুলো এড়াতে পারবে এবং ইংরেজি ভাষার ব্যবহারে আরও আত্নবিশ্বাসী হয়ে উঠবে। 


    খুব সহজে ইংরেজি শিখতে আজই এনরোল করুন আমাদের ফ্রি কোর্সগুলোতেঃ

    তথ্যসূত্র


    টেন মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    এছাড়াও যেকোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।

    আপনার কমেন্ট লিখুন