হেঁয়ালিপনার রাজার গল্প শোনো : সুকুমার রায়
কুমড়োপটাশের কথা মনে আছে? ওই যে, যেই প্রাণীটা হাসলে, কাঁদলে এমনকি নাচলেও আমাদের সতর্ক থাকতে হয়। বেশ অদ্ভুত নিয়ম পালন করতে হয়। যেমন হাসির ব্যাপারটাই ধরা যাক। (যদি) কুম্ড়োপটাশ হাসে— থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ; ঝাপসা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিস্ফাসে ; …