এস.এস.সি. শেষে ছুটি কাটুক মনের মতো!
পুরোটা পড়ার সময় নেই ? ব্লগটি একবার শুনে নাও । টানা একমাস এস.এস.সি পরীক্ষা দেয়ার পরপরই মা বললো, “কালকেই পাশের বাসার আপুদের কাছ থেকে ইন্টারের বই নিয়ে আসবি।” বড় ভাই বললো, “এইটা তোর জীবনে কাটানো শেষ চিন্তামুক্ত ছুটি হবে। যদি তুই চাস, এই ছুটিটা ‘ছুটি’র মতো কাটাতে। এরপর তোর জীবনে ‘ছুটি’ শব্দটার সংজ্ঞা পাল্টে যাবে। …