যদি লক্ষ্য থাকে অটুট!
পুরোটা পড়ার সময় নেই ? ব্লগটি একবার শুনে নাও ! শাকিল নবম শ্রেণীতে বাণিজ্য বিভাগে পড়াশুনা করতো, তাকে রচনা লিখতে দেওয়া হল, “তোমার জীবনের লক্ষ্য”। সে কি লিখবে ভেবে পাচ্ছিলো না। স্যার তাকে লিখতে বললেন, “লিখে ফেল যে তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার লিখলে মার্ক ভালো পাবে।” এভাবে বাণিজ্য বিভাগে পড়ুয়া শাকিল শুধু মাত্র …