কীভাবে ইংরেজিতে নিজের পরিচয় দেবেন?

December 25, 2022 ...

আমাদের যখন ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার কিংবা ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয় তখন অনেক সময় কিছুদূর কথা বলার পর এমন হয় না যে আমরা ভাবছি আর কী বলবো? বা এমনও হতে পারে যে ইংরেজিতে কথা বলার কারণে, আমাদের মধ্যে এত ভয় কাজ করে যে আমরা এক-দুইটা লাইন বলার পর আর কোনো কথাই বলতে পারি না। এই রকম পরিস্থিতিতে আমরা সবাই কখনও না কখনও পড়েছি। ইংরেজিতে কথা বলা শেখার শুরুর দিকে এই পরিস্থিতিতে সবাই পড়ে।

অপরিচিত কারও সামনে ইংরেজিতে নিজের পরিচয় দিতে গেলে, নতুন কারও সাথে পরিচিত হওয়ার সময় এরকম অস্বস্তি টুকটাক সবারই হয় মোটামুটি। যখন আমরা অপরিচিত মানুষজনের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে যাই, বা নিজের পরিচয় ইংরেজিতে দিতে যাই তখন কিন্তু ছোট্ট এবং সহজ কিছু ধাপ অনুসরণ করলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। মাত্র ২টা সহজ ধাপই আপনার নিজের পরিচয় ইংরেজিতে দেওয়ার কাজটা অনেক সহজ করে দিবে।  

ধাপ ১: Introducing Yourself অর্থাৎ যেভাবে নিজের পরিচয় ইংরেজিতে দেবেন, 

ধাপ ২: How to Continue after Introduction অর্থাৎ যেভাবে ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার পর কথা চালিয়ে যাবেন।

ইংরেজিতে নিজের পরিচয় যেভাবে দেবেন । How to Introduce Yourself in English

শুরুতেই ধাপ ১ নিয়ে কথা বলা যাক অর্থাৎ ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া শেখা যাক। এই অনুশীলনের জন্যে ধরে নিলাম আমাদের কাছে দুইজন ব্যক্তি আছেন যারা পরস্পরকে নিজের পরিচয় ইংরেজিতে দেবেন। ধরি, তাদের নাম Person A এবং Person B. চর্চা করার সময় আপনি নিজেই Person A এবং B এর ভূমিকা অবলম্বন করতে পারেন আবার আপনার বন্ধুকেও সাথে নিতে পারেন।

চর্চার ধরণ যেমনই হোক না কেন, ধরে নেওয়া যাক Person A এবং B এর আজকে প্রথমবার দেখা হচ্ছে। এক্ষেত্রে আমরা কী করতে পারি? A B’কে দেখে প্রথমে বলতে পারেন “Hi.” এই কথার জবাবে B’ এর জবাব কী হতে পারে? B হয়তো তখন A’কে উত্তর দেবে “Hello.” বেশ সহজ! Hi এর উত্তর Hello! কিন্তু এর পরেই কি দুই বন্ধুর কথা শেষ? কথোপকথন কি আর এগোবে না? এই Hi/Hello এর পর কথা চালিয়ে নিয়ে যেতে চাইলে খুব সহজ ধাপে নিজের নামটা বলে ফেলুন। 

Hi, I am Munzereen. / Hi, I am Sadman. / Hi, I am Shuvo.

নাম তো বলা হলো, কিন্তু এতেই কি কথোপকথন শেষ? কথা আরও একটু এগিয়ে নিতে চাইলে আর কী করা যেতে পারে? নিজের নাম বলে ফেলার পর পাল্টা প্রশ্নে যার কাছে ইংরেজিতে নিজের পরিচয় দিচ্ছেন তার নাম জিজ্ঞেস করতে পারেন। 

যেমন- Hi, My name is Munzereen. What’s your name? 

এতে করে মূলত দু’টো কাজ হবে। প্রথমটি হলো আমি যার সাথে কথা বলছি তার থেকে তার নামটা জানা হবে এবং দ্বিতীয়ত তাকে এটা বোঝানো হবে যে আমি কথোপকথনটা চালিয়ে যেতে আগ্রহী। সুতরাং এই প্রশ্ন করা হলে আমি যাকে প্রশ্ন করছি অবশ্যই সে তার নাম আমাকে বলবেন, এক্ষেত্রে তার উত্তর হতে পারে –  

Hi, I am Sadman. / Hi, I am Shuvo.

কিন্তু এতটুকুর পরও কিন্তু কথোপকথন থেমে যাচ্ছে না। এরপরও কথা আরও এগিয়ে নেওয়া সম্ভব। আমি যখন অপর পক্ষকে নাম জিজ্ঞেস করছিলাম তখন কিন্তু আমি Contracted form এ জিজ্ঞেস করেছিলাম। What is your name? না বলে What’s your name? জিজ্ঞেস করেছিলাম। এখানে এই What’s কে বলা হয় Contarction. Native Speaker বা যারা ভীষণ ভালো ইংরেজিতে কথা বলে, তারা কখনও What is your name? এভাবে Full form এ কথা বলে না, তারা এই Contraction form এই কথা বলে থাকে। এই What is your name? কিংবা What’s your name? দু’টোর কোনোটিই কিন্তু ভুল নয়। শুধুমাত্র সুন্দর ইংরেজি কথা বলার জন্যে আজ থেকে আপনিও Contraction form ব্যবহার শুরু করতে পারেন। 

নাম তো জানা হলো। এরপর আমরা কী নিয়ে কথা বলবো?

ঘরে বসে Spoken English

কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    নিজের পরিচয় ইংরেজিতে দেওয়ার পর কথা চালিয়ে যাবেন যেভাবে

    এরপর হয়তো আমরা তার সাথে কুশল বিনিময় করতে পারি। যেমন- “How are you doing, Sadman?” অর্থাৎ তুমি কেমন আছো, সাদমান?অথবা আরও একটু সহজ করে যদি বলতে চাই তাহলে বলতে পারি, “How are you, Sadman?” দুটোর মানেই হলো সাদমান কেমন আছে সেটা জিজ্ঞেস করা। 

    এটা জিজ্ঞেস করার পর অবশ্যই আমরা তার থেকে একটা উত্তর পাবো। সেটা এমন হতে পারে, “I am fine.” অর্থাৎ “আমি ভালো আছি।” 

    কিন্তু এটুকুই আসলে যথেষ্ট নাকি আরেকটু Polite হওয়া যায় কিংবা Courtesy দেখানো যায়? এক্ষেত্রে উত্তরটি হতে পারে এরকম – 

    “I am fine. Thank you.” অর্থাৎ “আমি ভালো আছি, ধন্যবাদ।” অথবা, “I am fine. How about you?” 

    এই How about you? এর মানে হলো পাল্টা তার খোঁজ নেওয়া। অর্থাৎ, “আমি ভালো আছি। আপনার কী অবস্থা?” এভাবে আপনি আপনার নিজের কথা বলার ধরণ অনুযায়ী আপনার বন্ধুর খোঁজ নিতে পারেন। 

    চলুন শুরু থেকে এই পর্যন্ত যা যা শিখলাম তা এবার ছোট্ট করে একটা রিভিশন দিয়ে ফেলা যাক।

    Person A Person B
    Hello. Hi.
    My name is Munzereen. What’s your name?  My name is Sadman.
    Sadman, How are you? / Sadman, How are you doing?  I am fine. Thank you. How about you? 
    I am fine. / I am fine too.

    এখানে too ‘আমিও’ অর্থে ব্যবহৃত হয়েছে।  I am fine too. – মানে হলো “আমিও ভালো আছি।” 

    এই পর্যন্ত আমরা খুব সহজ কিছু বাক্যের মাধ্যমে শিখে ফেললাম কীভাবে আমরা নতুন কারও সাথে পরিচিত হওয়ার পাশাপাশি তার সাথে কথা চালিয়ে নিয়ে যেতে পারি। শুধু Hi/Hello বলেই কথোপকথন শেষ না করে সেটাকে খুব সহজেই আরও লম্বা করা সম্ভব। Hi/Hello এর পর আমরা তার নাম জানতে চাওয়ার পাশাপাশি সে কেমন আছে সেটা জিজ্ঞেস করলেও কথা অনেকটা এগিয়ে যায়। মাত্র দুটো ধাপ অনুসরণ করেই Hi/Hello এর পরেও আমাদের কথোপকথন চালিয়ে নিয়ে যেতে পারি। 

    এখন আমরা শিখবো কীভাবে এই কথোপকথন চালিয়ে নেওয়া যায়। আমরা প্রায় সময়ই ইংরেজিতে কথা বলতে গিয়ে কথা হারিয়ে ফেলি, কী বলবো বুঝতে পারি না। এই সমস্যার সমাধান কী হতে পারে? লেখাটির এই অংশ থেকে আমরা শিখবো ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া ও কুশল বিনিময়ের পর কীভাবে কথোপকথন চালিয়ে যেতে পারি। 

    ধরা যাক, আমরা আবারও সাদমানের সাথে কথা বলছি। হতে পারে সাদমান আপনার কাছে জানতে চাইতে পারে, 

    “Hey, what do you do?”

    এখানে একটা মজার Grammar Hack আছে। What do you do? এই কথাটায় You শব্দটির আগে ও পরে একটি করে Do আছে। You এর আগের Do টি এখানে Helping Verb এর কাজ করে। এই Helping Verb টি এখানে বাক্যের Subject কে সাহায্য করছে। এজন্যই এর নাম Helping Verb. You এর পরের Do টি হলো Main verb. 

    “Hey, what do you do?” – এর মানে হলো সাদমান আপনার কাছে আপনার পেশা সম্পর্কে জানতে চাইছে। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন আপনি উত্তরে বলতে পারেন, 

    “I’m a teacher.”

    আপনি ডাক্তার হলে বলবেন, 

    “I’m a doctor.”

    আপনি ব্যবসা করলে বলবেন, 

    “I’m a businessman.”

    “Hey, what do you do?”– এই কথাটার উত্তর হবে আপনি পেশায় কী করেন সেটা। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বলতে পারেন, “I’m a student. I study in class 10.”


    ইংরেজিতে সময় কীভাবে বলবেন How to tell time in Englishআরো পড়ুন: ইংরেজিতে সময় কীভাবে বলবেন


    এখানে একটি পরিচিত ভুল কম-বেশি আমরা সবাই করি। আমরা প্রায়ই বলি, “I am study in class 10.” যেটা আসলে ভুল। এই ভুলটা হওয়ার কারণ মূলত আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে ‘I’ এর পরে  ‘am’ বসে। কিন্তু কোন পরিস্থিতিতে ‘am’ বসে সেটা মনে রাখাও বেশ জরুরি। ‘I’ এর পর কেবল ২টি ক্ষেত্রে ‘am’ বসে। যথা –

    ১) Verb + ing form ব্যবহৃত হলে ‘I’ এর পর ‘am’ বসে।

    I am teaching you. 

    ২) No verb অর্থাৎ বাক্যে কোনো verb না থাকলে। 

    I am fine. 

    এখন “I study in class 10.” এই বাক্যে কিন্তু এরই মধ্যে একটা strong verb ‘study’ আছে। তাই এই বাক্যে আর কোনো Helping verb এর প্রয়োজন নেই। এই কারণেই “I am study in class 10.” এই বাক্যটি আসলে ভুল। 

    how to tell time in English, Clock reading in English, English time
    ইংরেজিতে কথোপকথন করতে গেলে অনেক সময় দরকার হতে পারে সময় জানা কিংবা জানানো

    পেশা জানা হলো। আর কী নিয়ে কথা বলা যায়? ধরা যাক, সাদমান যার সাথে কথা বলছে তার নাম শুভ। সাদমান এখন শুভকে জিজ্ঞেস করবে যে শুভ কোথায় থাকে। সেটা কীভাবে করবে? 

    “Where do you live?” এর মানে হলো, “আপনি কোথায় থাকেন?” এবার বলুন তো এটার উত্তর কী হবে? 

    “I live in Dhaka.” নাকি “I am live in Dhaka.” এটা আপনাদের কাছে প্রশ্ন। 

    ধরা যাক, আপনি বলতে চাচ্ছেন আপনি ঢাকার ধানমন্ডিতে থাকেন। কীভাবে বলবেন সেটা? 

    “I live at Dhanmondi in Dhaka.” 

    প্রশ্ন আসতেই পারে Dhanmondi এর আগে at আবার Dhaka এর আগে in কেন বসলো? এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। বাক্যে যখন একই সাথে দুটো জায়গার কথা উল্লেখ থাকে তখন যে জায়গা আয়তনে ছোট সেটার আগে at এবং যেটি বড় সেটার আগে in বসে। “I live at Dhanmondi in Dhaka.” এই বাক্যে Dhaka Dhanmondi থেকে আয়তনে অনেক বড়। তাই Dhanmondi এর আগে at আবার Dhaka এর আগে in বসেছে। 

    বড় এলাকা = in

    ছোট এলাকা = at

    সাদমান এরই মধ্যে জেনে গেছে শুভ কী করে, কোথায় থাকে এসব ব্যাপারে। কথা কি এখানেই থেমে যাবে? আর কি এগোনো সম্ভব না? কথা আরও এগিয়ে নেওয়া যায় কী করে? এবার হয়তো সাদমান শুভকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারে। যেমন, শুভর শখ কী? কীভাবে সেটা করা যেতে পারে? 

    “What are your hobbies?” 

    অর্থাৎ আপনি অবসরে সময়ে কী করেন? এখানে অবসর অথবা Free time এর বদলে Spare time কথাটিও ব্যবহার করতে পারেন। 

    “What do you like to do in your spare time?” 

    আরেকটু সুন্দর করে বলতে চাইলে,

    “What do you like to do in your leisure time?”

    এখন শুভ উত্তরে কী বলবে? সে হয়তো বলবে, 

    “I love to play cricket.” 

    আরেকটু সহজে বলতে চাইলে বলতে পারে। 

    “I love playing cricket.” 

    আরও সহজ করে বলতে চাইলে বলবে,

    “I love cricket.”

    ধরা যাক, শুভ মুভি দেখতে ভালোবাসে। তখন সে বলতে পারে, 

    “I love to watch movies.” 

    যখন আমরা টিভিতে কিছু দেখার কথা বলি তখন সেখানে See এর পরিবর্তে Watch হয়। 

    শুভ নিজেও এবার সাদমানকে তার শখের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। কীভাবে? 

    “What do you like to do in your spare time?” 

    অর্থাৎ, আপনি অবসরে কী করতে পছন্দ করেন? এটার উত্তর কীভাবে দিতে হবে সেটা কিন্তু আপনারা শিখেই গেছেন এরই মধ্যে। 

    Spoken English for Kids

    কোর্সটি করে যা শিখবেন

  • ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি
  • দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা
  • বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
  •  

    ধরা যাক, সাদমান আর শুভ একসাথে ইংরেজিতে কথা বলার চর্চা করতে চায়। বেশ ভালো আইডিয়া, তাই না? তাহলে তারা সেটা নিয়ে কীভাবে কথা বলতে পারে? সাদমান হয়তো বলতে পারে, 

    “Can we practice speaking English together?” এর মানে হলো আমরা কি একসাথে ইংরেজিতে কথা বলার চর্চা করতে পারি? 

    দেখা গেলো শুভর এই আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে। এখন সে কী বলতে পারে? 

    “Of course.” মানে অবশ্যই। অথবা “That will be great.” মানে তাহলে তো খুবই ভালো হবে। 

    অথবা এটাও বলতে পারে, “I’d love that.” মানে আমার খুবই ভালো লাগবে যদি এটা করা হয়। অথবা, “Splendid.” মানে হলো অসাধারণ। 

    দেখলেন তো, যখন কেউ এভাবে আপনাকে ইংরেজিতে একসাথে কথা বলা চর্চা করার আইডিয়া দেয় তার উত্তর আপনি অনেক সুন্দরভাবে অনেক কিছু বলে দিতে পারেন। 

    এরপরেও আপনাদের কথোপকথন চালিয়ে নেওয়া সম্ভব। এরপর সাদমান হয়তো শুভকে জিজ্ঞেস করতে পারে, 

    “Do you have any friends who speak English?” অর্থাৎ আপনার কি কোনো বন্ধু আছে যে ইংরেজিতে কথা বলে? এটার উত্তরে শুভ হয়তো বলতে পারে, “Yes, I do.” অর্থাৎ আমার এমন অনেক বন্ধু আছে যারা ইংরেজিতে কথা বলে। 

    এরপর ধরা যাক সাদমান শুভকে বলবে ওদের সব বন্ধুদের নিয়ে একটা গ্রুপ চ্যাট খুলে সেখানে ইংরেজি বলা চর্চা করা শুরু করার কথা। কীভাবে বলা যায়? 

    “Can we open a group with these friends to practice speaking English together?” 

    অর্থাৎ, আমরা সবাই মিলে একটা গ্রুপ চ্যাট খুলে সেখানে ইংরেজি বলার চর্চা করতে পারি? এই আইডিয়াটি যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে আপনি বলতে পারেন, “That’s a fantastic idea.” অর্থাৎ আইডিয়াটা খুবই ভালো। অথবা “That is a superb idea.” দুটোর মানেই এক। এই কথাটি বেশ এনার্জি দিয়ে বলবেন যাতে করে আপনার ইচ্ছেটাও প্রকাশ পায়। 

    এভাবেই আমরা নতুন কোনো ব্যক্তির সাথে ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার পরেও আরও অনেকক্ষণ কথোপকথন চালিয়ে যেতে পারবো।


    IELTS-এর ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করুন এই লিঙ্কে: Book Your Free Class @ 10MS English Centre, Uttara


    আমাদের ইংরেজি শেখার কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: www.10minuteschool.com

    আপনার কমেন্ট লিখুন