বুদ্ধিকে শান দিতে ৭টি মজার স্মার্টফোন গেমস

August 13, 2018 ...

টেন মিনিট স্কুল আবার গেম খেলতেও অনুপ্রেরণা যোগায়? উত্তরে বলবো ‘হ্যাঁ’। সঠিক এবং শিক্ষাসহায়ক হিসেবে যদি কোনো গেম বা অ্যাপ ভূমিকা রাখতে পারে তাহলে সেটাও আপনার শেখার একটি পরোক্ষ অংশ। আমাদের মস্তিষ্ক পাঠ্যবইয়ের পড়া নিয়ে বেশ ভালোই ব্যস্ত সময় কাটায়। কিন্তু আমাদের বুদ্ধিমত্তা কি মুখস্ত পড়ার মতোই কার্যক্ষম? সেটা জানতে হলে অবশ্যই বুদ্ধির পরীক্ষা নেয়া প্রয়োজন। বুদ্ধিকে নিয়ে যতো খেলা হবে, সঠিক সময়ে বুদ্ধি ততোই কাজ করবে।

তাই বুদ্ধিকে কখনোই ছুটিতে বসিয়ে রাখা উচিত না। বুদ্ধিকে জাগিয়ে রাখুন। বুদ্ধিমত্তাকে যতো শান দেয়া যায় তা ততো তীক্ষ্ণ হয়ে ওঠে। কমে যায় বিষণ্ণতা, পাওয়া যায় অবসর সময়ে হালকা বিনোদন। এই বিনোদনের প্যাকেটে মোড়ানো খাবারটি আপনার মস্তিষ্কের জন্যও আদর্শ, যদি তা সঠিকভাবে ব্যবহার করে থাকেন। তাই অবসর সময়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর চেয়ে যদি একটু মস্তিষ্কের ব্যায়াম সেরে নেয়া যায়, তাহলে কিন্তু মন্দ নয়। তাই বুদ্ধিকে শান দিতে এমনই দারুণ ৭টি মজার স্মার্টফোন গেমস-এর কথা উল্লেখ করছি।

Lumosity: Daily Brain Games

বেশ সাড়া জাগানো এবং তালিকায় প্রথমে রাখার মতো একটি অ্যাপ। Lumos Labs Inc. এর আনা এই ধারালো বুদ্ধিমত্তাভিত্তিক গেমটি বিভিন্ন ধাঁচে খেলতে পারবেন। Problem Solving, Creative Thinking, Puzzle Solving, Logic Games ইত্যাদি ক্যাটাগরীতে সাজানো দারুণ একটি অ্যাপ যা পিসিতেও ব্যবহার করতে পারবেন। মস্তিষ্কের জন্য গ্লুকোজের পাশাপাশি এই অ্যাপটিও একটি দারুণ ভার্চ্যুয়াল খাবার বলা চলে।

luminosity

প্রায় ৯০ মিলিয়নের উপরেও ব্যবহারকারী আছে যা অন্যান্য পাজল গেমের থেকে কম। আর তার কারণ হচ্ছে এই গেমটির পুরোপুরি স্বাদ পেতে প্রতি মাসে প্রায় ১২ ডলার খরচ করতে হবে, যার কারণে অনেকে আগ্রহ হারিয়ে ইনস্টল করা থেকেই বিরত থাকে।

তবে ফ্রিতেও আপনি এর কিছুটা সুবিধা নিতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস সহ যে কোনো প্ল্যাটফর্মের জন্যই উন্মুক্ত এই দারুণ গেমটি।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=com.lumoslabs.lumosity

Mind Games

আমার ফোনের প্রথম ইনস্টল করা ব্রেইন গেম এটি। এই গেমটি বিভিন্ন ক্যাটাগরীতে সাজানো তাই শব্দ নিয়ে, পাজল মিলিয়ে, ম্যাথ নিয়েও গেম খেলে বুদ্ধির চর্চা চালিয়ে যেতে পারবেন বেশ। এই গেমের একটি চমকপ্রদ বিষয় হচ্ছে মাইন্ড গেম খেলতে খেলত অ্যাপটি বুঝে নিতে পারে আপনার কোথায় দূর্বলতা রয়েছে। সেই অনুযায়ী আপনার স্কিলকে আরও ঝালিয়ে নেয়ার জন্য কাজ করে যা আপনি টেরও পাবেন না। প্রায় ২০টির মতো স্কিল পয়েন্ট সেট আপ করা আছে এই গেমে। আপনার বয়স অনুযায়ী আপনার মগজধোলাই করবে এই গেমটি এবং চার্ট আকারে আপনার অর্জন করা সাফল্যের একটি রেকর্ড দেখে নিতে পারবেন সহজেই। আবার ভোক্যাবুলারির ভান্ডারও ভারী করার অন্যতম সেরা মাইন্ড গেম এটি।

screen 0

ডেভেলপার Mindware Consulting Inc. এর আনা এই গেমটি অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো প্ল্যাটফর্মেই বিনামূল্যে পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=mindware.mindgames

4 Pics 1 Word

Lotum GmbH ডেভেলপারের আনা এই গেমটি বেশ সহজ। যে কোনো বয়সের সবার জন্যই এটি উপযুক্ত।

প্রথমে আপনাকে ৪টি ছবি এবং এলোমেলো কয়েকটি শব্দের ভাণ্ডার দেয়া হবে, আপনাকে বের করতে হবে ছবিটির ক্ষেত্রে কোন শব্দটি উপযুক্ত। একদমই সহজ, তাই না? কিন্তু না! প্রথম প্রথম আপনি সবগুলো পারলেও যত সামনে এগিয়ে যাবেন তত কঠিনতর হতে থাকবে। অবসর সময়ে ফেসবুকে অযথা নিউজফিড না ঘেঁটে এই গেমটি খেলতে পারেন। শব্দভাণ্ডারে কয়েকটি নতুন শব্দ পেয়েও যেতে পারেন, বুদ্ধিমত্তাও ঝালাই করা হয়ে গেল!

download 1

এই গেম খেলার জন্য কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, কিনতেও হয় না। তবে আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে ইনস্টল করে নেয়ার পাশাপাশি ইচ্ছে করলে In-app purchases থেকে কিনেও নিতে পারেন। গেমের জনপ্রিয়তা আমাকে বেশ অবাক করেছে। প্রায় ২২ কোটি ব্যবহারকারী অবশ্যই গেমটি খেলে অবসর কিছু সময়কে দারুণ কাজে লাগাচ্ছেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=de.lotum.whatsinthefoto.us

Microsoft Office 3 in 1 Bundle

কোর্সটি করে যা শিখবেন:

  • মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ও মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সকল দিকনির্দেশনা।
  • একাডেমিক লাইফে পেপার বা অ্যাসাইনমেন্ট লেখাসহ সকল ডকুমেন্ট তৈরির পদ্ধতি।
  •  


    আরও পড়ুন:

    মাইক্রোসফট ওয়ার্ড কী? জেনে নিন মাইক্রোসফট ওয়ার্ড -এর কিছু কার্যকরী ব্যবহার

    নামাজ পড়ার নিয়ম: কোন নামাজ কত রাকাত ও নামাজের ফরজ কয়টি?


    2048

    পাজল বা ধাঁধাঁ গেমের মধ্যে এটি বেশ ভালোই ধারালো। Ketchapp ডেভেলপরারের আনা এই গেমটি খেলার ধরন সহজ হলেও যত বেশি বোর্ড নির্বাচন করবেন, তত সর্ষে ফুল দেখতে পাবেন। তবে মস্তিষ্কের ব্যায়ামের জন্য এই গেমটি আদর্শ বলেই মনে হচ্ছে। এখন আসি কিভাবে খেলবেন?

    প্রথমেই আপনাকে আপনার নির্বাচন করা বোর্ড অনুসারে অনেক এলোমেলো সংখ্যা দেয়া থাকবে। সংখ্যাগুলোকে আপনার পছন্দমত সংখ্যার উপর টেনে নিয়ে বসাতে হবে। কিন্তু শর্ত একটাই, শেষে রেজাল্ট আসতে হবে ২০৪৮! তা যেভাবেই হোক না কেন। অনেক কাছাকাছি গিয়েও আবার শুরু থেকে পরিকল্পনায় পরিবর্তন এনে দেয় এই বুদ্ধিমত্তামূলক গেমটি। ৪×৪, ৫×৫, ৬×৬ এবং ৮×৮ পর্যন্ত বোর্ড নির্বাচন করে গেমটি খেলা যাবে।

    2048

    অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা সহজেই গেমটি ইনস্টল করে নিতে পারবেন। আইওএস ব্যবহারকারীরা ইচ্ছে করলে গেমটি কিনেও ফেলতে পারেন।

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

    https://play.google.com/store/apps/details?id=com.androbaby.game2048

    Shadowmatic

    অসাধারণ ভিজ্যুয়াল এবং রিল্যাক্সিং সাউন্ডের সংমিশ্রণে সম্পূর্ণ বুদ্ধিমত্তাভিত্তিক এই পাজল গেমটি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে। শুধু তাই-ই নয়, টাইমস, সিনেট, দ্য গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টের বিচারেও ২০১৫ সালের সেরা ব্রেইন গেম হিসেবে জায়গা পায় Shadowmatic। এই গেমটি ফ্রিতে খেলতে গেলে আপনি ১২ লেভেল পর্যন্ত যেতে পারবেন, কিন্তু এতে মনের তৃপ্তি সম্ভব নয়। তাই বাকি পর্বগুলো আনলক করতে হলে অবশ্যই In-App Purchase থেকে কিনতে হবে। প্রায় ৪ ডলারের মতো খরচ পড়লেও এই অসাধারন ব্রেইন গেমটি আপনাকে মোটেও হতাশ করবে না।

    shadpwm

    প্রায় ১০০টি লেভেল এবং ১২টি ভিন্ন পরিবেশ নিয়ে গেমের গ্রাফিক্সের সাথে অসাধারণ সাউন্ড আপনার মনোযোগকে ধরে রাখতে সহায়তা করবে। একটি বস্তুকে এমনভাবে মেলাতে হবে যেন ছায়ায় একটি অর্থপূর্ণ দৃশ্যের উপস্থিতি দেখা যায়। সুতরাং আর দেরী না করে এই মজার গেমটি ইনস্টল করে নিন আর বুদ্ধিকে শান দিন নিয়মিত।

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

    https://play.google.com/store/apps/details?id=com.triadastudio.shadowmatic

    Cut The Rope Series

    এই গেমটি একটি সিরিজ গেম। ইতোমধ্যে অনেকেই হয়তো খেলেছেন। অনেকগুলো ভার্সন আছে। Cut The Rope 2, Cut The Rope 3, Cut The Rope: Time Travel, Cut The Rope: Experiments ইত্যাদি। আইফোন ব্যবহারকারী ৩.৯৯ ডলারের বিনিময়ে পুরো প্যাকেজটি কিনে নিতে পারেন।

    গেমটি খেলা সহজ। ক্যান্ডি তো সবারই পছন্দ, আর আপনার প্রিয় ক্যান্ডিকেই হাতমুঠো করতে হবে দঁড়ি কেটে কেটে। শুনতে সহজ? কিন্তু যত লেভেল বাড়বে, ক্যান্ডিও তত কঠিন অবস্থানে থেকে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। যুক্তরাজ্যের ডেভেলপার কোম্পানি ZeptoLab এর আনা এই পাজল গেমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯৬০ মিলিয়ন।

    অবসর সময়ে বুদ্ধি শান দিতে এই গেমটিও কিন্তু মন্দ নয়। অ্যান্ড্রয়েড বা আইওএস সব প্ল্যাটফর্মের জন্যই বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

    https://play.google.com/store/search?q=cut%20the%20rope&c=apps

    Two Dots

    Playdots ডেভেলপারের সৌজন্যে এই গেমটি দেখতে সাধারণ গেমের মতো হলেও অ্যাপলের অ্যাপ স্টোরে গেমের সাইজ প্রায় ৩০০ মেগাবাইট। যাই হোক পাজলভিত্তিক গেমের মধ্যে এই গেমটিও বেশ জনপ্রিয়। মস্তিষ্ককে ভালোই পরিশ্রমী করে তুলতে পারে এই গেমটি। গেমটি খেলাও বেশ সহজ, একই রঙের দুই বা ততোধিক ডটগুলো একই লাইন বা চতুর্ভূজাকারে সংযোগ করতে হয়। তবে ১৩৬০ লেভেল নিয়ে বানানো এই গেমটি প্রতি ধাপে ধাপেই যে কঠিনতর হবে তা অনুমান করা যায়।
    download 1 1

    এই গেমের আরেক আকর্ষণীয় দিক হলো সুন্দর মিউজিক। অ্যান্ড্রয়েড কিংবা আইওএস সহ যে কোনো প্ল্যাটফর্মের জন্যই বিনামূল্যে উন্মুক্ত এই পাজল গেমটি।

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটির ডাউনলোড লিংক:

    https://play.google.com/store/apps/details?id=com.weplaydots.twodotsandroid

    অবসর সময়টাকে বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা মস্তিষ্কের জন্য বাড়তি খাবার, যা মস্তিষ্ককেই সুস্থ রাখে। আর এই সময়টাতে যদি খেলার মাধ্যমে শেখা যায় এবং বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে মস্তিষ্কে শান দেয়া যায়, তাহলে কিন্তু আপনি সঠিক পথেই আছেন। তবে অবশ্যই টেন মিনিট স্কুল কখনোই সময়ের অপচয়কে সমর্থন করে না। তাই শুধুমাত্র অবসর সময়ে চিত্ত বিনোদনের মাধ্যম হিসেবে গেমগুলোর কথা বলা হয়েছে যা আপনার আইকিউ পাওয়ার বাড়াতে সাহায্য করবে। তাই গেমগুলো আপনার নেশার কারণ যেন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন।


    আমাদের কোর্সগুলোর তালিকা:



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com


     

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন