কথায় বলে, মানুষ অভ্যাসের দাস। অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমাদের কিছু বিশেষ অভ্যাস বা ব্যবহার আমরা কাটিয়ে উঠতে পারি না বা চাই না। রাত জাগা, বেশি ফাস্টফুড খাওয়া – এরকম অনেক বদ অভ্যাসই আমাদের জীবনযাত্রার প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এরকম কিছু অভ্যাস বাদ দিতে আমরা সবাই চাই, কিন্তু বেশিরভাগ সময়ই নিজের প্রবৃত্তির কাছে হার মানতে হয় আমাদের।
কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে যেকোন অভ্যাসই বাদ দেয়া সম্ভব। কিছু কিছু অভ্যাস ত্যাগ করতে হয়তো কষ্ট হতে পারে, নিজের উপর নিজের কঠোর হবার প্রয়োজন হতে পারে, কিন্তু আখেরে লাভ নিজেরই হবে। তাই দেখে নেয়া যাক কিছু পদ্ধতি, যা সাহায্য করবে যেকোন বাজে অভ্যাস কাটিয়ে উঠতে।
কত সময় লাগতে পারে?
২১-দিনের নিয়ম বলে একটি কথা খুবই প্রচলিত। এই থিওরি অনুসারে, যেকোন অভ্যাস বাদ দিতে ঠিক ২১ দিন সময় লাগা উচিত। ডঃ ম্যাক্স মালটজের বিখ্যাত ‘সাইকো-সাইবারনেটিক্স’ গবেষণা অনুসারে এই তত্ত্বটি আসে, যা পরবর্তীতে অনেক বিশেষজ্ঞ নিজের কাজে ব্যবহার করেছেন। মানসিক চিকিৎসা থেকে শুরু করে খেলার জগত – সবখানেই ২১-দিন নিয়ম প্রচলিত আছে।
তবে একটা জিনিস বুঝতে হবে, ২১-দিনের নিয়মটি কোনো বৈজ্ঞানিক সত্য নয়। তাই ২১ দিনের মাথায় কোনো অভ্যাস ত্যাগ না করতে পারলে, এটা ভাবার দরকার নেই যে, সে অভ্যাসটি ত্যাগ করা একেবারেই অসম্ভব।
একেকজন মানুষের মানিয়ে নেবার ক্ষমতা একেক রকম – একইভাবে, একেকজনের সমস্যাও ভিন্ন। একটা খারাপ অভিজ্ঞতা বা খারাপ অভ্যাসকে পাশ কাটাতে যদি কারো বেশি সময় লেগে যায়, হতাশ হবার কিছু নেই। নিষ্ঠার সাথে লেগে থাকাটাই গুরুত্বপূর্ণ – একদিন সাফল্য ধরা দিতে বাধ্য।
ইউসিএলের একটি গবেষণা অনুসারে, ১৮-২৫৪ দিনের মধ্যে মানুষ যে কোন অভ্যাস ছেড়ে দিতে পারে। তাই কোন অভ্যাস ত্যাগ করতে যদি এক বছরের কাছাকাছি সময় লেগে যায়, তখন পেশাদারি সাহায্য নেয়া উচিত।
অভ্যাস কাটাতে অভ্যাস গড়ুন:
কোন পুরনো অভ্যাস যখন ছাড়বেন, তখন সে অভ্যাসের বিপরীতে নতুন অভ্যাস গড়ে তোলাই শ্রেয়। কোন কার্যক্রমকে নতুন কার্যক্রম দিয়ে স্থানান্তর করা সবসময়ই ভালো। একটা দীর্ঘদিনের অভ্যাস চট করে ছেড়ে দিয়ে নিষ্কর্ম বসে থাকা খুবই অস্বাস্থ্যকর, কেননা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
আপনার নিজের অভ্যাসগুলোকে জয় করতে আপনিই সবচেয়ে ভালো পারেন
ধরা যাক, আপনার ধূমপানের বদ অভ্যাস আছে। ধূমপানের কারণে নিকোটিন আসক্তি ছাড়াও পুরো কাজটার ওপর একটা মানসিক নির্ভরতা এসে যায়। তাই আপনি যদি চট করে ধূমপান ছেড়ে দিয়ে বসে থাকেন, কয়েকদিন পরেই আপনার মধ্যে চলে আসবে একটা ভয়াবহ আগ্রহ – ইচ্ছে করবে আবার ধূমপান শুরু করতে।
তাই এই বাজে স্বভাবটাকে রিপ্লেস করুন কোনো ভালো কিছু দিয়ে। খালি জায়গাটি পূরণ হয়ে গেলেই আপনি অনায়াসে ছেড়ে দিতে পারবেন বাজে অভ্যাসকে।
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
মনের জোর চাই:
অনেক ক্ষেত্রেই অভ্যাস ভাঙবার জন্যে সময় বা পরিবেশের চেয়ে মনের জোরটা বেশি জরুরি। বিভিন্ন মানুষের ক্ষেত্রে সময়ের পরিমাণটা ভিন্ন হবার কারণ এটাই।
আপনার নিজেকে প্রথমেই জিজ্ঞেস করতে হবে, আপনার অভ্যাসকে ভাঙতে আপনি কতটা বেশি করে চাইছেন। দ্বিতীয়ত, আপনার অভ্যাসটি কতটা গভীর?
আপনি যদি স্বভাবেই আরামপ্রিয় হন, তাহলে আপনার জন্যে ব্যায়াম শুরু করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আপনার মনে হতে পারে যে, এই নতুন অভ্যাসটা আপনার জন্যে খুব একটা সুফল বয়ে আনছে না।
কিন্তু যদি বিষয়টা আপনি নিজের দীর্ঘজীবিতা, সুস্থ জীবনের অনুষঙ্গ হিসেবে দেখেন, আপনার মনে চমকেই জেগে উঠবে ব্যায়াম করবার সুতীব্র ইচ্ছা। তখন দেখবেন, নিজের থেকে মনে জোর পাচ্ছেন রোজ সকালে দৌড়াবার।
আপনার স্বাস্থ্য সবার আগে। আপনার নিজের অভ্যাসগুলোকে জয় করতে আপনিই সবচেয়ে ভালো পারেন। নিজেকে নিজেরই প্রোগ্রাম করে নিতে হবে, আর তার মাধ্যমেই আপনি জয় করবেন যেকোন বাজে অভ্যাসকে।
ঘরে বসে Freelancing
কোর্সটি করে যা শিখবেন:
১০ মিনিট স্কুলের লাইভ এডমিশন কোচিং ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারো এই লিঙ্কে: www.10minuteschool.com/admissions/live/
১০ মিনিট স্কুলের ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: write@10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন