কীভাবে ইংরেজিতে নিজের Daily Routine নিয়ে কথা বলবেন

January 1, 2022 ...

আজকে আমরা আমাদের daily routine নিয়ে English এ কথা বলা শিখবো। আমি আপনাদের ২০টা বাক্যের মাধ্যমে আমার পুরো daily routine টা বলবো। আপনারা same words, sentence structure use করে just আপনাদের রুটিন অনুযায়ী change করে নিবেন। চলেন শুরু করি!

২০টা বাক্যের মাধ্যমে আমার পুরো daily routine

1. I usually wake up at 8’oclock. The first thing I do is check my phone. (মানে আমি ৮ টায় ঘুম থেকে উঠি এবং সবার প্রথম আমি আমার বিছানাটা গুছাই।)

2. Then I brush my teeth and wash my face. এরপর আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই।)

3. After that, I make my breakfast. (এরপর আমি আমার সকালের নাস্তা বানাই।)

রোজার সময় কিন্তু রুটিন একটু change হয়ে যায় সবার, তাই না? So, আমার যদি এখানে sentence টা change করতে চাই হয়তোবা বলবো, After that, I go for a walk.’

সবার জন্য Vocabulary

কোর্সটি করে যা শিখবেন:

  • মুখস্থ করা ছাড়াই ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় অসংখ্য শব্দ খুব সহজেই মনে রাখার বিভিন্ন পদ্ধতি।
  • বিভিন্ন পরিস্থিতিতে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা।
  •  

    4. Then I have my breakfast around 8:30. (তারপর আমি আমার সকালের নাস্তা ৮.৩০ এ খাই।)

    5. I leave home around 9 in the morning for work.

    (মানে, আমি নয়টার দিকে কাজের জন্য বের হই।)

    চিন্তা করেন আমরা কিন্তু অনেকদিন ঘর থেকে বের হই না। So, এক্ষেত্রে আমরা এটাকে just আমরা next কী করি সেটা দিয়ে replace করে দিবো।

    6. I go to work by a bus. (মানে, আমি বাসে করে কাজে যাই।)

    আপনি গাড়ি দিয়ে গেলে বলবেন, ‘I go to work by car.’

    কীভাবে ইংরেজিতে নিজের Daily Routine নিয়ে কথা বলবেন
    Source: Dreamstime

    7. Once I reach office, I note down my tasks and get to them. (আমি অফিসে পৌঁছে কাজ লিখে নেই ও একে একে শুরু করে দেই।)

    8. I have my lunch at 2 pm. (আমি দুটোর দিকে মধ্যাহ্নভোজ করি।)

    9. I wrap up my work around 6 and leave around 6:15.

    Wrap up মানে কী, জানেন? মানে আমি ছয়টার দিকে আমার কাজ গুছিয়ে শেষ করে ফেলি, ও সোয়া ছয়টার দিকে বের হয়ে যাই।

    10. After reaching home, I freshen up, and spend time with my family.

    Freshen up মানে হলো আমি হাত মুখ ধুয়ে অথবা shower করে আমার family সঙ্গে সময় ব্যয় করি।

    11. I usually have tea with my parents around 7. (আমি সাতটার দিকে আমার বাবা-মার সাথে চা খাই।)

    12. After having tea, I usually check my email or check up with my friends on Facebook.

    (মানে, চা খাওয়ার পর আমি আমার ইমেইল চেক করি অথবা ফেসবুকে আমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলি।)

    ঘরে বসে Spoken English

    কোর্সটি করে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা, ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা
  •  

    13. I usually have dinner around 9:30pm. (মানে আমি ৯.৩০ এর দিকে ডিনার করে ফেলি।)

    14. I say my prayers around 10pm. (আমি দশটার দিকে নামাজ পড়ি।)

    খেয়াল করে দেখুন আপনি পাঁচবার নামাজ পড়লে কিন্তু এই বাক্যটা আমাদের পাঁচবার বলতে হবে।

    15. Around 10:30, I usually brush my teeth and wash my face. (১০.৩০ এর দিকে আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুয়ে নেই।)

    16. Then I read a book for a while. (এরপর আমি কিছুক্ষণ বই পড়ি। )

    17. I usually hit the bed by 11:30pm.

    (আমি ১১.৩০ এর দিকে ঘুমিয়ে পড়ি।)

    এখানে hit the bed মানে কী, জানেন? মানে ঘুমিয়ে পড়া।

    কীভাবে ইংরেজিতে নিজের Daily Routine নিয়ে কথা বলবেন
    Source: VectorStock

    এই হয়ে গেল কিন্তু পুরা daily routine! এই বাক্যগুলো ব্যবহার করে আমাকে আপনাদের daily routine! সম্পর্কে জানিয়ে দেবেন কিন্তু!


    আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন: 



    ১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

    দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

    আপনার কমেন্ট লিখুন