আজকে আমরা ইংরেজি কিভাবে হ্যাঁ ও না বলা যায় তা শিখব।
আমরা কিন্তু সবসময় হ্যাঁ ও না চিন্তার সময় ইংরেজিতে yes আর no এই দুটোর মধ্যে থাকি। কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর way তে আমরা হ্যাঁ ও না বা yes or no বলা possible। আজকে আমরা সেগুলোই শিখবো।
ঘরে বসে Spoken English
কোর্সটি করে যা শিখবেন:
ইংরেজিতে হ্যাঁ বলবেন যেভাবে
প্রথমে শুরু করে দেই আমরা যদি কোনো প্রশ্নোউত্তর বা কোনকিছুর জবাবে (yes) বলতে চাই তবে yes এর পরিবর্তে কি কি বলতে পারি: প্রথমে সবচেয়ে সহজ একটা দিয়ে শুরু করি
Absolutely
কেউ একজন আপনাকে জিজ্ঞেস করল আপনি কি তার জন্য কিছু একটা করে দিতে পারবেন? আপনি হয়তো জবাবে অবশ্যই বলতে চান সেক্ষেত্রে আপনি ইংলিশে বলবেন,
Absolutely.
Absolutely মানে অবশ্যই।
No worries
এরপর একটু Informal situation হয়তো বা আপনি বলতে চাচ্ছেন কোন প্যারা নাই বা কোনো চিন্তা নাই এ ধরনের জবাব যখন আপনি Yes এর পরিবর্তে দিতে চাচ্ছেন তখন কিন্তু আপনি Easily No Worries এটাও বলতে পারেন।
No worries মানে কোনো ব্যাপার না বা কোনো প্যারা নাই।
Consider it done
এরপর ধরেন আপনি হয়ত বলতে চান যে মনে করেন যে কাজ টা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ইংলিশে Consider it done বলতে পারেন।
Consider it done মানে মনে করো হয়ে গিয়েছে কোনো tension করো না
I’d love to
এরপর যদি আপনি এভাবে বলতে চান যে কাজ টা করে দিতে পারলে আপনার অনেক ভালো লাগবে সেক্ষেত্রে বলবেন I’d love to।
I’d love to মানে হচ্ছে এই কাজটা করে দিতে পারলে আমার নিজেরই ভালো লাগতো।
By all means
I’d love to এর মত আরেকটা শব্দ আছে। একটু Uncommon, এটা হল By all means
By all means মানে হলো অবশ্যই তোমাকে কাজটা করে দিতে পারবো।এই ধরনের situation এ এই বাক্যটি ব্যবহার করা যায়।
Certainly
এরপর আরও কিছু শব্দ ব্যবহার করে খুব সহজে হ্যাঁ বলা যায় কিন্তু Yes না বলে আর তা হলো Certainly
Certainly মানে অবশ্যই করে দিবো
Certainly এর মতো আরেকটি শব্দ ব্যবহার করেও আপনি Yes বোঝাতে পারেন আর তা হলো Absolutely
Absolutely,Certainly,Indeed এগুলো হলো yes বলার কিছু uncommon way.
English for Govt. Jobs
কোর্সটি করে যা শিখবেন:
ইংরেজিতে না বলবেন যেভাবে
এরপর যদি কোনকিছুর জবাবে No বলতে চাই সেক্ষেত্রে:
Certainly not
না বলার একদম easy একটা way হলো Certainly not
Certainly not এর অর্থ হলো কোনো ভাবেই না
আরো পড়ুন: IELTS Speaking এর ভয়কে জয় করতে জেনে নিন সেরাদের সেরা কিছু টিপস!
By no means
Yes বলার সময় যেমন আমরা শিখে ছিলাম By all means ঠিক তার বিপরীত হলো By no means.
By no means এর অর্থ হলো কোনভাবেই সম্ভব নয়
No thanks
ধরেন আপনাকে কেউ কিছু offer করলো যেমন খাবার বা কোথাও যেতে ,আপনি হয়তো বলতে চাচ্ছেন জ্বি না ধন্যবাদ সেক্ষেত্রে ইংলিশে No thanks বলতে পারেন ।খুবই polite way তে বলার জন্য no thanks ব্যবহার করতে পারেন। খুব polite way তে না বলে just no বললে অনেকে একটু দুঃখ পেতে পারে।
No thanks এর অর্থ হলো জ্বি না ধন্যবাদ।
Not likely
ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো কাল movie দেখতে যাবেন কিনা? আপনি হয়ত বলতে চাচ্ছেন মনে হয় না সম্ভব হবে। এটাকে easily ইংলিশে বলতে পারেন not likely.
Not likely এর অর্থ হলো মনে হয় না যে এটা সম্ভব হবে
I’m afraid I can’t
আরেকটু সুন্দর করে বলার ক্ষেত্রে আমরা বলতে পারি I’m afraid I can’t. আমরা Afraid word টা সাধারনত ভয় লাগছে এমন situation এ ব্যবহার করি কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন ভাবে use করছি তাই একটা ভিন্ন meaning হচ্ছে।
I’m afraid I can’t এর অর্থ হলো দুঃখিত আমি পারবো না।
May be another time
ধরেন আপনাকে কেউ movie দেখার offer করলো কিন্তু আপনি বলতে চাচ্ছেন অন্য কোনো সময়ে হয়ত বা যেতে পারবেন কিন্তু কালকে যেতে পারবো না বা অন্য কোনো সময়ে সম্ভব হবে। এই situation এ আপনি ইংলিশে বলতে পারেন May be another time.
May be another time এর অর্থ হলো অন্য কোনো সময়ে হয়তো সম্ভব হতে পারে অর্থাৎ যে সময়ে আপনাকে যেতে বলা হচ্ছে বা করতে বলা হচ্ছে সেই সময়টাতে আসলে সম্ভব নয়।
Not possible
আপনি যদি সরাসরি না বলতে চান, যে কোন ভাবেই সম্ভব না সেক্ষেত্রে বলতে পারেন not possible.
Not possible এর অর্থ হলো কোনোভাবেই সম্ভব নয়। so আপনি যদি flat no বলতে চান সেক্ষেত্রে easily not possible ব্যবহার করতে পারেন।
Unfortunately not
এখন মনে করেন আপনাকে কেউ হয়ততো কোনো plan সম্পর্কে বললো বা কোথাও যেতে বললো, আপনি হয়তো বলতে চাচ্ছেন দুঃখজনক ভাবে সম্ভব হবে না। এটাকে easily ইংলিশে বলা যায় unfortunately not.
Unfortunately not এর মানে হলো দুঃখজনক ভাবে এটা সম্ভব হচ্ছে না বা আমি পারছি না।
চাকরিজীবীদের জন্য English
কোর্সটি করে যা শিখবেন:
So, আজকে আমরা খুবই easy কতগুলো বাক্যের মাধ্যমে শিখে নিলাম কিভাবে ইংলিশে yes না বলেও yes বলা যায় এবং no না বলেও no বলা যায়। এছাড়া এর বাইরেও আরও অনেক উপায় আছে যে উপায়গুলো ব্যবহার করে আমরা yes আর no ইংলিশে বলতে পারি।
আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন:
- IELTS Course by Munzereen Shahid
- ঘরে বসে Spoken English Course by Munzereen Shahid
- সবার জন্য Vocabulary by Munzereen Shahid
- Spoken English for Kids by Munzereen Shahid
- English Writing for Students by Sakib Bin Rashid and Shahnawaz Hossain Jay
- চাকরিজীবীদের জন্য English by Munzereen Shahid
- English Grammar Crash Course by Sakib Bin Rashid
১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com
আপনার কমেন্ট লিখুন